![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
নাটকঃ উচ্চতর হিসাব বিজ্ঞানের কবিতা।
কবিতার মতো নাটকটাও অসাধারণ।
অবশ্যই বড়ছেলে নাটকের চেয়েও কন্টেন ও উপস্থাপনার দিক থেকেও ভালো ও বাস্তবধর্মী।
কবিতাঃ ১
কোথায় তুৃ্মি??
হারিয়ে গেছি,
হারিয়ে গেছি শেষ বিকেলে সূর্য ডোবা অন্ধকারে।
হারিয়ে গেছি এই অাকাশের মেঘের ভিড়ে।অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে।
হারিয়ে গেছি ট্রাফিক জ্যাম এর লাল বাতিতে।
শূন্যগতির চাকায় চেপে ঘামতে থাকার দূর গতিতে।
হারিয়ে গেছি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভিড়ে।
হারালে কখন??
এই কিছুক্ষণ অাগে বোধহয়, নায় হয় তারও কিছুক্ষণ অাগে।
কি অাসে যায়?
সময় জেনে, কেমন হবে বলতো দেখি
হারাই যদি ভবিষ্যতে??
অনেক হলো এবার বলোতো দেখি,
এখন তুমি কোন জগৎএ?
এখন অামি তোমার চোখের হাসি মাখা মুগ্ধতাতে,
নয়তো তোমার ঠোট বাকানো বিরক্তিতে
এখন অামি তোমার মনের একই পাশে,
তোমার সাথে এই পৃথিবীর এক বাতাসে
অনেক হলো,এখন হলো ফিরবে কখন??
ফিরতে হবে??
কবিতাঃ২
এখনো শঙ্খচিলের দল
পথ ভুলে উড়ে চলে অন্য কোন পথে
অথচ প্রতিক্ষারত ওদের আকাশে বাতাসে উষ্ণতা প্রকৃতি নিরত্তর
তবু উড়ে চলে শঙ্খচিলের দল
শকুনের সাথে দ্বন্দ্বে জড়ায়
মৃত আত্মার মতো ওরা উড়ে চলে গন্তব্যহীন
কখন ও একাকী।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: অথচ প্রতিক্ষারত ওদের আকাশে বাতাসে উষ্ণতা প্রকৃতি নিরত্তর
তবু উড়ে চলে শঙ্খচিলের দল চমৎকার