![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
-''টিউশনি করে জীবন কতটুকু টেনে নেয়া যায় ?'' হাঁটতে হাঁটতে ভাবে সমু । অনেক স্বপ্নীল আশা নিয়ে জীবনের পথ পাড়ি দেয়া শুরু করেছিল । ইচ্ছে ছিলো পড়াশোনা করে বিরাট অফিসার হবে আর পা এর উপর পা তুলে আয়েশী জীবন কাটাবে । সে আশায় গুড়েবালি । এসব আজকের বাজারে সস্তা চিন্তা । বিরাট অফিসার তো দুর একটা কেরাণির চাকরী কপালে জোটাতে মামার জোর না হয় চকচকে কাগজের তেলেস্মাতি প্রয়োজন । সমু ঢাকাতে ছোট্ট একটা একরুমের বাসা ভাড়া নিয়ে থাকে ।সাথে থাকে বাবা মা । এই বয়সে উনাদের দুঃখ দেখে সমুর ইচ্ছে করে নষ্ট হয়ে যাবে সে ।অনেক টাকা কামাবে । তবু বাবা মা কে সুঃখে রাখতে পারলেই শান্তি তার ।
আজ ছাত্রীর বাসায় পড়াতে যেতে ইচ্ছে করছেনা সমুর । তবে যেতে হবে। ওর বাবা মা খুব খুঁতখুঁতে ।একদিন না গেলে পরেরদিন কয়েকটা কথা শুনিয়ে দেবে । সমু পারলে ছেড়ে দিত টিউশনি টা ।তবে উপায় নেই ।একটা ছাড়তে হলে আগে তো আরেকটা পেতে হবে । তাই ছাড়ছে না । ওর ছাত্রীর নাম তন্দ্রা । পড়ালেখায় বেশ ভালো । ওকে পড়াতে বেশী খাটুনী নেই । একবার বোঝালে খুব দ্রুত বুঝে ফেলে ।
তন্দ্রা কলেজ এর ছাত্রী ।সেকেন্ড ইয়ার । কলেজের সবাই লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে ।ডাগর ডাগর চোখে কাজল ।গভীর চাহনি ।চিবুকে সরলতা । হাসলে আভা ছড়িয়ে যায় চারিদিকে ।বাম গালে নিখুত টোল দেখে হারিয়ে যেতে ইচ্ছে করে । নাকের কাছে ঘাম জমলে মনে হয় শিশির বিন্দু ।দুধে আলতা গায়ের রঙ আর অনিন্দ্য সুন্দর গড়ন । অপরূপ সৃষ্টি । অহংকার নেই । তিলোত্তমা দেবদুতি । সবাই ওর উপর চোখ স্থির করে রাখা ছাড়া কিছু করতে পারেনা ।তবে তন্দ্রা তো অন্য কারো দুনিয়ায় মগ্ন যে ঠিকমতো লক্ষ্যও করেনা তাকে ।তখন সব জ্বালিয়ে খাক করে দিতে ইচ্ছে করে তন্দ্রার ।
সমু তন্দ্রার বাসার দরজায় দাঁড়িয়ে বেল চাপলো ।ঠিক যেমনটি আশা করেছিল তন্দ্রা উচ্ছল ভঙ্গীতে দরজা খুলে দেবে ।তাই হলো ।
-''বাসায় কেউ নেই নাকি ?'' সমু জিজ্ঞেস করলো ।
-''না নেই স্যার ।''
সমু একটু ইতস্ততঃ ।বললো
-''তাহলে আজ উঠি ।''
তন্দ্রা বাধা দিল
-''স্যার আগামীকাল ক্লাস টেষ্ট ।আমি কিছু পারিনা ।''
সমু একটু বিব্রত বোধ করছিলো । তারপর বলল
-''ঠিক আছে ।''
-''স্যার ,আপনি বসুন আমি বই গুলো নিয়ে আসছি ।''
-''যাও ।''
তন্দ্রা গেলো । ১০মিনিট পর তন্দ্রা কে দরজায় দাঁড়ানো দেখলো । সমু একটু অবাক ।নীল রঙা শাড়ি পড়ে যে তার সামনে দাড়িয়ে সে কি তন্দ্রা নাকি অপ্সরী ? একটু হকচকিয়েও গেলো । হঠাৎ তন্দ্রা এভাবে তার সামনে ।সমু দুর্বল ছিলো একটু তন্দ্রার উপর ।তবে শিক্ষক হয়ে তো ছাত্রীর ব্যপারে দুর্বল হওয়াটা বেমানান । অনেক অবাক হয়ে সমু জিজ্ঞেস করলো
-''হঠাৎ শাড়ি ? বইপত্র কোথায় ?''
