![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। আসসালামুআলাইকুম ।।\nসকলকে শুভেচ্ছা জানাচ্ছি । \n\\\\
বহু প্রতিক্ষিত ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের বেলা না ডুবতেই ভোট জালিয়াতি , ভোট কারচুপি , সাংবাদিকদের উপর হামলার ঘটনা এবং কোন কোন কেন্দ্র ১৪৪ ধারা জারির ঘটনা ঘটে গেলো ঢাকা ও চট্টগ্রাম দুই সিটিতে । ভোট কারচুপির অভিযোগে বিএনপি নির্বাচনকে প্রত্যাখ্যান করলো । কেনইবা করবে না ? ভোট কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে আলীগ সমর্থিতরা গেরে বসেছেন কেন্দ্র গুলোতে । পুলিশ এক্ষেত্রে নির্বাক । আর নির্বাচন কমিশনতো এক্কেবারেই বোকা মফিজ বনে গেছে । বলি , মাঠে সেনা থাকলে কি এসব হতো ? আলীগ এই নির্বাচন নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে । কেননা তাঁরা মাঠে তাঁদের নিয়ন্ত্রীত পুলিশ বাহিনীকে নিয়োগ দিয়েছে । " ওদিকে ঘটছে মারামারি আর, পুলিশ এদিকে খাচ্ছে ঝালমুড়ি " । এই হচ্ছে পুলিশের কাড়বার । পুলিশের তীব্র ঘুষ প্রবণতার কারণে সাধারণ জনগণ পুলিশের উপর আস্থা কবেই হারিয়েছে ফেলেছে , তা আর বলতে ! সেনাদের উপরিই জনগণ বেশী আস্থাশীল । আর অন্যদিকে বিরোধী দলও সেনা থাকলে কাজকর্ম সুন্দর করেই করতে পারে । কিন্তু বর্তমান ক্ষমতাশীন দল আলীগ সেনাদের দু চোখ্যেই দেখতে পারে না । আলীগ সেনাবাহিনীকে কেন এতো ভয় পায় তা কেবল তাঁরাই জানেন । বিগত সরকারের আমলে প্রত্যেক ভোট কেন্দ্রেই দেখতাম সেনা মোতায়ন । যার দরুণ ভোট কেন্দ্রে কোন আসুবিধাই দেখতাম না । কিন্তু এ সরকারের আমলে কি দেখছি এসব ? পুলিশ বাহিনীর কথা বাদই দিলাম কারণ যে সরকারই আসুক তাঁরা সেই সরকারেরই গোলাম । অন্যদিকে নির্বাচন কমিশনতো পুতুল বনে গেছে । সরকারের যেটাতেই ভালো তাঁরা সেটাই করছে । সেনা নামানোর কথা বলে বিভ্রান্ত ছড়ালেন আমাদের নির্বাচন কমিশনার । আসলে এভাবে যদি চলতে থাকে তবে বিরোধীদল আরো হিংস্রতায় পরিণত হবে । কেননা তাঁদের কোন কথা , কোন ইচ্ছাই সরকার দল আলীগ কর্ণপাত করছেন না । বিরোধীদের সভাসমাবেশে করতে বাঁধা দিয়ে বিরোধীদের মনোভাবকে আরো উস্কে দিচ্ছেন বর্তমান ক্ষমতাশীন দলেরা । এভাবে যদি চলতে থাকে তবে দেশে কি আদৌ শান্তি শব্দটি টিকে থাকবে ? দেশের মানুষকি স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে পারবে ? আমার মতে শতোভাগই উত্তর না , না এবং না । তাই সরকার দলীয়কে বলতে চাই আপনারা বিরোধীদের সামান্যতম হলেও তাদেরকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করবেন না । অযথা মামলা দেখিয়ে বিরোধীদের হয়রানি না করে তাঁদেরকেও কিছু বলার সুযোগ দিন । কেননা তাঁরাও হয়তো একদিন ক্ষমতায় আসবেন । তাঁরাও যদি আপনাদের মতো এরকমটি করে তো তখন কি বলবেন ?
©somewhere in net ltd.