নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত পাখির ডাক

আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাই আকাশে বাতাসে

সোহাগ.আশরাফ

আমি মুক্ত প্রাণী। কথা বলি গণমানুষের। অধিকার আদায়ের জন্যেই আমার জন্ম।

সোহাগ.আশরাফ › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ আল্টিমেটামে চুপসে গেছে বিএনপি

০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১৮









সোহাগ আশরাফ : বিএনপির বেঁধে দেওয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ। এ নিয়ে বহুবার আল্টিমেটাম দিয়েছে দলটি। কিন্তু কোন সুবিধাই করতে পারেনি তারা। বরং সরকারকে হুমকি দিয়ে নিজেরাই চাপে পড়েছে। এবারটিও তার ব্যাতিক্রম হয়নি। তবে এই আল্টিমেটাম নিয়ে দেশের মানুষের মধ্যে বড় ধরণের আশঙ্কা ছিল। সকলের মনেই প্রশ্ন ছিল- কি করবে বিএনপি! তারা কি সংঘাতের দিকে যাবে, না কি শান্তির পথ বেছে নেবে!





গত কিছুদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে শান্তির ডাক লক্ষ্য করা গেছে। বেশ কয়েকবার তিনি বিরোধীদলকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি যে কোনো জায়গায় আলোচনার প্রস্তাবও রাখেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করে বিএনপি। তারা বলে, এটি নিশ্চই সরকারের কোন ফাঁদ।





বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখান করে সমাবেশে বলেন, প্রধানমন্ত্রী যখন বিপদে পড়েন তখন তার গলা নরম হয়। তাই তাদের এ ফাঁদে পা দেবে না বিএনপি।





এসময় তিনি তত্ত্বাবধায়ক নিয়ে প্রস্তাব দিতে বলেন। তিনি বলেন, প্রয়োজনে আমার ঘরে চায়ের আমন্ত্রণ রইলো। বেগম খালেদা জিয়া সমাবেশে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে আল্টিমেটাম কে প্রত্যাখান করা হয়। তারা জানান, কোন আল্টিমেটামে ভয় পায় না আওয়ামী লীগ। এরপর ছিল শুধুই প্রতিক্ষা। মাঝে হেফাজতের সংঘর্ষ দেশের মধ্যে নতুন আতঙ্ক হিসেবে দেখা দেয়। বিএনপি হেফাজতের পাশে আছে বলে রাতেই সবাইকে জানিয়ে দেওয়া হয়। বেগম খালেদা জিয়া বলেন, সবাই হেফাজতের নেতা কর্মীদের পাশে দাঁড়ান। তিনি ঢাকাবাসীকে তাদের পাশে দাড়াবার আহ্বান জানান। পরিস্থিতি নতুন দিকে রূপ নেয়। অনেকেই মনে করে হেফাজত আর বিএনপি মিলে হয়েতো বড় ধরণের কোন ঘটনা ঘটাতে যাচ্ছে। কিন্তু রাতে যৌথ বাহিনীর অভিযানে পিছুহটে হেফাজত। সকালে রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। বিএনপি সুবিধা করতে পারেনি কোনো ভাবেই।





বিকেলে সংবাদ সম্মেলনে কোন উল্লেখযোগ্য কর্মসূচি হাতে নিতে পারেনি বিএনপি। বরং নিজেদের মধ্যে কোন্দোল করে বিরোধ সৃষ্টি হয়। এরমধ্য দিয়ে বিএনপি চুপসে গেছে।





দফায় দফায় বৈঠক করেও কোন ফল পাচ্ছে না দলটি। কিছু সময় আগে বেগম খালেদা জিয়া রাতে ১৮ দলের নেতাদের সাথে বৈঠকের আহ্বান করেছেন। আল্টিমেটামের ৪৮ ঘন্টা পরেও কিছুই করতে পারেনি বিএনপি। সব মিলিয়ে ব্যর্থতার আল্টিমেটাম দিয়ে চুপসে গেছে দলটি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো হয়েছে...

২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৩

সোহাগ.আশরাফ বলেছেন: ধন্যবাদ সমুদ্র দা

৩| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বিএনপির কাছ থেকে এখনো সঠিক সিদ্ধান্তের আশা ছাড়তে পারছি না। সরকার যেহেতু এখনো সংলাপের প্রস্তাব ফিরিয়ে নেয়নি দলটির উচিত সেই সংলাপ প্রস্তাব গ্রহণ করা।
বিরোধীতা হতে হবে সুস্থাধারার!

৪| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৪৪

s r jony বলেছেন:
হুম ব্যার্থ, তাহলে এখন এদের কি করার আছে?

৫| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

সোহাগ.আশরাফ বলেছেন: এসব আল্টিমেটাম বাদ দিয়ে সহজে কি করা যায় সেই চিন্তা করাই উচিৎ.......s r jony

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.