-''আজ পড়বো না ।গল্প করবো!''
-''কাল না তোমার ক্লাসটেস্ট ।গল্প করবে এর মানে কি ?''
-''স্যার ,আমার সব পড়া আছে ।''
সমু অবাকের উপর অবাক হচ্ছে । ব্যপারটা আঁচ করতে পারছেনা । তন্দ্রা হঠাৎ এমন রহস্যময়ী ব্যবহার করছে কেনো ? ওকে চিনতে পাড়ছে না আজ । সমু কিছুক্ষন স্তব্ধ থেকে বললো
-''আমি যাই ।''
তন্দ্রাও নাছোড়বান্দা ।
-''যেতে দেবোনা আপনাকে ।''
-''মানে কি ?''
-''আমার জমানো কথাগুলো বলব আমি ।''
-''কি জমানো কথা ?''
-''অনেক কথা ।আমার নিজের ,আমার হৃদয়ের ।''
সমু আঁচ করতে পারলো কি ঘটতে চলেছে।ও এখনি উঠতে চাইছে নয়তো নিজের আবেগের কাছে ধরা পড়ে যাবে সে । তবু তন্দ্রা তাকে উঠতে দিচ্ছেনা ।
-''আমার দিকে কখনো তাকিয়ে দেখেন না কেনো ?আমি কি দেখতে খুব খারাপ ?''
-''নাহ ।''
-''আমি আপনাকে বিরক্ত করি ?''
-''নাহ ।''
-''আমার চাইতেও রূপসী কাউকে খুঁজছেন অথবা আছে?''
-''নাহ ।''
-''তাহলে ?আপনি বোঝেন না আমি আপনার দৃষ্টি আকর্ষিত হতে চাই ?বোঝেন না আপনি আমাকে পড়া বোঝানোর সময় হা করে আপনার দিকে তাকিয়ে থাকি?আমার খুঁত টা কোথায় ।''
-''তুমি আমার ছাত্রী ।এর চাইতে বেশী কিছু ভাবতে চেয়োনা ।আমি তোমাকে পড়িয়ে আমার পেট চালাই ।ভালোবাসার ফাঁদে পড়ে পেটে লাথি দিতে বলছ ?''
তন্দ্রা ফুঁপিয়ে কেঁদে উঠে ।বলল -''আমি আপনাকে ভালোবাসি ।''
-''আমার কিছু করার নেই । ভালো থেকো ।'' বলে সমু অনেক কষ্টে নিজের শরীর তুলে দাঁড়িয়ে গেটের কাছে যেতেই সমু একটা ফোঁপানির মতো আওয়াজ শুনে পিছে ফিরে প্রায় ভুত দেখার মতো চমকে উঠলো । দৌড়ে গেলো তন্দ্রার কাছে । তন্দ্রা এমন কিছু করবে ভাবেনি । হাঁত এ একটা ব্লেড দিয়ে ধমনীর উপর আক্রমন করেছে । ভাগ্য ভালো তেমন কিছু হয়নি । সমু পরম মমতায় ওর হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়ার সময় তন্দ্রা ওকে বলে
-''আমি তোমাকে ভালোবাসি ।''
সমু কিচ্ছু বললো না জড়িয়ে ধরল তন্দ্রাকে । দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো মুখ থেকে ।তন্দ্রা কে কি দেবে সে ? বিবেক হার মানলো ভালোবাসার কাছে ...আর সমু পা বাড়ালো আরো এক অনিশ্চয়তার পথে ..
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ..
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
দুঃখীনি বলেছেন: অনেক অসাধারন .।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
সময় মাহমুদ (সময়) বলেছেন: দুঃখীনি তুমি এখনো দুঃখীনি ?
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
দুঃখীনি বলেছেন: নাহ তো আমার সকেলেটন থাকতে আর দু:খ কী
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
সময় মাহমুদ (সময়) বলেছেন: তাই নাকি? বাহ ।ভালো ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ++++++
ভাললাগা রেখে গেলাম।