![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক জনের অনুরোধে এই লেখাটা প্রকাশ করলাম-
মাথার মধ্যে আগুন জ্বলছে। অক্ষমতায় সমস্ত হাত পা কাপছে। আমি নিশ্চিত স্ট্যাটাস টি পড়ার পরে আপনার মাথার মধ্যেও আগুন ধরে যাবে। ফ্রেন্ডলিস্টের সবার দৃষ্টি আকর্ষন করছি।
ফেসবুকের এক ভাই একটু আগে মেসেজ দিলেন।
পুরো মেসেজ টা এখানে তুলে দিচ্ছিঃ
"ভাই, আপনার কাছে একটা হেল্প চাই। জাহাঙ্গীরনগর
ইউনিভার্সিটিতে আমার এক বোন (কাজিন) আজ প্রথম ক্লাস করতে গেছে, আইটি ডিপার্টমেন্টে, ফার্স্ট
ইয়ার। ভাই! বোনটা আমার সারাদিন কাঁদল, কাঁদল আমার খালা... কিছুই করতে পারলাম না ভাই!
ও জাহানারা হলে থাকে। ওর ডিপার্টমেন্টের বড় আপুরা ওকে ডেকে শারিরীক
এবং মানসিকভাবে লাঞ্চিত
করে আধমরা করে দিয়েছে।
ওর বড় আপুরা ওকে বলেছে ক্লাসের বড় ভাইদের
কাছে গিয়ে তোমার ব্রেস্টের মাপ দিয়ে আসো...ভাই!
সব বলতে পারছিনা।
কাল ঐ বড় আপুরা সবাইকেই হলে থাকতে বলেছে, হল ছাড়া যাবেনা। আজ নাকি ওরা কেবল মাংস "ধুইছে", কাল "কশাবে"!
ভাই, আমাদের প্রভাবশালী কোনো মামা/খালু নেই।
আপনি তো ব্লগে লিখেন, এত বড় একটা গ্রুপ চালান-
আপনি চাইলে হয়ত কিছু করতেও পারেন।
আপনার ও বোন আছে, দয়া করে একজন ভাই হিসাবে একটু
হেল্প করেন ভাই..."
ক্লাসের প্রথমদিন নতুনদের উপর র্যাগিং নতুন কিছু
নয়। প্রথমে র্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও
বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।
খবরের কাগজে/ ব্লগে এগুলো নিয়ে পড়তে পড়তে অনেকের কাছে হয়ত ডাল-ভাতের মত হয়ে গেছে ব্যাপার টা। কিন্তু মনে রাখুন-
আজ অন্য কারো বোন লাঞ্ছিত হচ্ছে, কাল
হতে পারে আপনার বোন/আত্নীয় টিও।
ফ্রেন্ডলিস্টের সবার কাছে অনুরোধ জানাচ্ছি,
যে যেভাবে পারেন প্লীজ হেল্প করেন!
আপনাদের ফ্রেন্ডলিস্টে জাহানীরনগর
ইউনিভার্সিটির কেউ থাকলে প্লীজ এগিয়ে আসুন।
আগামীকাল ঐ বোনটির লাঞ্ছিত হওয়া যেভাবে পারেন বন্ধ করেন।
আর একটি মেয়েও যেন লাঞ্ছিত না হয়, আর
একটি মেয়ের স্বপ্ন যেন অঙ্কুরেই শেষ না হয়ে যায়।
Click This Link
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
আহ্সান হাবীব বলেছেন: বেশ তো!!!!!!!!!!!
কোন একজনের একটা ফেসবুক মেসেজ কে ভিত্তি করে কোনরূপ সত্যতা যাচাই না করেই জাহাঙ্গীরনগরের গোষ্ঠী উদ্ধার করে ফেললেন!!!!!!!!!
আসলে চিলে কান নিয়েছে বলে চিলের পিছন পিছন দৌড়ানো বাদ দিয়ে সত্যতা যাচাই করা উচিত।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
একাকী সমুদ্রে বলেছেন: আহ্সান হাবীব জাহাঙ্গীরনগর কে আমি অনেক কাছ থেকে দেখেছি। এরকম একটা ফালতু ভার্সিটি আমি আর দেখি নাই। যে ঘটনা লেখা আছে তা সবার সাথেই ঘটে। ঃ-।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
আহ্সান হাবীব বলেছেন: @ একাকী সমুদ্রে, এই ক্যাম্পাস সম্পর্কে কতটুকু জানেন আপনি?
কতটুকু কাছ থেকে দেখেছেন?
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
আহ্সান হাবীব বলেছেন: @ একাকী সমুদ্রে, এই ক্যাম্পাস সম্পর্কে কতটুকু জানেন আপনি?
কতটুকু কাছ থেকে দেখেছেন?
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
লওল০০৭ বলেছেন: এইসব খবর বেশিরভাগ সময়ই জাহাঙ্গিরনগর ভার্সিটি থকে আসে। শালারা বালের বরভাই আর বরভোন হইছে। রেগ নেওয়ার অনেক সুন্দর পদ্ধতি আছে। সিনিয়র হইছে বইলা নিজেদের বদখায়েশ মিটাবে। তারা বছরের পর বছর ধইরা জঙ্গলের কাছে থাইকা লেখাপরা করছে বইলা ভাবে যারা নতুন এখানে পরতে আসে তারাও জঙ্গল থেকে আসে। ওই মেয়েটিকে বলবেন যেন কালকে ভার্সিটিতে যাবার সময় গারডিয়ান সাথে কইরা নিয়া যায়।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫
হাবিবুল্লাহ শোয়েব বলেছেন: @ আহ্সান হাবীব আপ্নের কাছ থেকে আমার জাবির পরিবেশ জানতে হবে না। এই ঘটনা জাবির কেম্পাসে একটি কমন ব্যাপার।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
একাকী সমুদ্রে বলেছেন: জাহাঙ্গীরনগর ইউনিভারসিটি থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এই একটা পাবলিক ভার্সিটি এর জন্য দেশের সবগুলা পাবলিক ভার্সিটির অপমান হচ্ছে। ওই মেয়েকে বলুন জাহাঙ্গীরনগর থেকে ভর্তি ক্যানসেল করে চলে আসতে। যে শিক্ষা মানুষকে পশুতে পরিণত করে তার দরকার নাই। এর চেয়ে আমি প্রাইভেট ভার্সিটিতে পড়া ভাল মনে করি।