নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

থাবাবাবা ।। নাস্তিকতা ।। শাহবাগ আন্দোলনে প্রভাব ।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

কিছু কথা অ্যাবাউট নাস্তিকতা এন্ড থাবা বাবা । থাবা বাবা নাস্তিক (অনেকের ভাষ্যমতে ) ! তাহলে আগে বলি ওয়াট ইজ atheism.. গ্রীক একটা শব্দ ।

*যার অর্থ হলো নাস্তিক = ন+অস্তি+ইক।

ন = নঞর্থক, নাই, প্রয়োজন হয় নাই।

অস্তি = অস্তিত্ব, ভৌত জগত, প্রকৃতি ইত্যাদি।

ইক = মতবাদী, মতবাদ পোষণকারী।

একেবারে শাব্দিক অর্থের বিশ্লেষণে নাস্তিক বলতে এমন মতবাদে বিশ্বাসী ব্যক্তিদের বুঝায় যারা মনে করেন এই ভৌত জগত বা প্রকৃতিকে 'অস্তিতে' আসবার 'প্রয়োজনই' হয় নাই।

ভৌত জগতের অস্তিত্ব অনাদিভাবেই ছিল। অস্তিত্বর কোনো সূত্রপাত হয়নাই। অস্তিত্বই সংয়ম্ভূ। ইত্যাদি ইত্যাদি .. * [ব্লগ সংগ্রহ]

অনেকে অনেক ভুয়া কথা ফেঁদে বেড়াচ্ছেন (যার সুত্রপাত স্বয়ং শিবির এর কিছু কর্মী ফেবুতে নিজেদের কে বাঁচাতে নাস্তিকতার রিউমার ছড়াচ্ছে । ) থাবা বাবা আপনাদের কথামতো নাস্তিক । আমি আপনাদের কথা ধরে নিয়েই বলি শাহবাগে আন্দোলনকারীদের অনেকে নাস্তিক আছেন ।আস্তিক ও আছেন । তাহলে আন্দোলনকারী সকল নাস্তিককে কুপিয়ে খুন করা হোক । আপনার ভাই যদি নাস্তিক হতো তাকে নিশ্চই কুপিয়ে মারতেন না ? জামাত শিবির তো ইসলামের নামে প্রতারনা করছে । তারা নাস্তিক না কারন তারা ইসলামের চাঁদর জড়িয়ে দেশদ্রোহীতা করে ।দেশদ্রোহীতার শাস্তি মৃত্যুদন্ড । আপনি তাহলে একটা চাপাতি নিয়ে দেশদ্রোহীদের কোপাচ্ছেন না কেন ? রাজীবের মৃত্যুতে আপনাদের সার্বিক নিরাপত্তা কোন পর্যায়ে গিয়ে ঠেকছে ? আপনারা বলছেন ''তাকে মারসে পূণ্যের কাজ করসে ।'' আগামীকাল শাহবাগ থেকে যে কোনো একজন আন্দোলনকারীকে (যারা জামাতের ভাষ্যমতে নাস্তিক)

কুপিয়ে হত্যা করলে আপনারাও চিৎকার করবেন সে নাস্তিক এবং সে মরসে তাই পূণ্য হইসে ?! মনে রাখবেন ইসলাম শান্তির ধর্ম ।আমি হাদীস খুব একটা বুঝিনা ।তবুও আমি জানি ইসলামে আছে কেউ না বুঝলে আগে তাকে বুঝাতে চেষ্টা করানো উচিত । না পারলে তার প্রতি মন থেকে ঘৃণা পোষন করা উচিত । তাই বলে খুন করতে হবে তা কখনো শুনিনি ।আপনারা বোধহয় জানেন যে থাবা বাবা আমার ব্লগের একজন ব্লগার ।ওয়ার্ডপ্রেসে তার ব্লগ নিয়ে এত মাতামাতি করছেন তবে এটুকু কি একবারো ভেবেছেন এটা ভূয়া হতেও পারে ?! না বুঝে না জেনে নর্তন কুর্দন করছেন কাল আপনাকে কুপিয়ে যদি নাস্তিক বলে প্রচার করে দেয়া হয় ?! আর ফেবুতে আপনারা শিবিরকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন এই হত্যাকান্ডে । এর ফলাফল আপনাদেরই ভুগতে হবে ।। নাস্তিক হলে মারতে হবে তা কোথায় লেখা নাই ।হিন্দুরাও একধরনের নাস্তিক ।তাদের কোপান ?! কই দেখলাম না তো বিশ্বজিৎকে কোপানোর সময় কেউ বলছেন মরসে ভালো হইসে ।সে তো হিন্দু ছিলো ।একধরনের নাস্তিকই বলতে পারেন বিশ্বজিৎকে (আমি কোনো ধর্মাবলম্বীকে ছোট করছি না । ) একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে এবং যে সহে দুজনি সমান ঘৃণ্য ।এই পোষ্টের পর আমাকে নাস্তিক বলে অনেকে গালি দিবেন ।তবে মনে রাখবেন আপনার ফেবুতে বসে একজন আন্দোলনকারীকে অসম্মান করছেন । ১৯৭১ এ যুদ্ধে যে হাজারো নাস্তিক রক্ত দেয়নি তা কি আপনি বলতে পারেন ! ত্রিশ লক্ষ শহীদের রক্তের মধ্যে কিছু তো নাস্তিক ছিলো ,তাইনা ?তারা মরসে তাতেও কি আপনার উল্লাস প্রকাশ করছেন ?! না বুঝে না লাফায় একজন নিরপেক্ষ মানুষের দৃষ্টিতে ভাবেন । সময় এসেছে ভাববার ।নয়তো আপনাদের মতো কিছু কতিপয় ফেবু ব্যবহারকারীদের কারনে শাহবাগের ঐক্য ভাঙবে ।।



§সময় মাহমুদ§

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.