নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের মাঝে অনেক কথা যখন জমে ।। কোথাও বলতে পারলে বুঝি মনু মনের বোঝা কমে ।।

শোলক

সাধারন মানুষ ছিলাম, আছি, থাকব। বিক্ষিপ্ত অনেক চিন্তা ছিল, এখন আর হিসেব নেই মনের মাঝে কত কিছু চলে!!

শোলক › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য - মন নৃত্য

১৩ ই জুন, ২০২০ রাত ২:৪৪

[১]
অসহ্য এক পৃথিবী
অভাবনীয় সব যন্ত্রনা
তিলে তিলে গড়া বিশ্বাসের ছবি
সবই যে এক ছলনা ।।

[২]
ভালবাসা-প্রেম বাস্তব না মরিচীকা
এক মুহুর্তে যার অভাব
পরক্ষনেই তারি জন্য ঘৃণার প্রার্দুভাব
সত্য না মিথ্যা বুঝতেই যত অপেক্ষা ।।

[৩]
মানব জীবন বড়ই বিচিত্র
উপর নিচ দিয়ে আকা এর লেঁখচিত্র
কিন্তু মাঝে মাঝে কিছু সময় আসে এমন
মনে হয় সরললেখা হলে হত কেমন !!

[৪]
জীবনে আপন নয় কেহ
সবই ছলনা - হয় মন নয় দেহ
অবুঝ মানুষ বুঝে না কিছুই
খুঁজে মরে শুধু শালিক আর বাবুই ।।

[৫]
সময়ের চাকা বড়ই সচল
কিন্তু দুঃখের সময় তা বড় অচল
মনে হয় গলায় বিঁধে আছে এক কাঁটা
আর মাথার উপর যেন কালো মেঘের ঘনঘটা
বৃষ্টি যেন থামবার নামই নিচ্ছে না
আর ছোট্ট চারা গাছটা মস্ত বড় ক্যাকটাস হয়ে দিয়ে যাচ্ছে গঞ্ছনা ।।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ ভোর ৫:৪৪

নেওয়াজ আলি বলেছেন: সুলিখিত

২| ১৩ ই জুন, ২০২০ সকাল ৯:০৫

মাহমুদুর রহমান বলেছেন: ছলনাময়ী পৃথিবীতে ছলনা দিয়ে চলা যায় না। এখানে চলতে হয় বাস্তবতাকে মাথায় তুলে।কিন্তু একশ এর ৯৯ ভাগ মানুষ সেটা পারে না। মানুষ বড্ড আবেগ প্রবন।

ভালোবাসা বলুন আর প্রেম বলুন দুটোই পবিত্র ব্যাপার তবে আমরাই এগুলোকে সহজ করি আবার কখনও কখনও জটিল করি।

আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন,আমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম।মূলত আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন।এটা একেজনের ক্ষেত্রে একেক রকম আর এই জন্যই জীবনটাকে বিচিত্র মনে হয়।

আমরা আল্লাহর জন্যই আর আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী।

মানুষ সুখের সময় আল্লাহকে ভুলে যায় । আসলে, মানুষের কাছে সুখটাই মুখ্য। যখন আল্লাহ সুখটাকে কিছুটা দূরে সরিয়ে দেন তখনই মানুষ কান্নায় চোখ ভাসায়।মনে হয় আল্লাহ তার প্রতি অনেক বড় অবিচার করে ফেলেছে। অথচ সে নিজেই নিজের প্রতি অবিচার করে।

১৪ ই জুন, ২০২০ রাত ১১:৪৫

শোলক বলেছেন: সব কথাই ঠিক

৩| ১৩ ই জুন, ২০২০ সকাল ১০:৪৭

সাইন বোর্ড বলেছেন: ভাল বোধের কথা ।

৪| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: নদী যায় সমুদ্রের দিকে, মানুষের জীবন যায় মৃত্যুর দিকে।
সে মৃত্যু কত দূরে?

১৪ ই জুন, ২০২০ রাত ১১:৪৬

শোলক বলেছেন: কারও জানা নেই ।

৫| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর অনুকবিতা গুলো ।

৬| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:১৯

খায়রুল আহসান বলেছেন: ভাবনাগুলো ভালো।
অনু কবিতা এক নম্বরটাই এক নম্বর। সেটা অনুও, কবিতাও।
মানুষের জীবনটা সরলরৈখিক হলে আকর্ষণহীন হতো।

১৪ ই জুন, ২০২০ রাত ১১:৪৭

শোলক বলেছেন: মৃত্য আসলে সব ফ্ল্যাট লাইন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.