নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_ " সত্যটাই বলুন , কেননা সত্যের মাঝেই প্রশান্তী "

মোঃ সোহানুর রহমান

।। আসসালামুআলাইকুম ।।\nসকলকে শুভেচ্ছা জানাচ্ছি । \n\\\\

মোঃ সোহানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

টর্নেডো তামিম নৈপূণ্যে সিরিজ জিতল বাংলাদেশ টাইগার বাহিনী । বাংলাওয়াশের অপেক্ষায় পাকি দল ।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১০

তামিমের পর পর দু বার সেঞ্চুরীতে সিরিজ হাতিয়ে নিয়েছে বাংলার টাইগার দল । তামিম টর্নেডো নামে মহা খেতাবও পেলেন তিনি । চাচা আকরাম খান সহো অন্যান্য কিংবদন্তী ক্রিকেটাররা ১৬ বছর আগে পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশ দলকে আন্তর্জাতিক দল হিসেবে মর্যাদা দিতে সক্ষম হয়েছিলো । এবার ভাতিজা তামিমও তার বিপরীত জান নি । সুযোগটাকে এক্কেবারে ঠিক সময়েই কাজে লাগিয়েছেন । পাকিদের মুড়িয়ে দিয়েই ছেড়েছেন ।

দু ম্যাচের জয়ের দাবিদার কুল ম্যান মুশফিক এবং টর্নেডো তামিম জুটির এক অসাধার ইনিংস দেখেছে ১৬ কোটি বাঙ্গালী ছাড়াও গোটা বিশ্ব । আইসিসিকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল । এ বছরটি ভালোই যাচ্ছে বাংলাদেশ দলের । তাইতো জিম্বাবুয়াকে হোয়াইওয়াশ , বিশ্বকাপে ৩১৭ রানের চেস করে জেতা , কোয়াটার ফাইনালে ভারকে হতাশ করে দেওয়া ছাড়াও আরো বহু জয় টাইগাররা দেখেছে শুধুমাত্র এ বছরটিতেই । পাকিস্থানের পর এবার ভারত আসবে বাংলাদেশ দলের সাথে খেলতে । সেখানেও থাকবে বর্তমান বাঘেরাই । ইনশাআল্লাহ জয় ছিনিয়ে আবারও অবাক করিয়ে দেবে টাইগার বাহিনী । পাকিস্থান একটি বিশ্ব চ্যাম্পিয়ন দল । আর এই বিশ্ব চ্যাম্পিয়ানরা আজ পরপর দু ম্যাচ হেরে বাংলাওয়াশের অপেক্ষায় রয়েছে । বাংলাদেশ যদি পাকিস্থানকে হোয়াইটওয়াশ করে তবে আইসিসি চ্যাম্পিয়ন ৭ নম্বর র্যাঙ্কে যাবে বাংলাদেশ । যা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অনেক বড় সাফল্য । বাংলাদেশ দলে রুবেল , তাসকিন আর মাশরাফির মতো প্যেসার থকলেই যথেষ্ট বাংলাদেশ টিমের জন্য যার প্রমাণ পাকিস্থানের সাথে ২ - ০ তে সিরিজ জয় । সিরিজের আগে টাইগারদের স্বপ্ন ছিলো পাকিস্থানকে উচিত শিক্ষা দেওয়া । আর সেটা হয়তো অনায়েশেই সম্ভব হবে পাকি দের বাংলাওয়াশ করার মধ্য দিয়ে । পাকিদের সাথে প্রতিশোধ শেষ , এবার পালা রিন্ডিয়ার । বিশ্বাকপে কি ফিকস্কীংটাই না হলো বাংলাদেশ দলের সাথে । যা দেখেছে মাঠের দর্শক ছাড়াও গোটা বিশ্বের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট ভক্তরা । মওকা মওকা এ্যড করে দেখালো অপমানজনক বার্তা যার কির্তীমূলক প্রতিশোধ হিসেবে পাল্টা মওকা মওকা করে ইউটিউবে হিট হয়ে গিয়েছিলো বাংলাদেশ । তাছাড়াও #HATEINDIA হ্যাশ ট্যাগ টুইটারেও সুপ্ত ঝড় তুলেছিলো । এখনও বাংলাদেশের বিভিন্ন হ্যাকার গুপ প্রতিনিয়তই ভারতের প্রধান প্রধান ওয়েবসাইট হ্যাকিং করে ভারতকে ছিদ্র করে দিচ্ছে । কেউতো আবার সকালের নাস্তা শুরু করছে ভারতের ওয়েবসাইট হ্যাকিং করে । সত্যি , বাংলাদেশ পারেও !
ছন্দ >
"রিন্ডিয়া একটু কাছে আয় না ,
দেখাবে তোকে মওকার আসল বায়না" ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.