![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
আমি আম্মুর অত্যাচারে রীতিমত অতিষ্ঠ ! সন্ধ্যা থেকে টিভিতে শুরু হয় জ্বি বাংলা আর স্টার জলসার ঘ্যানঘ্যানানি । দিদি নাম্বার ওয়ান দিদি অত্যাচারের সুত্রপাত ।এত দিদি নাম্বার ওয়ান কেমনে হয় তা আমার বোধগম্য না ।এটাশেষ হতে না হতেই শুরু অগ্নিপরীক্ষা ।এতো পরীক্ষা দেখে আমার অগ্নিতে ঝাপ দিতে ইচ্ছা করে ।এই অত্যাচারের হাত থেকে রেহাই পেতে না পেতেই আরো এক প্যারা রাশিতার নাম !দেখে মনে হয় রাশি দেখার চেয়ে ফাসি দেয়া উত্তম ।যাক আধাঘন্টা শাশ্বুড়ী বউ এর কুটনামীশেষে শুরু হয় মা ! ওরে আমার মা !এই মা এর হাত থেকে মুক্তি দাও আমারে মা !নয়তো আমি আমার নিজের ডিএনএ নিয়ে সংকটে পড়বো । এটার পরে হয় সতী !বড়ই আচার্য্যজনক ব্যপার স্যাপার !এইটা বর্ননার ভাষা আমার জানা নাই ।কোনো মতে এইটাও শেষ হয় ।আমি টিভি থেকে প্রায় প্রত্যাশা ছেড়ে দেয়ার একটু পড়েই সাত পাঁকে বাধা শুরু হয় ।দুঃখের কথা কি আর বলি সাত পাকে বাঁধা যেনো আম্মুর সাথে জি বাংলা ।অত্যাচার প্রায় শেষের পথে ।তখনি আরেক অত্যাচার সারেগামাপা অথবা ডান্সবাংলা ড্যান্স।সে কি প্যারা গো খোদা ।সব শেষে এই অনুষ্ঠান শেষে একটা প্রোমো আসে !''জীবন মানে জি বাংলা!'' আসলেই আমাদের মায়েদের জীবন মানে এটাই । যাই হোক ১১.৩০টায় যেই না বসি একটু খবর দেখবো আম্মু বলে টিভি অফ কর ।টিভিতে এতো প্রেশার দেয়া ঠিক নাহ !>_<
কেমন টা লাগে বলেন ! >_<
তখন মনে মনে স্টার জলসার ডায়লগ দেই চলো পাল্টাই ! 0.o
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
সময় মাহমুদ (সময়) বলেছেন: মুখস্ত না হয়ে আর উপায় আছে !!
আম্মু টিভির ভলিয়্যুম গগনস্পর্শী করে রাখে ।। কতগুলা বছর থেকে এগুলো শুনতেসি তাই অনিচ্ছাকৃতভাবেই মুখস্ত হয়ে গেসে
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
অনীনদিতা বলেছেন: হা হা
আপনারতো দেখি পুরা জি বাংলা আর স্টার জলশার সব মুখস্ত