নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই

আমি কম্পউটার সম্পকে জানতে চাই

শহিদ-১

আমি কম্পউটার সম্পকে জানতে চাই

শহিদ-১ › বিস্তারিত পোস্টঃ

নেফরোব্লাসটোমা বা কিডনী ক্যান্সার --- সহযোগিতামূলক পোস্ট

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

আমার ৪.৫ বছরের ছেলের কিডনী ক্যান্সার হয়েছে। অপারেশন করে ১টি কিডনী অপসারণ করা হয়েছে। কিন্তু অপারেশন করার পরও পুনরায় বিভিন্ন জায়গায় ক্ষুদ্র আকারে পুনরায় টিউমার দেখা যাচ্ছে। অপারেশনের পর লিভারে ১টি টিউমার দেখা দেয়, এটি রেডিয়েশন থেরাপি দেওয়ার পর তা পুরোপুরি বিলীন হয়ে যায় কিন্তু পুনরায় ২টি যা নাভির নিচে দেখা দিয়েছে। এখন এর পাশাপাশি পায়খানার রাস্তায় প্রচণ্ড ব্যথা অনুভব করছে। পায়খানা একটু পর পরই করছে এবং পায়খানার সাথে আমাশয় যাচ্ছে দিনে মাঝে মধ্যে স্বাভাবিক পায়খানা হচ্ছে। খাওয়ার সাথে সাথেই পায়খানা হয়ে যাচ্ছে। পেয়ে থাকছে না কিছুই। পেটের উভয় পাশে নাভির নিচে এবং পায়ু পথে ব্যথা এত এত সমস্যার সমাধান কি? এ সমস্যা সমাধানে কোথায় এবং কোন ডাক্তারের স্মরণাপন্ন হব। কিছুই বুঝতে পারছি না। যদি কেউ থাকেন অনুগ্রহপূর্বক আমাকে এ ব্যাপারে সহযোগিতা করুন।

কেমোথেরাপি দিয়ে কাজ হচ্ছে না তার, তবে রেডিওথেরাপি দিয়ে বেশ ভাল অনুভব করেছিল। এটা ছিল ৩য় স্টেজ এখন ৪র্থ স্টেজ এ চিকিৎসা চলছে। কোন কিছুতেই ভরসা পাচ্ছি না, রোগী সকালের দিকে কিছু সময় ঘুমাচ্ছে আর প্রায় ২১-২২ ঘণ্টা মায়ের কোলে বসে থাকছে। কোন কিছুই খাচ্ছে না বর্তমানে, সকলেও দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২

করুণাধারা বলেছেন: দুঃখিত, আপনাকে কোন সাহায্য করতে পারলাম না। শুধু আপনার এই কঠিন সময়ে আপনাকে গভীর সমবেদনা জানাই। এই সময় ওর শুধু দরকার tender, loving care.ওকে তাই দিন। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.