নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা খুব সহজ হিসাব। বেগবান আন্দোলন চলছে? কনফিউশন তৈরি করে দাও। এটা সাড়া দুনিয়ার সব খানেই হয়, ব্যাপার না। শিরোনামহীন কনফিউশন, জয়বাংলা কনফিউশন, ম। খা। কনফিউশন। এগুলো পরিকল্পিত। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। আমরাও বোকাচোদা না। ওগুলো নিয়ে আমরা পরে মাথা ঘামাব। আগে ফাঁসি চাই, কাদেরের। ফাঁসি! ফাঁসি!!! শুধুই ফাঁসি।
১.
আমি পরিস্কার দেখতে পাইতেছি, অপব্যবহারের কারণে আওয়ামী লীগ 'জয় বাংলা' র কপিরাইট হারায়ে ফেললো। জয় বাংলা একটি অস্ত্র। এই অস্ত্র দিয়ে স্বাধীন হয়েছিলো বাংলাদেশ। এটা কোন দল বা ব্যাক্তির সম্পত্তি না। এটা আমজনতার প্রাণের স্ফুরণ । এটা আবার জনতার কাছে ফিরে আসলো। আওয়ামী লীগের হাতে ‘জয় বাংলা’ স্লোগান, এমন কি ‘বঙ্গবন্ধু’র নামটিও নিরাপদ নয়।
২.
অপ্রিয় রাজনীতিবিদগণ, তরুণ ভোটারের সংখ্যা ৩০% অর্থাৎ ৩ কোটি, এই সংখ্যা সামনে আরো বাড়বে, এরা কোনো মার্কায় বিশ্বাসী না, এরা লাল সবুজ পতাকায় বিশ্বাসী, যার ফল আজকের শাহবাগ, কথাটা কিন্তু ফালায় দিয়েন না, সময় থাকতে দাতের মর্যাদা নেন, শুধু মাড়ি দিয়ে পানি ছাড়া আর কিচ্ছু খাইতে পারবেন না
জয় প্রজন্ম চত্বর !!
লেখা: গ্যাব্রিয়েল সুমন ও সামী হাসান
টাইটেল ক্রেডিট: মঈন চৌধুরী
©somewhere in net ltd.