নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

অতঃপর প্রেম ভালোবাসা এবং ১৪ টি ইনজেকশন ।। :!> :-B :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

বাড়ীর ''ছোট পোলা'' হিসেবে আমি সবসময় অতিরিক্ত মাত্রায় আদরযত্ন পাই ! :P (বুইজ্যা লন ;) ) প্রায়শই আমার বিতলামীর কারনে ভোগান্তি পোহায় আমার পরিবার ! একটা ঘটনা মনে পড়লে আসলেই উপলব্ধি করি আমার বদমাইশি কোন লেভেল পর্যন্ত আমার আম্মা সহ্য করসে ! :-B



তখন কেবল নতুন নতুন ক্লাস নাইন এ উঠসি । চোখে রঙিন চশমা B-)) লাগায় সারাদিন ''যা দেখি তার সবই ভালো'' নীতিতে যাই দেখি ভালো মন্দ বাছ বিচারহীনভাবে আত্মস্থ করি !শুধু আত্মস্থ হয়েই ক্ষান্ত হইতাম না বরং তার বাস্তবিক প্রয়োগ না ঘটায় শান্তি পাইতাম না ! :P

তখন কেবল নতুন নতুন ''প্রেম প্রেম ভাব তবে প্রেমিকার বড়ই অভাব !'' তবে আমার মন তো মানেনা ! ইশকুলে পুয়াপেইন :pকারে গার্লফ্রেন্ড বানাইলো ,কারে পটাইলো কার নাম্বার নিলো তার বিশদ বৃতান্ত দিতো আর আমি ব্যাপক পুলকিত বোধ কর্তাম কবে যে আমিও একটা ''জানুপাখির'' ডানায় উঠে স্বর্গ ভ্রমন করবো ! ;) সারাদিন উদাস হয়ে ভাবতাম ''মেরা নাম্বার কাব আয়েগা ! :( ''

এমনি করে দিন কাঁটতে কাঁটতে একদিন পাশের বাসায় জানালায় দেখলাম নতুন ভাড়াটিয়ার চাঁদমুখ ! মন বলল '' ইউরেকা !'' লাভ এট ফার্স্টসাইট বুঝি একেই বলে ! ♥ আমারে পায় কে ! ডেইলি বারান্দায় দাঁড়ায় তাকেদেখতাম আর মনের ভিতরে হিন্দী ছিঃনেমার গানের সাথে তার সাথে পুরাই শাহরুখ খান ইশটাইলে নাচানাচি করতাম ! :-B :!>



মেয়েটা জানালায় দাড়াইতো আমি দেখতাম মেয়েটাও মুচকি মুচকি হাসি দিতো !এটার মানে গ্রীন সিগন্যাল ভাইবা আগায় গেলাম !! :!> ♥



অবশেষে আসলো সেই মাহেন্দ্রক্ষন ! আমি দোকানে গেলাম কিছু একটা কিনতে !গিয়া দেখি যে উনি দোকানে কলম কিনতে গেসে ! ♥ আমার ভেতরে তো পুরাই ক্রিস গেইলের ক্রিকেটিয় ঝড়ের মতো ঝড় শ্রু ! :/ ভাবলাম এইটাই সুযোগ তাকে বলবো আমার মনের সুপ্ত তবুও জাগ্রত অনুভূতি ! আমি শোয়েব আক্তারের মতো দুর্দান্ত গতিতে গিয়ে হাজির মেয়ের সামনে ! B-)) হিরোইক ইশটাইলে শার্ট পেছনে টানা ! :!> অথচ গিয়া ঠকঠকাঠক কাঁপাকাঁপি করতে করতে মনে হইলো ওর উপরে অজ্ঞান হয়ে পড়বো ! X(( কোনোমতে বুকে সাহস নিয়ে তাকে পুরাই সোলেমান খান এর মতো করে বললাম '' আমি তোমাকে ভা-আ - আ - আ - আ - আ - আ - আ - আঙ্কেল !'' :-* তার বাপ যে নিচে ঘুরঘুর কর্তাচে তা বুঝার আগে বলে '' ঐ দাঁড়া !'' আমি তেনারে দেখে পুড়াই উসাইন বোল্ট এর মতো দৌঁড় ! তার বাবাও আমার পিছে ! বিপদ ঘটলো তখনি ! আমি যেই গলিতে দৌড় দিছিলাম তা ওয়ান ওয়ে ! X(( হঠাৎ ব্রেক খাইলাম ! সামনে আমার এলাকার পাগলাকুকুর পিছে আমার প্রেয়সীর বাবা ! :( (he is one kinda pagla kutta too !) এই পরিস্থিতিতে একমাত্র উপায় মৃতব্যক্তির শেষ ইচ্ছা পূরনের মতো দাঁড়ায় যাওয়া ! অপেক্ষা করতেসি কে আগে মরন কামড় দেয় ! এরপর আর কিছু মনে নাই ! যখন ঘুম ভাঙলো বুঝলাম আমারে ইনজেকশন দেয়ার জন্য ডাক্তারের কাছে নেয়া হচ্ছে ! এরপর হইতে আমার চোখের চশমা হলো খানখান আর আমার নামকরন করা হলো ''কুত্তাবাবা !'' :/

এই ঘটনা মনে পড়ার কারনে আসি ! কারনখানা হইলো আমার মতো জাতি আজ এরকম এক পরিস্থিতিতে । মুক্তভাবে মত প্রকাশ করলে কিংবা শাহবাগে গেলে জামাতিরা নাস্তিক বলবে !অথবা জামাতের পক্ষে গেলে অথবা সরকারের বিরুদ্ধে গেলে হবে ছাগু ! আর এই টানাটানি কামড়া কামড়িতে ছিড়ে টুকরো টুকরো আমার মা !(দেশ) মা আমিআর তোমাকে জ্বালাতে চাইনা ! আমাকে পথ দাও ! পাগলা কুত্তার কামড়ে আমি আর জলাতংক আতংকে ধুকতে চাইনা ! :-B

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

দুঃখীনি বলেছেন: হা হা হা..!!! হো হো হো ..!! হি হি হি.।!!!!

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

লেজ কাটা শেয়াল বলেছেন: মেয়েটা জানালায় দাড়াইতো আমি দেখতাম মেয়েটাও মুচকি মুচকি হাসি দিতো !এটার মানে গ্রীন সিগন্যাল ভাইবা আগায় গেলাম !!
বলেছেন চমৎকার!!

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

সময় মাহমুদ (সময়) বলেছেন: এতো হাসি !হাসতে হাসতে তো বোধহয় আমার উপরি গরাগরি খাবা দুঃখিনী :P

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ শেয়াল ভাই ! (নামটা জানিনা তো তাই এই নাম ছাড়া না ডেকে আর উপায় পেলাম না :P )

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P ;) ;) ;)

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

সময় মাহমুদ (সময়) বলেছেন: :D :-B
সাংকেতিক মন্তব্য দূর্বোধ্য ! :D

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:P :P :P :P :P :P


ঠিক না ঠিক না , হবু শ্বশুরকে সম্মান করা উচিৎ ... ;)
মাইয়াডা কিন্তু ওনার এই =p~ :P



++++++++++++



৮| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

সময় মাহমুদ (সময়) বলেছেন: :D :p :p
দৌড়ানি দিলে কি করার ! ;) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.