নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

একটি নীল অপরাজিতা এবং মৃণালিনী ।। (কাব্য সুখ)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

নীল অপরাজিতা হাতে নিয়ে দাঁড়িয়ে তুমি ,

চোখ বারবার খুঁজে ফিরছে এদিক ওদিক ,

অপেক্ষার প্রহরগুলো কাটছেই না যেনো,

অস্থির চিত্তে কোমল অধর যেনো মলিন ফ্যাকাশে ।

প্রতিক্ষায় দিন কেটে যায় মৃণালিনী তোমার ।



এ প্রতিক্ষা প্রিয়তমর জন্য না ,

এ প্রতিক্ষা সুখ নামের এক কিম্ভুত বস্তুর,

এ প্রতিক্ষা এক বিন্দু শুভ্র স্নিগ্ধ ভালোবাসার ,

এ প্রতিক্ষা হারানো তোমায় খুঁজে পাবার।

অপেক্ষা নতুন এক মৃণালিনী কে খুঁজে পাবার ,

যে শুধু হাসির ফেরিওয়ালা ,

যাকে স্পর্শ করবেনা কান্নার কড়াল গ্রাস, কিংবা পরাধীনতার ঘোড় ঘনঘটা ।



অপেক্ষা ,অপেক্ষা ,অপেক্ষা ,

নীল অপরাজিতা হাতে ,

মৃনালীণি তোমার ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

দুঃখীনি বলেছেন: এহেম এহেম...।অনেক সুন্দর ^_^

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ ^_^
ফর সামওয়ান স্পেশাল ;)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

দুঃখীনি বলেছেন: ^_^

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সময় মাহমুদ (সময়) বলেছেন: :p

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

অনীনদিতা বলেছেন: এই কবিতাটা আমার একটা গল্পের সাথে খুব মিলে যাচ্ছে:)
খুব সুন্দর লিখেছেন আপনি:)
ভালোলাগা দিয়ে প্রিয় করে নিলাম:)

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

অনীনদিতা বলেছেন: জানি একদিন শেষ হবে অপেক্ষা
মৃনালীনি কে তুমি দেবেই দেখা
হাতে অপরাজিতা,মুখে নিয়ে সেই হাসি
বলবে তুমি,মৃনালীনি তোমায় ভালোবাসি

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

সময় মাহমুদ (সময়) বলেছেন: আমি এটা একজনকে ভেবে লেখসিলাম ।। প্রত্যেকটা মেয়ের মাঝে একটা করে মৃণালিনী থাকে আমার বিশ্বাস ।। ধন্যবাদ আপু ।মন্তব্য টা তে অসংখ্যা ++++ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.