![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
নিউমার্কেট থেকে বেরিয়ে সোজা চলে যাবো,
রাস্তার ওধারে চন্দ্রিমায় ;
কিন্ত কি মনে করে সরাসরি সেদিকে না গিয়ে ,
সিড়ি ধরে উঠে পড়লাম দোতালায় ।
তারপর যথারিতী ডানে ঘুরে এগোতে থাকি পুবদিকে ।
হঠাত্ দেখি তুমি আসছিলে ;
বিপরীত দিক থেকে-তোমার মাকে সাথে নিয়ে ।
''কেমন আছেন ? '' জিজ্ঞাসু দৃষ্টি ,
''আপনার একটা রঙিন চশমা ছিলো;
ওটা আর পরেন না বুঝি !''
তার মায়ের সামনেই আস্ত একটা বিষ তীর ছুড়ে ঘায়েল করল সে ।
আমি বললাম ''চশমাটা হারিয়েছি বহু বছর হল ।''
'' তাই ! ভালোই তো ।'' কথা বলতে বলতে;
উল্টো পথে এগোলাম এবার ।
তারপর থেমে থেমে একে একে কত কথাই না জানতে চাইলে তুমি :
''আগের বাসাতেই আছেন ?''
''না ;চাকরিটা চলে যাবার সাথে সাথে...''
''তাই বুঝি !'' ঠোঁটের কোণে খানিক
শ্লেষহাসি মেখে আরো একটা তীর মেরে বললে : ''তাহলে তো যথেষ্ট শাস্তি হয়েছে আপনার ।''
মনে হলো তুমি তাতে খুশিই হয়েছো বেশি ।
আর কিছুই জানতে চাওনি তুমি ;
তোমার মাকে একটা ধমক দিয়ে বললে :
''চলো ।'' দ্রুত পায়ে লোকদের ভিড়ে হারিয়ে গেলে ,আর
আমিও ফিরে দাঁড়ালাম আমার গন্তব্যের দিকে ।
মনে মনে ভাবলাম , যে কথা কোনোদিন হবেনা বলা - '' এ এমন কিছু নয় ;
তোমাকে হারাবার মত শাস্তি
কী বা হতে পারে আর ! ''
হাটতে হাটতে চলে এলাম এক কোনে হঠাত্ আমার এক বন্ধুর সাথে দেখা
জিগ্ঞাসা করে ''কেমন আছিস ? তোর সেই প্রেমিকা কেমন আছে ;
আর হ্যা সেকি জানে তুই কেন নিরুদ্দেশ হয়েছিলি ? ''
আমার ছোটো জবাব '' না । আর আমি ভালোআছি । ''
বন্ধুটি বলে উঠে ''তোর পা টা কি প্লাস্টিক দিয়ে নতুন করে লাগিয়েছিস?''
নিরুত্তর আমি চোখ বেয়ে এক ফোটা জলগড়িয়ে পড়তেই বলে উঠি ''চল। এবার বরং যাওয়া যাক ।''
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
সময় মাহমুদ (সময়) বলেছেন: কমেন্ট টা দেখে অনেক ভালো লাগলো দুঃখীনি ।নিদ্রা পাশে থাকলে তো সব কিছু জয় করতে চাইতেই পারি .......
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
সময় মাহমুদ (সময়) বলেছেন: রাজকন্যা আপুর মন খারাপ হয়েছে লেখা পড়ে ?
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হুম !
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
সময় মাহমুদ (সময়) বলেছেন: আচ্ছা হ্যাপি হ্যাপি লেখা লেখবো..রাতে আরো একটা আসছে . .
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
দুঃখীনি বলেছেন: হমম..
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
দুঃখীনি বলেছেন: এমন লেখা যে লিখতে পারে সে সব কিছু জয় করতে পারে..........।