নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সেই ভয়াল ২৮ অক্টোবর। যে দিনটাকে বাংলার ইতিহাসে কালো দিন হিসাবে চিহ্নিত করা হয়। শুধু মাত্র রাজনৈতিক বিরোধের জের ধরে কি করে পশুর মত মানুষ হত্যা করা হয়েছে। ২৮ অক্টোবর ২০০৬ তার প্রমান। পশুত্বের বলি হয়েছে একাধিক প্রাণ, বহু মায়ের সন্তান, ভাই হারা বোনের কান্না, শামী হারা বধুর আহাজারি। এই দায় কে নেবে?
এ লজ্জা কার?
জাতি হিসেবে কি আমরা কিছুতে এড়িয়ে যেতে পারি?
নাকি মিথ্যাচারের আড়ালে সত্যকে ঢেকে দেওয়ার ঠুংগি প্রচেষ্টা করেই যাব? সবাই যদি মুজাম্মেল বাবুর মত কানা সাংবাদিক হয়ে যাই তবে তার মতই আস্থাক্ষোরে নিক্ষিপ্ত হতে হবে।
ইতিহাসের প্রয়োজনে মাযে মাঝে সত্য শিকার করে নিতে হয়। মনে রাখা দরকার শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব কিন্তু
মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। আর সত্য মেনে নেয়াতেও লজ্জা নেই।
২৮ অক্টোবর লগী বৈঠাধারিদের মানবতা বিরোধী অপরাধের বিচার চাই।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
গরু গুরু বলেছেন: যেই দায়ি হোক না কেনো, সে কি বিচারের উর্ধে?
হাসিনা গংরা উলটা মামলা তোলে নিল। এ দিয়ে তারা কি প্রমান করল?
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১
বাউন্টি হান্টার বলেছেন:
২৮ শে অক্টবর পশুর মত মানুষ মারা হয়নি বরং পশুর মত পশুই মার হয়েছে।
২৮ শে অক্টবরের দিনটা এই বাংলার জন্য সৌভাগ্যের দিন। সেই দিনের কারনেই আজ রাজাকারদের ফাসিঁ দেখতে পাই।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
গরু গুরু বলেছেন: রাজাকারদের ফাশির জন্য যদি সাধারন মানুষকে লগি বৈঠা দিয়ে প্রকাশ্য হত্যা করতে হয় তাহলে আমি বলব, এমন রাজা কারের ফাশি আমি চাই না।
আর বিয়াই রাজা কারের ফাশি হবে কবে?
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্ধত্বের কাল সময়ে আলো জ্বালানো কঠিন বৈকি!
রাজাকারদের ফাসি শুধু এক পাক্ষীক কেন হচ্ছে? যেই আওয়ামীলীগ চিৎকার করেচে বিএনপি রাজাকারের গাড়ীতে জাতীয় পতাকা তুলেছে বরে- আজকের মন্ত্রী সভায় রাজাকারদের কারা মন্ত্রী করে ঐ একই কাজ করছে?
রাজাকারদের শীর্ষ নেতাদের সাথে ছেলে মেয়ের বিয়ে দিয়ে করিয়ে সবচে প্রথম স্থানে আচে আওয়ামীলীগ! তাদের ফাসির কথা দূরে তাদের বিরুদ্ধে সামান্য সত্য কথনে প্রবীর শিকদারকে জেল খাটতে হয়েছে!
সেখানে আপনি কোন আলোর আশা করেন?
দলান্ধতা আর বিবেকের অন্ধত্বের মাঝেই প্রগলভতা বেশি দেখবেন। উপরে নীচে সবখানে!
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
গরু গুরু বলেছেন: যাদের চোখ থাকতেও অন্ধ তাদের চোখে আলো দেওয়া অনেক কঠিন।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
অগ্নিবীণা! বলেছেন: মানব রুপি পশুদের পশুত্বের বহিঃপ্রকাশ!
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
গরু গুরু বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
বাউন্টি হান্টার বলেছেন:
তোর মত রাজাকারের বেজন্মা ফাঁসি চাইলেই কি আর না চাইলেই কি।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩
গরু গুরু বলেছেন: কথায় বোঝা যাচ্ছে কে বে জন্মা। তদের মুখের ভাষা এত খারাপ কেনোরে?
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রাকৃতিক ভাবে সমাপ্তির অপেক্ষায়.....
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪
গরু গুরু বলেছেন: তবে নিশ্চই ভয়ংকর কিছু অপেক্ষা করছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
ঐ দিনটির জন্য তারেক, খালেদা জিয়া জামাতই মুল দায়ী; ৫ বছরের আও্য়ামী লীগকে উৎখাত করার চেস্টা করেছিল; তদুপরি, ২৪ শে আগস্টের গ্রেনেড হত্যার প্রতিবাদ ভয়াল আকার ধারণ করেছিল।