নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

একটি গন্তব্যহীন যাত্রা ।। :( :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

রেল ইন্জ্ঞিনের শব্দে ভেতরের সব শব্দ কিছুক্ষনের জন্য চাপা পড়ে গিয়েছিল ।তখন মনে হয়েছিলো বাইরের প্রবল শব্দ বোধ করি ভেতরের শব্দের শেকর শুদ্ধ তুলে নিয়ে গেছে ।কিন্তু হঠাৎ একটি স্টেশনে ট্রেন থেমে পড়ায় সম্বিত ফিরে পায় শ্যামল ।



-''কোন স্টেশনে থামলো ?''



যাত্রীদের কেউ কেউ প্রশ্ন করে । প্রশ্নটি শ্যামলের বুকের গভীরে প্রতিধ্বনি তোলে । এবং তাতে ঝিরঝির করে তার বুকের জীর্ণ দেয়াল থেকে চেতনার চুন -সুরকি খসে পড়তে থাকে ।মনে হয়



-''এ কোন স্টেশন!কোন স্টেশন থেকে উঠেছি ?কোথায় গিয়ে থামবে ?কিংবা সুদীর্ঘকাল ধরে থেমেই আছে !''



পকেট থেকে টিকেট বের করে । ঢাকা -চট্টগ্রাম ।চট্টগ্রাম যাবে কেন শ্যামল ? নিজেকে নাম ধরে ডাক দেয় ।



-''শ্যামল !শ্যাম বাবু ! কোথায় চললে ?কোন নির্বাসনে ??'' আবার প্রতিধ্বনি হয় গভীরে ।অন্তর্নদীর পার ভাঙার শব্দ । ট্রেন আবার ছেঁড়ে যায় স্টেশন ।বাঁশী বাজিয়ে । চাকার ঘর্ষনে আর্তনাদ ।আবারো কেপে ওঠে শ্যামল ।হয়তো তার অন্তর । হয়তো পৃথিবীর সব শ্যামলই কেঁপে ওঠে ট্রেনের হুইসেলে ।এ বাঁশী যাত্রার বাঁশী ।কিন্তু গন্তব্য কোথায় ।



হুস হুস বাতাশ ঢোকে জানালা দিয়ে ।চোখে মুখে শীতল পরশ বুলিয়ে দিয়ে যায় বাতাস ।দৃষ্টির স্বাধীনতা কেড়ে নেয় নির্মম অন্ধকার ।ট্রেনের মৃদু ঝাকুনি শরীর দোলায় শ্যামলের । আবেশে তন্দ্রা নামে চোখে ।



''ভাই ম্যাচ হবে আপনার কাছে ?এই যে সাহেব ম্যাচ -- আপনার কাছে -- ''



পাশে বসা ভদ্রলোক কি ভেবে আর কিছুনা বলে অন্য কারো কাছ থেকে ম্যাচ সংগ্রহ করেন । একটা কিছুক্ষন শব্দ হলো । কানের কাছে কেউ হয়তো ডাকছে ।কি দূর থেকে কি কাছ থেকে বুঝতে পারেনা শ্যামল । বাইরের শব্দের দিকে কান দিলোনা সে ।ভেতরের অনেক শব্দই ভাংচুর করে দিচ্ছে তাকে।



-''কেউ ডাকছে ? কে ডাকবে ?কে আছে তার পাশে ,নিজের ভূবনে !কোন নিজস্ব ভৃবনই বা আছে নাকি ! ''



সবার নিজের পৃথিবী থাকে ।যেখানে থাকে চিন্তা ,রং ,আশা ,দুঃখ সুখের বসতি ।এতগুলো বসন্ত পেরিয়েও জীবনের কোনো তীরে বসতি গড়তে পারেনি ।তাহলে তার কি কোনো সুখ-দুঃখ নেই ।হয়তো আছে কিংবা নেই। যন্ত্রনা বোঝারো নেই,সুখ নিরুপনেরও নেই ।নিরুপনের ব্যারোমিটার আছে ?না -নেই ।এলোমেলো মাথা নাড়ে শ্যামল ।ট্রেন লাইনকে কখনো মনে হয় সমান্তরাল কখনো উত্তাল ঢেউ ।কোথাও আঁকাবাঁকা ঢেউ আবার কোথাও সুদুর প্রসারী সরল ।একবার রেললাইন দেখে একবার নিজের ভেতরের শত্রুকে ।



