![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
হে কানা(গন)তন্ত্র,
তোর শিক্ষা, তোর সার্টিফিকেট
রাখ তোর কাছে,
চোখ দুটা ফিরিয়ে দেয়
আমি ফিরে যাবো মায়ের কোলে।
হে গুলিকারী,
লাগবে না রুটিন,
লাগবে না আমার বিচার
লাগবে শুধু চোখ দুটা
বড়ই ইচ্ছে তোকে দেখার।
হে সুশীল সমাজ,
টকশো তে আর কত লাফাবে
অদ্যাবধি কি, চুল(হিন্দি)টা ছিড়েছ তুমি
রাতের বেলা কাজ না থাকলে
চলে আয়,পাশের কেবিনটা খালি।
হে যৌবনধিকারী
ফেবুতে আর কত লড়বি?
লাইক, শেয়ারের ঝড় না তুলে
যা এবার, হাতমেরে শুয়ে পড়
এতেই শান্তি, এতেই সুখ রে।
শালা মর তোরা, আমার তাতে কি?
আমার ত এইটুকুই সুখ
দেখতে হবে না আমায়
তোদের জরাজীর্ণ পরাজিত মুখ।
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
স্বপ্নবাজ তরী বলেছেন: হু..
২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আগুনের আঁচ গায় না লাগা পর্যন্ত কে কবে নড়েছে?
হত্যা গুম খুন ভিন্নমতকে গলাটিপে স্তব্ধ করা -বাড়তে বাড়তে এতটাই
আজ জাতির এক উজ্জল ভবিষ্যত অন্ধ!!! ক্ষমতার দম্ভ কেড়ে নিল দৃষ্টি!
মূখের ভাষা কেড়ে নেবে ঘোষনাতেই বারুদ জ্বলে উঠেছিল বায়ান্নতে
আজ দৃষ্টি নিভে যাবার পরও কেবলই কাব্য লাইক আর অনলাইন হাতিঘোড়া মারা!
হায়! আর কবে জাগবে হে ৫২, ৬৯, ৭১, ৯০ এর পুরোধা প্রাণ- ছাত্রসমাজ!??????
২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
স্বপ্নবাজ তরী বলেছেন: আমরা এখন যদি নিরবে মেনে নি এটাকে তবে সামনে আরো ভয়ংকর কিছু ঘটবে নিশ্চিত।
সংসার বাদ পুলিশি কর্মকান্ডের বিরোদ্ধে ত আমরা একহতে পারি।
অন্ধত্বের জন্য সারাজীবন তাকে যে কষ্টটা সহ্য করতে হতে এই দায় ত পুলিশকে নিতেই হবে।
আমাদের এক হওয়া দরকার, এভাবে একটা দেশ চলতে পারে না।
রুখতে হবে, আবার প্রয়োজন রক্ত দিবো তবু অন্যায় মানতে পারবো না।
৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:৫১
এম আর তালুকদার বলেছেন: আর থেমে থাকা নয়।আসুন প৾তিদিন একজন একজন না মরে একসাথে রাস্তায় নামি, হয় সবাই একসাথে বাঁচি নয়তো মরি।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
বজ্রকুমার বলেছেন: হু..।