নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

শূন্যতার আনুষাঙ্গিক ।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ঝড়া পাতার জমাট নিস্তব্ধতায়,

ধূসর ধুলোমাখা অন্তিম আলো ,

যখন খুব আপন করে নেয় ;

শীতের কঁচি শিশির ,

একান্ত নিভৃতে নিজের উষ্ণতাটুকু যখন বিলিয়ে দেয় ;

কুয়াশার ধোঁয়াটে অলীক শরীরে,

আলসে দুপুরের গন্ধ যখন নিবিড়ভাবে অজান্তে টেনে নেয় ,

কোনো এক গ্রাম্য কিশোর ,

অদ্ভুত এক নীরবতায় তখনি জন্ম নেয় ,

কোনো অন্তহীন শূন্যতা ।



ভেতরে জমে থাকা কেবলমাত্র অর্থহীন ভালোবাসা ,

নিরব সাড়া দিয়ে জানিয়ে দেয় তার অস্তিত্বকে ।

নিগূঢ়তম প্রকোষ্ঠে স্বার্থপরতার গতিময় হাত ,

হয়তো কিছুক্ষনের জন্য হলেও থমকে দাড়িয়ে চায় সে শূণ্যতাকে স্পর্শ করতে ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভালো লাগা জানবেন ভাইয়া । +

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ রাজকন্য আপু . . :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.