ক্ষীন আলোয় এক ছায়ামুর্তি সামনে দাড়ায় ।অবয়ব বোঝা মুশকিল তবে এটা নারীমুর্তি ।দৃষ্টিকে সীমাবদ্ধ ,আচ্ছন্ন করে,আড়াল করে দাঁড়ায় ।এতোক্ষন যেটুকু দৃশ্যমান ছিলো তা তার সামনে শুভ্র তুষারের মতো স্পষ্ট হয়ে ধরা দেয় ।তবে চিনতে পাড়ছেনা শ্যামল ।-



-''কে এই বাসন্তী আঁচল ছড়ানো শুভ্র গোল টিপে মোহময় রমনী?পাতলা রঙিন ঠোঁট ।সরল চিবুক ।এলো -কোমল চুল ।''

স্বপ্নলোকের ঘন অরন্য যেনো!স্বচ্ছ দেহের ভাজ,সমুদ্রগভীর চোখ ঢেউয়ে ঢেউয়ে কাছে টানে ।



-''কে ?কে আপনি ?কে তুমি !'' চিৎকার করে ওঠে শ্যামল ।তার চেতনার শেকর ধরে টান দিয়েছে কেনো এই রহস্যময়ী?

-''চিনতে পারছোনা ?'' কেঁপে উঠে একটু রমনী ।

-''খুব চেনা তবে অচেনা !মনে করতে পারছিনা !''

চুল টানে শ্যামল ।

-''থাক,আর চিনে করে কাজ নেই ।ওঠোতো জানালে থেকে মুখ তোলো !ঘেঁমে নেয়ে গেছো ।ইসস !'' রমনী বলে উঠে । একটু থেমে আবার বলে

-''অথচ জানালা দিয়ে এতো বাতাস ।তোমার ভেতরে জ্বলন্ত উনুন । ''

-''তুমি দেখলে কি করে ?''

-''সব কিছু কি দেখতে হয়? দাঁড়াও মুছে দেই - ''

একি কোমল পরশ !এত স্নেহ ,এত মমতা,এত আদরময় এই সামান্য ছোঁয়ায় ।শুধু আঁচল দিয়ে কপাল ছোঁয়ায় এত শিল্প ,এত রস !

-''কি হলো ,অমন অবাক

হয়ে কি দেখছো ?''

-''কে তুমি ?''

-''জানতে হবেনা ,শেষে -''

-''শেষে কিচ্ছু হবেনা , তুমি বলো !''

নারীমুর্তি হাসে ।শুধু হাসে ।মধুর কোমল সে হাসি ।ওর ভেতরে বোধকরি হাসির দমক ।শরীর বেঁকে বেঁকে যায় ।নিঃশব্দে বাঁকে বাঁকে ঢেউ খেলে ।একটু সরে আসে কাছে ।শরীরের সাথে ।বুকের কাছে ।মনের কাছে ?তলিয়ে যেতে থাকে শ্যামল । কি জলে কি জোছনায় জানেনা ।তলিয়ে যাওয়া । ছায়ামুর্তি কিছুক্ষন বাইরে চেয়ে থাক ।তারপর ঠিক ক্যামেরা প্যানিং এর মতো চোখ ঘুরিয়ে আনে ।তারপর বলে



-''সৃষ্টি ।আমি সৃষ্টি ।''

-'' তাইতো তুমি সৃষ্টি !আমি কোথায় যাচ্ছিলাম ?''

