নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত পাখির ডাক

আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাই আকাশে বাতাসে

সোহাগ.আশরাফ

আমি মুক্ত প্রাণী। কথা বলি গণমানুষের। অধিকার আদায়ের জন্যেই আমার জন্ম।

সোহাগ.আশরাফ › বিস্তারিত পোস্টঃ

উঠছে ভবন বাড়ছে ঝুঁকি

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৭





সোহাগ আশরাফ :

কোনো পরিকল্পনা ছাড়াই রাজধানী শহরে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। নিয়ম নীতির তোয়াক্কা না করে দেশের রাজধানীকে ঝুঁকির শহরে পরিণত করা হচ্ছে। ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে শহরটি। সামান্য একটি ভবন ধসে যে পরিমাণ সংখ্যক প্রাণ হারাতে হয়েছে তাতে করে নিশ্চিত করে বলা যায় এক মহামারির দিকে এগুচ্ছে ঢাকা।



অপরিকল্পিত নগরীর মধ্যে অন্যতম ঢাকা যে অচিরেই মৃত্যুপুরী হিসেবে চিহ্নিত হবে তা নিশ্চত করে বলা যায়। কারণ এই শহরে ভূ-পৃষ্ঠের যে ধারণ ক্ষমতা তার থেকে অধিক পরিমান চাপ ইতিমধ্যেই চাপিয়ে দেওয়া হয়েছে ঢাকার উপর। তারপরেও থামছে না, বরং প্রতিনিয়ত বাড়ছে ভবন। আর নতুন ভবনের পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভবন। যেগুলো ইতিমধ্যে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। নিরুপায় মানুষ জীবন বাজি রেখে বসবাস করছে এসব ভবনে।



রাজধানীর ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন অপসারণের দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। অথচ এই সিটি করপোরেশনেরই নিজস্ব অন্তত ৩১টি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন রয়েছে। এগুলো অপসারণ বা মেরামতের কোনো উদ্যোগ নেই।



ডিসিসির এসব ভবনের বেশির ভাগই বহুতল মার্কেট। সার্বক্ষণিক এসব মার্কেটে হাজার হাজার মানুষ অবস্থান করে। ফলে কোনো দিন যদি দুর্ঘটনা ঘটেই, তা হলে হতাহতের সংখ্যা হবে অসংখ্য। ঝুঁকিপূর্ণ এই ভবনগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ১৬টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে ১৫টি।



জানা গেছে, সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পরই কিছুটা তৎপর হয় ঢাকার দুই সিটি করপোরেশন। ইতিমধ্যে ডিএনসিসি তাদের নিজস্ব ১৬টি বহুতল ভবনের তালিকা তৈরি করেছে। ডিএসসিসিরও তালিকা তৈরির কাজ চলছে।



ডিএনসিসির তৈরি করা তালিকায় ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে রয়েছে গুলশান-২ পাকা মার্কেট, গুলশান-২ কাঁচা মার্কেট, গুলশান-১ পাকা মার্কেট, গুলশান-১ কাঁচা মার্কেট, মহাখালী কাঁচাবাজার, খিলগাঁও তালতলা সুপার মার্কেট, খিলগাঁও কাঁচা মার্কেট, মগবাজার র‌্যাব অফিস, গাবতলীর প্রান্তিক সুপার মার্কেট, আমিনবাজার ট্রাক টার্মিনাল, কারওয়ানবাজার ১ ও ২ নম্বর ভবন মার্কেট, কারওয়ানবাজার কিচেন মার্কেট (কাঁচা মার্কেট), কলমিলতা মার্কেট, কারওয়ানবাজার আড়ত ভবন ও মোহাম্মদপুর টাউন হল মার্কেট।



অপরদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির কারণে রাজধানীতে গড়ে ওঠা অন্তত ১০ হাজার বহুতল ভবনকে কালো তালিকাভুক্ত করে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে দুর্নীতি দমন কমিশনের বিশেষ অনুসন্ধান টিম।



সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রাজউকের উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ অসহযোগিতা এবং কারসাজির কারণে দুদক টিম মাঠ পর্যায়ে অভিযান শুরু করতে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।



দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং উপপরিচালক সাহিদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম রাজউকের দুর্নীতি, ভবন নির্মাণের অনুমতি প্রদানে গাফিলতি ও স্বজনপ্রীতি, উত্তরা-রাজউক প্রকল্প ও পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম, প্রবাসী কোটায় ১ হাজার ২০০ জনকে ওইসব প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতিসহ অন্যান্য ক্যাটাগরির দুর্নীতি বের করতে কাজ শুরু করে। তবে দুদক থেকে রাজউকের কোন কর্মকর্তার সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে নিষেধ করায় রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সুযোগটি কাজে লাগিয়ে দুদকের টিমকে পাত্তাই দিতে চাচ্ছে না। এমন অভিযোগ খোদ দুদকেরই।



এদিকে, রাজউকের তথ্যের ভিত্তিতে রাজধানীতে রাতারাতি গড়ে ওঠা অন্তত ১০ হাজার ভবনের তালিকা প্রস্তুত করেছে দুদক টিম। তার মধ্যে দুদক ৮ হাজার ভবন নির্মাণে যে অনিয়ম হয়েছে তা নোটিশের মাধ্যমে ও জরিমানা করে মীমাংসাযোগ্য এবং বাকি ২ হাজার ভবনের মালিক এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি মামলাসহ আইনি ব্যবস্ত নেয়া ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



তবে আসল কথা হচ্ছে এখনই ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। আর যখন ঘটে যাবে তখন আর কিছুই করার থাকবে না। তাছাড়া একটি আট তলা ভবন ধসের পর তা থেকে জীবিত দুরের কথা মৃত মানুষ উদ্ধার করতে লেগেছে ২০ দিনেরও বেশি সময়। সাভারের দৃশ্য দেখে অবশ্যই বলা যায় যে, দেশের বর্তমানে উদ্ধারের সরঞ্জাম নেই। যা আছে তা একটি ভবনের জন্যও পর্যাপ্ত না। তাই পরিকল্পিত নগরী তৈরিতে পরিকল্পনার বিকল্প যেমন নেই ঠিক তেমনি আরো উদ্ধার সরঞ্জাম আনতে হবে।





উঠছে ভবন বাড়ছে ঝুঁকি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.