নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো

যেতে চাই বহুদুর...

হাবিবুল্লাহ শোয়েব

হাবিবুল্লাহ শোয়েব › বিস্তারিত পোস্টঃ

মহানবি (সা.)-এর আবির্ভাব ঘটেছিল কেন?

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মহানবি (সা.)-এর আবির্ভাব ঘটেছিল কেন? এ প্রসঙ্গে হাদিসে রসুলে বলা হয়েছে 'আমি সর্বোত্তম নৈতিক চরিত্রের পূর্ণতা বিধানের জন্য প্রেরিত হয়েছি।' নৈতিক চরিত্র যে সুন্দর ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এমনকি বিশ্ব সমাজের জন্য খুবই দরকারি এ বিষয়ে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই।



মহানবি (সা.)-এর জীবনে সর্বোত্তম নৈতিক চরিত্রের প্রতিফলন ঘটেছিল বলেই তিনি অন্ধকারাচ্ছন্ন আরব সমাজকে নিজের নৈতিক চরিত্রের আলোকিত দিক দিয়ে উদ্ভাসিত করতে সক্ষম হয়েছিলেন। গড়ে তুলতে পেরেছিলেন ন্যায়ভিত্তিক একটি সমাজ। তার নৈতিক চরিত্রে মুগ্ধ হয়েই তৎকালীন আরবরা ত্যাগ করেছিল দেউলিয়াত্বে ভরা জীবন। আলোকিত জীবনে তারা উদ্বুদ্ধ হয়েছিল।



এ হাদিসটির ব্যাখ্যাদাতারা বলেছেন, হাদিসটিতে মাকারিমুল আখলাকের কথা বলা হয়েছে। এর মর্মার্থ হলো এমন এক মহোত্তম নৈতিক ধ্যান-ধারণা ও গুণাবলী যার ওপর ভিত্তি করে পবিত্র ও উন্নত মানবজীবন এবং সৎকর্মে উদ্বুদ্ধ মানবসমাজ গড়ে উঠতে পারে। হযরত মুহাম্মদ (সা.) শেষ নবি বা প্রেরিত পুরুষ। একই সঙ্গে তিনি নবিদেরও সেরা। তার আগে পৃথিবীতে অনেক নবি রসুল বা প্রেরিত পুরুষের আবির্ভাব ঘটেছে। বিভিন্ন দেশ ও জাতির মধ্যে তাদের আগমন ঘটেছে যুগে যুগে। তারা নৈতিক শিক্ষায় সমকালীন সমাজের মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন। তাদের জীবনও ছিল নৈতিক সৌন্দর্যে উদ্ভাসিত। কিন্তু মহানবী (সা.)-এর আগে এমন কোনো প্রেরিত পুরুষের আবির্ভাব ঘটেনি যিনি মানব জীবনের সার্বিক দিকের সঙ্গে সংশ্লিষ্ট চরিত্র ও নৈতিকতার মূল নীতিগুলো মানব সমাজের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এসব নৈতিক দিকগুলো তাদের জীবনে প্রতিফলন ঘটিয়েছেন। মহানবী (সা.) মহোত্তম নৈতিক চরিত্রের পূর্ণতা দানকে তার নবুয়াতের মূল উদ্দেশ্য বলে বর্ণনা করেছেন। এর বোধগম্য অর্থ হলো আল্লাহ পাক এ উদ্দেশ্যেই তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মাহিরাহি বলেছেন: আমার মনে হয় আরেকটা বড় কারন ছিল, পোত্তলিকতার অবসান ঘটিয়ে একেশ্বরবাদের প্রতিষ্ঠা। মূর্তিপূজার প্রচলন ছাড়াও, অন্যান্য ধর্মগুলো দূষিত হয়ে গিয়েছিল।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

বিষন্ন একা বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.