![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। আসসালামুআলাইকুম ।।\nসকলকে শুভেচ্ছা জানাচ্ছি । \n\\\\
বাংলাদেশ ভারত সীমান্তে প্রতিনিয়তই ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ এর গুলিত প্রাণ যাচ্ছে কোন না কোন বাঙ্গালীদের । এইতো সেদিনই ঘটল এমনই একটি ঘটনা ধান কাঁটতে গিয়ে গুলি খেয়ে লাশ হয়ে ফিরল বাংলাদেশে । সীমান্তে এরকম হত্যা জগ্য প্রতিনিয়তই ঘটছে । আজও এর ব্যতিক্রম নেই । বাংলাদেশের শিবগন্জে বিএসএফদের গুলিতে প্রাণ গেল দুই বাঙ্গালীর । এভাবে যদি চলতে থাকে তবে সীমান্তবর্তী বাঙ্গালীরা কিভাবে তাঁদের দিন যাপন করবে ? সীমান্তে বাঙ্গালী হত্যার ঘটনার ব্যাপারে বেশ উদাসীন ভূমিকা পালন করছে বর্তমান সরকার । ভারতের সাথে তিনি এ ব্যাপারে কথাও বলেছেন । কিন্তু এতে করে সমস্যার কোন সুরাহা হয় নি । সরকারের কাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা । কিন্তু বাস্তবে তা কি ঘটছে ? নিশ্চয়ই না । সরকার শুধু জামায়াত শিবিরদের নিয়েই চিন্তিত । বিরোধীদের নিয়েই যদি সরকার এতো ঝুঁকে পড়েন তবে জনগণের কি হবে ? সীমান্তে জনগণের অনাকাঙ্খিত এসকল ঘটনা খুবই ন্যাক্যার জনক । তথাপি এ ব্যাপারে সরকারকে অবশ্যই নিখুত তদারকির আহবান জানাচ্ছি । নয়তো জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে । এছাড়া বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরো শক্তিশালী তথা পর্যাপ্ত স্বাজ স্বরন্জাম দিয়ে এবং দূর্নীতি মুক্ত হিসেবে গড়ে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ।
©somewhere in net ltd.