নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলে
আর কোনো প্রতিক্ষা নেই,
নেই কোনো কৌতুহল কিংবা অভিলাষ,
আর কোনো ছন্দ নেই,
কবির কবিতায়, শিল্পির গানে অথবা,
অথবা কদম গাছের ডালে বসে থাকা কালো কুকিলের কন্ঠে |
সব কিছু নিস্তব্ধ কারন তুমি আসবে ,
তুমি আসবে বলে বৃষ্টির ফুটা গুলো আটকে আছে,
শুধু তুমার অপেক্ষায় ঐ নীল আকাশে ।
তুমি আসবে বলে দুজনে একসাথে ভিজব বলে,
মাঠের পরে ঘাসের উপর শিশির বিন্দু,
ঝিলের পদ্ধ, ধান ক্ষেতের ঐ শালিক,
সব উল্লসিত , উদ্ভাসিত উজ্জিবিত ,
একি তোমার আগমনী প্রলয় বারোতা ?
নাকি অদৃশ্য সেই চাপা পরা কান্না মাখা
অভিমান ভাঙ্গার বহি প্রকাশ ?
...... ৮/১১/২০১৩
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৬
গরু গুরু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: বাহ!দারুন