![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
IELTS ইংরেজি ভাষার মান যাচাই এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় ভালো করতে চাইলে আপনার সকল বিষয়ে পরিষ্কার ধারণা থাকা খুব দরকার । IELTS এর স্কোরিং তেমন ই একটি ব্যাপার যা নিয়ে অনেকের মাঝেই ভুল ধারণা এবং প্রশ্ন দুটোই থাকে । তারপর আছে IELTS এর প্রস্তুতি । আপনাকে অনেকেই অনেক ধরণের সাজেশন দিবে । কিন্তু সবকিছুর পর ডিসিশান আপনার ই । তাই IELTS এর স্কোরিং প্রক্রিয়া এবং প্রস্তুতি নিয়ে যদি আপনার এতটুকুও প্রশ্ন থেকে থাকে, আশা করি আজ সেটা দূর হয়ে যাবে । চলুন IELTS স্কোর এবং প্রস্তুতি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে আসি ।
স্কোরিং
IELTS পরীক্ষার স্কোরিং করা হয় ১ থেকে ৯ এর স্কেলে । সম্পূর্ণ পরীক্ষায় ইংরেজি ভাষায় Writing, Speaking, Reading এবং Listening, এই চারটি বিভাগের দক্ষতা যাচাই করা হয় এবং প্রতিটি অংশে আলাদাভাবে স্কোর দেয়া হয় । সবশেষে এগুলোর গড় করে একটি সম্পূর্ণ স্কোর দেয়া হয় । সবচেয়ে মজার ব্যাপার হলো IELTS পরীক্ষায় পাস ফেলের কোন বিষয় নেই । এছাড়া এই পরীক্ষা দেয়ার জন্য কোন বয়সের বাধ্যবাধকতা নেই । তবে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর করতে পারলেই এই পরীক্ষা দেয়া সার্থক বলা যায় । সাধারণত ভালো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে আপনার স্কোর অন্তত ৬.৫ থেকে ৭.৫ এর মধ্যে থাকতে হয় । তবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে ব্যান্ড স্কোরে ভালো মার্কস পেতে হয় । আপনার গড় বা টোটাল স্কোর যত ভালোই হোক না কেন, একটি বিভাগে স্কোর কমে গেলে ভর্তির সুযোগ নাও পেতে পারেন । সেইজন্য পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই জেনে নিন আপনার ন্যূনতম কত স্কোর প্রয়োজন ।
IELTS- প্রস্তুতি
IELTS পরীক্ষার সফল প্রস্তুতির পূর্ব শর্ত হল কোনভাবেই খুব বেশি উৎকণ্ঠিত হওয়া যাবে না । আমি আমার নিজের অনেক ভালো রেজাল্ট করা বন্ধুকেই দেখেছি শুধুমাত্র উৎকণ্ঠতার জন্য প্রথমবার ভালো স্কোর করতে পারে নি । তবে এটা সত্যি যে প্রথমবার একটু নার্ভাস হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক । সেজন্য যতটা সম্ভব প্রস্তুতিকালীন সময় নিজের মাথা ঠাণ্ডা রাখতে হবে ।
খুব ভালো স্কোর করার জন্য আপনাকে আহামরি কোন পড়াশোনা করতে হবে না । শুরুতেই আপনি যদি আপনার লক্ষ্য ঠিক করে ফেলতে পারেন এবং নিয়মিত প্রস্তুতি নিতে পারেন, তাহলে খুব সহজেই আপনি আপনার মনমতো স্কোর করতে পারবেন । তবে একটি বিষয় মাথায় রাখবেন যে রাতারাতি ভালো স্কোর করা কখনোই সম্ভব না । সোজা কথায় আপনাকে খাটতে হবে, পরিশ্রমী হতে হবে । আপনি যদি কোন বিষয়ে দুর্বল হয়ে থাকেন, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে । আমি বলছি না আপনি আপনার প্রতিদিন এর কাজ বাদ দিয়ে সারাদিন IELTS পরীক্ষার জন্য প্রস্তুতি নিন । শুধু প্রতিদিন এক ঘণ্টা করে সময় ব্যয় করুন প্রস্তুতির জন্য । আর আপনি যদি ইংরেজি ভাষায় খুব দক্ষও হয়ে থাকেন, তাহলে ভাববেন না যে কোনরূপ প্রস্তুতি ছাড়াই আপনি ভালো ফলাফল করতে পারবেন ।
বাজারে IELTS প্রস্তুতির জন্য অসংখ্য বই আছে । আর আপনি ইন্টারনেটেও প্রচুর রিসোর্স পাবেন । আর প্রস্তুতির সাথে সাথে সময় ধরে পরীক্ষা দিতেও ভুলবেন না । তবে আপনি চাইলে ব্রিটিশ কাউন্সিল, সাইফুরস, উইংস, মেন্টরস – এ IELTS প্রস্তুতির কোর্স করতে পারেন ।
এছাড়া আপনি মক টেস্ট (Mock Test) এর মাধ্যমে মূল পরীক্ষার পূর্বে নিজেকে যাচাই করে নিতে পারেন । মক টেস্ট দেয়ার জন্য এবং IELTS সম্পর্কে যেকোন কিছু ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে পাবেন ।
IELTS প্রস্তুতিতে সহায়ক কিছু ওয়েবসাইটের ঠিকানা।
www.britishcouncil.org/professionals-exams-ielts-intro.htm
www.ielts-exam.net
www.ielts.studyau.com
www.candidates.cambridgeesol.org/cs
www.cross-link.com/ielts-tutor.html
www.uefap.co.uk
২| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৩
নতুন বলেছেন: তাই IELTS এর স্কোরিং প্রক্রিয়া এবং প্রস্তুতি নিয়ে যদি আপনার এতটুকুও প্রশ্ন থেকে থাকে, আশা করি আজ সেটা দূর হয়ে যাবে ।
পুরো পোস্টে লিংক ছাড়া ... কোন প্রশ্নের উত্তর পেলা্ম না...
৩| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৪
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: ই্উরোপের দেশগুলোর জন্য কি IELTS এর সাথে GRE ও প্রয়োজন?
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১০
মঞ্জু রানী সরকার বলেছেন: উপকৃত হলাম