![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যাঁরা দেখেছেন, দৃশ্যটি তাঁদের কাছে ভোলার নয়। কাশবনে হারিয়ে গেছে অপুর দিদি দুর্গা। অপু তাকে খুঁজে খুঁজে হয়রান। শেষে কাশবনেই অপু পেয়ে যায় দিদির খোঁজ। এবার কাশবনের পথ ধরেই অপু-দুর্গার দ্রুতলয়ের দৌড়! তারপর ট্রেন।
আহা ট্রেন! আহা কাশবন!
শরতের মাঝামাঝি এখন। কয়েকদিন আগে আমিরবাজার দিয়ে বাসে করে আসার সময় দুরথেকে কাশবন দেখলাম। কাছে যাবার সুযোগ হয়নি। বসুন্ধরায় নাকি চমৎকার কাশবন হয়। তাদের কি খবর? কাশফুল ফুটেছে নাকি ওখানে?
আফতাবনগরের কাশবনও নাকি অসামান্য।
ঢাকার আশপাশের কোথাকার কাশবনের কি আপডেট, তাড়াতাড়ি জানান
১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৪৫
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ওরে আল্লা! বলেন কি?!!!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৪৮
রেজোওয়ানা বলেছেন: আমাদের অফিস থেকে কনকর্ডের পিংক সিটি দেখা যায়, ঐ এলাকা তো একদম সাদা হয়ে গেছে কাশ ফুলে। আর আশুলিয়ার ধাউর রোডের আশপাশেও অনেক কাশ ফুল দেখলাম সেদিন।
১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৩
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। পিংক সিটির আশেপাশেই থাকি। যাব একদিন।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৫
পাগলমন২০১১ বলেছেন: জানতে ইচ্ছে করে আমারো
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমিও ভাই প্রকৃতি প্রেমিক। প্রকৃতি পাগল। শুধু কাশবন বা কাশফুল নয়, ছোটখাট একটুকরো প্রকৃতি আমাকে আলোড়িত করে একেক ঋতুর একেক বৈশিষ্ট্য, রকমারি সৌন্দর্য মুগ্ধ করে। ইট পাথরের জঙ্গল থেকে বাঁচতে চাই। মানুষ এখন কেমন যেন হয়ে গেছে। প্রকৃতি ভুলে গেছে। সবুজ, লাল, নীল, হলুদ ভুলে গেছে। পাখপাখালি ভুলে গেছে। পোকামাকড় ভুলে গেছে। কিসের পিছনে যে ছুটছে সে নিজেই জানে না। মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। এবং দিনদিন অসুস্থ হয়ে পড়ছে। মানুষকে বাঁচিয়ে তোলা দরকার। আপনি কি একমত???
১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২১
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আমি পুরোপুরি একমত।
এবং অসুস্থ্য যে হচ্ছে এইটা তারা বুঝতে পারছে না। সমস্যাটা এখানে। বুঝতে পারলে তো সারাবার প্রয়াস নিতে পারতো। আমি যেমন নিজের টা নিজেই করতে পারি
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২১
নীরব 009 বলেছেন: কাশ ফুল আমার খুব প্রিয় একটা ফুল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অজস্র ধন্যবাদ রে...
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কাশবন ভালবাসি পথের প্যাচালী র কথা মনে পড়ে গেল
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: পথের পাঁচালী?
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪০
মিথী_মারজান বলেছেন: ঢাকা-নারায়ণগঞ্জের লিঙ্ক রোডে অবস্থিত "রুপায়ন" আবাসিক এলাকার আশে পাশের খালি জায়গা গুলোতে রয়েছে কাশ ফুলের বিশাল সমাহার। এছাড়াও সম্পূর্ণ লিঙ্ক রোডটির দুই পাশের এলাকা গুলোতে একটু পর পরই চোখে পড়বে অনেক ছোট বড় কাশফুলের ঝাড়। ঢাকা থেকে খুব কাছেই এর অবস্থান,তাই একটু সময় করে দেখে যেতে পারেন,ভালই লাগবে।আর কষ্ট করে যদি নারায়ণগঞ্জ পর্যন্ত চলেই আসেন,তাহলে আরেকটু সময় করে শীতলক্ষ্যা নদীতে ঘণ্টা খানেক নৌকা দিয়ে ঘুরে আসতে পারেন।তাহলে বোনাস হিসাবে আরও কিছু কাশবন পেয়ে যাবেন।
আপনার জন্য কাশফুলের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৪০
লেখাজোকা শামীম বলেছেন: যমুনার চরাঞ্চলে একবার কাশবনে হারিয়ে গিয়েছিলাম। অনেক আগে।