![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালিক শুধায় তোমায়
তুমি ভাল জানো
তোমার জায়গা কোথায়
জীবনে আমার শুধু তুমি আলো আনো
বাকি সবই তুচ্ছ, অর্থহীন
তোমারে রেখে আমি ভঙ্গুর, প্রাণহীন
চেষ্টার কমতি রাখিনি তো কোনো
তাও কেন সবকিছু এভাবে ভেস্তে গেলো ।।
আমার চেষ্টা হয়নি তো শেষ
রাখতে চাইনা তো শালিকি তোমার কোন ক্লেশ
খুঁজে যাব খড়কুটো লাগে যত
নীড় গড়ে দিব তোমায় তোমার মন মত ।।
তুমি যদি এভাবে আমায় ভুল বুঝে যাও
একলা রেখে থাকবে কিভাবে আমায় শুধাও
উড়ব আমি দিক হীন, ভ্রান্ত পথিক
থাকবে নাতো প্রাণ মোর তুচ্ছ বেঠিক ।।
২| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫৯
শোলক বলেছেন: ধন্যবাদ ঃ)
৩| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৭
ইসিয়াক বলেছেন: কবিতাটি খুব সুন্দর হয়েছে। আপনার ভাবনাটি আমার হৃদয় স্পর্শ করে গেছে।
২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫৯
শোলক বলেছেন: ধন্যবাদ
৪| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৫৫
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।
২৭ শে জুন, ২০২০ রাত ১১:০১
শোলক বলেছেন: এটা তেমন কিছুই না ভাই ।।
৫| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: হারানোর ভয় প্রেমে অমূলক নয় ।।
২৭ শে জুন, ২০২০ রাত ১১:০১
শোলক বলেছেন: হ্যা, আর মানব মনের কোনো ঠিক ঠিকানা নাই ।।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২০ দুপুর ১:৩৭
জুন বলেছেন:

আমার বারান্দায় শালিক