-''তুমি আমার কাছেই যাচ্ছিলে।''

''হ্যা !তাইতো ।তোমার কাছেই ,শুধুই তোমার কাছে ।আমি ভেঁবে মরছিলাম কোথায় যাবো !''

-''তুমি খুব সরল ।''

-''না খুব বোকা ।''

-''হবে কিছু একটা ।''

-''সৃষ্টি ।''

-''বলো ।''

-''আমি নিদ্রাকে খুঁজি কেন ?''

-''তাকে তুমি ভালোবাসো ।''

-''নাহ !আমি তো সৃষ্টি কে ভালোবাসি!''

-''সৃষ্টিই তোমার চোখের নিদ্রা !''

-''ভালোবাসি ।তোমায় ।শুধু তোমার অপেক্ষায় !''

সৃষ্টি শুধু হাসে । হাসির দমকে দেহো কেঁপে উঠে ।



ক্যা-চ-চ-চ ! ঘুম ভাঙে ঠিক সেই মুহুর্তে ।ট্রেন চট্টগ্রাম স্টেশনে দাঁড়িয়ে !দ্রুত চোখের পাতায় ভাসতে থাকে সব কিছু ।সৃষ্টি ।শ্যামলের ভালোবাসা ।শ্যামল একবার কারো কাছে আঘাত পেয়ে ভেঙে চুরমার হয়ে গেছিলো ।তার তিনবছর পর ওর সাথে কথা শ্যামলের ।ঠিক ওরই মতন ছিলো শ্যামল ।যেনো ওরই ছায়া ।সৃষ্টিও তারমতো আঘাত পেয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলো ।শ্যামল ওর মাঝেই আবার দেখতে পায় নিজের সর্বনাশ ।তবে শ্যামল জানতো সৃষ্টির মনে অন্য কারো বসতি ।সেটাকে ছাপিয়ে যাওয়ার যোগ্যতা তার ছিলনা ।মনে অনেক সাহস সন্চ্ঞয় করে তাকে বলেছিলো ''ভালোবাসি ।'' এর বেশীকিছু আর পারেনি ।আশাও করেনি ।সে কথা দিয়েছিল দেখা করবে তার যোগ্য হতে পারলে ।তবে সেদিন সৃষ্টি আসবে বলে আসেনি ।চিটাগং স্টেশনে তাদেরদেখা হওয়ার কথা ছিলো ।তবে আসেনি সৃষ্টি ।সেই থেকে আজ এতগুলো বছর শুধু অপেক্ষাতেই থাকে ।চিটাগাং এসে ঠিক এই তারিখে এসে দেখে যায় কেও তার অপেক্ষায় আছে কিনা ।প্রতিবার একবুক কষ্ট নিয়ে ফিরে যায় সে ।অপেক্ষার তবুও শেষ নেই ।অনাদী অনন্তকালের অপেক্ষা ।

শ্যামলের চোখ গড়ে ক'ফোটা জল মাটিতে গড়িয়ে পড়লো ।চারিদিক ফর্সা হচ্ছে উদিত সূর্যের আলোয় ।তবুও শ্যামলের আধার ।অপেক্ষা শেষে শূন্য হাতে ফেরার পথে শ্যামলের যাত্রা ।সব শূন্য ।শুধু এক ফালি সুখের আশায় নিয়ত স্বপ্ন বোনে সে আর মন চিৎকার করে কাঁদে ''সৃষ্টি !''

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

অনীনদিতা বলেছেন: মাত্র দেখলাম:)
পরে পড়বো।ভালো লাগা দিলাম:)

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ আপু... ভালো লাগা রেখে দিলাম পরবর্তী লেখাতে কাজে লাগাবো :)

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অনেক ভালো লাগলো !!!!


কিছু কিছু অপেক্ষার কোন শেষ নেই , শুরুর শুরুটুকুই আছে শুধু ...
ওটুকুতেই জীবন চলে যায় ...
থেমেও যায় !


শুভেচ্ছা !

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ রাজকন্যা আপু ।আপনাকেও শুভেচ্ছা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.