![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শখের তোলা নাকি লাখ টাকা । আমরা যদি আমাদের শখের পিছনে এতো অর্থ এবং পরিশ্রম ব্যয় করতে পারি, তাহলে কেনো সামান্য একটু কষ্ট করে ইংরেজি ভাষায় আমাদের দুর্বলতা দূর করতে পারবো না? আমি জানি শুনতে একটু ব্যাখাপ্পা লাগে, কিন্তু ইংরেজি ভাষায় মাঝারি মানের দক্ষ হতে পারলে যেকোন স্থানে আপনি অনেক সুবিধাজনক অবস্থায় থাকবেন । আমরা অনেকেই আছি যাদের ছোটবেলা থেকেই ইংরেজি নিয়ে প্রবল অনীহা কাজ করে এবং তখন থেকেই ইংরেজিতে আমরা দুর্বল । তবে এই দুর্বলতা কাঁটিয়ে উঠার মোক্ষম অস্ত্র অতে পারে IELTS প্রস্তুতি ।
আমার মনে আছে বছর খানেক আগেও ইংরেজিতে কিছু বলতে নিলে আমাকে ১০ বার ভাবতে হতো । কিন্তু সঠিক প্রস্তুতির মাধ্যমে আমি আমার ইংরেজি নিয়ে ভয় অনেকটাই কাঁটিয়ে উঠতে পেরেছি এবং সাথে সাথে IELTS পরীক্ষায় মোটামুটি ভালো স্কোর করতে পেরেছি ।
ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই এর জন্য IELTS আন্তর্জাতিক মানের একটি পরীক্ষা । সেজন্য এর প্রস্তুতি একটু ভালোভাবে নিতে হয় । আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা থেকে IELTS এর এই প্রস্তুতিমূলক নোটটি লেখা । আশাকরি আপনারা উপকৃত হবেন ।
কোথায় কোচিং করতে হবে?
IELTS এর জন্য কোচিং করলে ভালো । এতে করে অনেকের সাথে ক্লাস করতে পারবেন এবং অনেক কিছু জনতেও পারবেন । তবে সমস্যা একটাই । বেশিরভাগ জায়গায় DU, IBA বা English Medium এর ছাত্রছাত্রীরাই টিচার হিসেবে ইংরেজি শেখায় । সেখানে তাদের ইংরেজি উচ্চারণ শুনে আপনার ভালো লাগতে পারে, কিন্তু আপনার ইংরেজি ভাষার ভিত্তি মজবুত হবে কিনা তার কোন গ্যারান্টি আমি দিতে পারছি না । তাছাড়া ওখানে ইংরেজির বেসিক নিয়ে কাজ করা থেকেও বেশি গুরুত্ব দেয়া হয় মডেল টেস্ট এর উপর । তাই আমার মনে হয় না ইংরেজিতে দুর্বল থাকলে এই কোচিং করে কোন লাভ আছে । সেহেতু নিজে নিজে প্রস্তুতি নেয়াই ভালো । আপনি নিচের পয়েন্ট গুলো ফলো করতে পারেন ।
প্রথমেই আপনি ৯ম – ১০ম শ্রেণীর ইংরেজি ২য় পত্রের বই সংগ্রহ করুন । সেখানে যা কিছু থাকবে সব ভালোভাবে রপ্ত করুন । একটি অনুশীলনীও বাদ দিবেন না । আপনি যদি গ্রামারে খারাপ হয়ে থাকেন, আশা করি একটু হলেও সেটা ঠিক হয়ে যাবে । তবে প্রথমেই HSC লেভেল এর কোন গ্রামার বই না ধরাই ভালো, কারন সেগুলো অনেক উচুমানের ।
ইংরেজি ভাষায় Reading – এ স্বক্ষমতা অর্জনের জন্য যত বেশি পারেন ইংরেজি পড়তে হবে । বাসায় দৈনিক ইংরেজি সংবাদপত্র রাখুন । ইংরেজি গল্পের বই পড়ুন এবং বুঝে বুঝে পড়ুন । খুব বেশি কঠিন কিছু পড়ার কোন দরকার নেই ।
ইংরেজি Listening – পাওয়ার টেস্ট করে দেখা হয় IELTS পরীক্ষায় । তাই ইংরেজি মুভি দেখুন । প্রথম প্রথম সাবটাইটেল দিয়ে দেখুন এবং পরবর্তীতে সাবটাইটেল ছাড়া বুঝার চেষ্টা করুন । দেখবেন অনেক উন্নতি হবে । এছাড়া বিবিসি রেডিও, স্লো মেলোডিয়াস গান শুনুন ।
আপনাকে ইংরেজি Speaking – এও সমান পারদর্শী হতে হবে । এজন্য যত বেশি পারেন ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন । কাউকে সাথে না পেলে নিজে নিজে ইংরেজি তে বক বক করুন । বন্ধুবান্ধব, অফিস কলিগদের সাথে ইংরেজি ভাষায় কথোপকথন করার চেষ্টা করুন । এতে করে Speaking নিয়ে ভয়টা দূর হয়ে যাবে ।
সবশেষে ইংরেজি Writing – এ ভালো করতে চাইলে আপনাকে একটু বেশি খাটতে হবে । কারন যা আপনি প্রাকটিসের জন্য যা লিখেছেন, তা কাউকে না কাউকে ঠিক করে দিতে হয়, আর এ কাজ একা একা করা কঠিন। এর জন্য General English বা সমমানের কোন course করতে পারেন ।
কোচিং যদি করতেই চান তাহলে, ঢাকা ইউনিভার্সিটির IELTS , ব্রিটিস কাউন্সিল, WINGS এ করতে পারেন। WINGS এর সুবিধা হলো যে IELTS এর পরীক্ষকরাই ওখানে ক্লাস নেন ।
গুগল থেকে আমি কিছু Resource পেয়েছি, আশা করছি আপনার কাজে লাগবে ।
Ielts Test Drive
Take Ielts
British Council: LearnEnglish
IELTS Word Power
©somewhere in net ltd.