![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
ভালোবাসায়, প্রেমিক বীর হয়
আমি বহু আগেই হারিয়েছি বীরত্ব
বাস্তবতা খুঁড়ে খেয়েছে আমায়
জীবনের নৌকায় তরী বেয়ে আমিও একদা
জয়ী হবো, আমার কালচে আকাশে একদা
জোস্ন্যার উদ্ভাসিত আলোয়
আলোকিত হবে আমার জীবন ।
শুধু তুমি কভু আমার হবে না,
কভু আমার সৃষ্ট স্বপ্ন
তোমার মুখরিত কথামালার বন্যায়
ভেসে উঠবেনা, কিংবা তোমার তরী।
আমি একা রয়ে যাবো,
একাই কাঁদবো, ভালোবাসার শূন্যতায়।
যতবার দেখেছি তোমায়,
ততবার নিজেকে হারিয়েছি আমি বিষন্নতায়
তোমার চোখের চাহনিতে লেগে থাকা
একটুকরো হাসির বিশুদ্ধতায়
নিজেকে খুঁজে বেরিয়েছি।
চেয়েছি তোমাকে একা, একগ্রতায়
তোমার একটু হাতের ছোঁয়া।
যতবার দেখেছি তোমায়
নিজেকে মিশিয়ে ফেলেছি মৃত্তিকায়
চেয়েছি ছিনিয়ে নিতে অধিকার
যা আমি হারিয়েছি জন্মাদিতে
যা আমি হারিয়েছি নিজের অজান্তে
হারিয়েছি তোমায়,
আমার-তোমার জীবনধারায়।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৮
ওলিউর জাহিদ বলেছেন: একাই কাঁদব,ভালবাসার শুন্যতায়
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯
রিএ্যাক্ট বিডি বলেছেন: BANGALI TEACHER VS STUDENTS | New Bangla Funny Video | New Video 2017
<< https://goo.gl/3mjLXw