নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি জামাত আলাদ কিছু না। ওরা স্বীকৃত শুয়োরের বাচ্চা। কিন্তু আওয়ামী লীগও মাঝামাঝি একটা রায় দিয়ে দুপক্ষের মন রাখতে গিয়ে সিম্পলি বোকাচোদা হয়ে গেছে। কিন্তু কাল ওদেরকে শাহবাগে দেখা গেছে, বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতাগুলোকে বক্তব্য দিতেও দেখা গেছে। এরা সুক্ষভাবে দলে ভীড়ে আন্দোলন অন্য দিকে নিয়ে যাবার চেস্টা করবে। রায় শুনেই বুঝা গেছিলো আওয়ামী লীগ কত্তবড় বেঈমান আর জারজ। কাদেরমোল্লার ফাঁসি___ আমজনতার চাওয়া। লীগাররা এসে পুতু করতেছে কী মনে করে>??? এই জানোয়ার গুলোকে শাহবাগ স্কয়ার থেকে কান ধরে নামিয়ে দেয়া হোক।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
বাংলার মানুষ ২০১০ বলেছেন: সহমত
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
রাখালছেল০০৭ বলেছেন: সহমত..................
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
সংসপ্তক_২০১১ বলেছেন: সহমত
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
খামোশ বলেছেন:
In 1996 to go to power Hasina went to meet Golam Azam who Awami League ...
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
দেশপ্রেমিক পোলা বলেছেন: দেখলাম সাংসদ আসাদুজ্জামান নুর গলাবাজি করছে। এখন গলাবাজী করছে সাধারণ জনগনের সমর্থন পেতে। তখন রায়ও দিয়েছে অন্যশ্রেনীর জনগনের সমর্থনের জন্য। এরা খুবই ধুর্ত শিয়াল। ২ দিকেই থাকবে আমাদের মুগ্ধ করার জন্য। ভোট পেতে হবে না? ক্ষমতা পাওয়া নিয়ে কথা। সাধারণ জনগনের মাঝে ওরা কি আকাম করে? গাছের গোড়া কেটে আগায় পানি ঢেলে লাভ আছে?
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
এক্সপেরিয়া বলেছেন: দাবি একটাই ফাঁসি । কোন রাজনীতি চাইনা ।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
আমিনুর রহমান বলেছেন: সহমত।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দাবি একটাই ফাঁসি ।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
কমল ২০১০ বলেছেন: কাদের মোল্লার যাবজ্জীবন, লীগের জন্য বেশ ভাল!
কারন ফাসী হলে ২টা সমস্যা - ফাসী বাস্তবায়ন, ইস্যু শেষ
যাবজ্জীবনে ২টা লাভ - আবার ভোট চাওয়া (২০১৪) নতুন প্রজন্ম-ব্লগারদের কাছে যাতে অভিযুক্তদের জেলে ভরে রাখা যায় এখনকার মত,
আর বিরোধী দলে গেলেও এবং অভিযুক্তরা যদি জেল থেকে বের হয়ে গেলে এটা নিয়ে আন্দোলন-মাঠ গরম
এবং আবার ভোট চাওয়া (২০১৯)
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
আমি ভোরের আলো বলেছেন: আওয়ামী লীগ কে বের করে দেন ! এখনি আসছি শাহাবাগে ! কসম
বিশ্বাস হয় না ? ছবি তুলে সামু তে দিমু ......
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
সংকেত মাহমুদ বলেছেন: আওয়ামী লীগ বিএনপি বুঝি না- রাজাকারদের ফাসি চাই । ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
খান মেহেদী ইমাম বলেছেন: একদম ঠিক বলেছেন ।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
না তুমি না আমি বলেছেন: সোগায় লাত্থি মেরে বিদায় করা হোউক
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
একজন আরমান বলেছেন:
সহমত।
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: যেটা নিয়ে সংশয়ে ছিলাম, সেটা কেটে গ্যাছে, যাচ্ছে। শাহবাগে জড়ো হয়েছে আমজনতা। কাল সকালে আবার ঢল নামবে মানুষের। মানুষ জেগে গ্যাছে। মানুষকে চুপচাপ নিরীহ আর অবলা ভাবার কোন কারণ নেই, মহারাজ!
কোন রাজনৈতিক দল ছাতা ধরতে আসবেন না, বিচি ফেলে রসুন ভরে দেয়া হবে। মনে রাখবেন কথাটা। আমি আবার বলছি... কোন রাজনৈতিক দল ছাতা ধরতে আসবেন না, বিচি ফেলে রসুন ভরে দেয়া হবে।
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
আমি মুখতার বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
দাবি একটাই ফাঁসি ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
রোদের ক্রোধ বলেছেন: একদম ঠিক বলেছেন ।