![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
মধ্য দুপুরে কাঠফাটা রোদ ;
মাথার উপর এক ফালি অগ্নিকুন্ড ,
হেটে চলেছি তবুও ,
কিন্তু গন্তব্য ?
খুঁজে বেড়াচ্ছি ইতস্ততঃ ...
ভেঙে পড়ছি ,তবুও দাড়াচ্ছি,
থামার তো কোনো সুযোগ নেই ।
এপথের একদিকে হাজারো রঙিন প্রজাপতি ,
আরেকদিকে দাউ দাউ করে জ্বলছে শিখা ।
হাটছি ।তবুও হেটে চলেছি ,
থামা যাবেনা ; এ যে গন্তব্যের পথে অজানা যাত্রা ..
এ পথের একধারে ,কিছু ক্ষুদার্ত হায়েনা ;
হিংস্র তবে চোখে নিষ্ঠুর মায়া ;
কে জানে ! হয়তো ওরাও আর যান্ত্রিক মানুষগুলোকে ;
শিকার করে আর পৈশাচিক আনন্দ পায়না ।
কিন্তু বেঁচে থাকতে হলে মায়া করা অপরাধ ..
সেটা ওরাও বোঝে ,
সুযোগের অপেক্ষায় ;
ঝাঁপিয়ে পড়বে ঠিক ।।
আমি কিন্তু ওদের সামনে দিয়ে ,
দিব্যি হেঁটে চলে এলাম ।
পেছন ফিরে তাকালো, হায়েনাগুলো বার কয়েক ;
হয়তো আমার মতো হাড্ডিসার দেখে ,
নাক কুচকে গেছে কিছুটা ।
কয়েক সহস্র মাইলে পেরিয়ে ঐতো আমি!
দাঁড়িয়ে গন্তব্যের সামনে ।
চিৎকার করে উঠলাম -''ইউরেকা ! ইউরেকা !''
আনন্দে চোখ বিস্ফারিত ,
হতবাক আমি ।
এক পা ,দুই পা, এগিয়ে চলি...
কিন্তু হঠাৎ !
হোরাসের লাল রঙা রথ ,
ছিন্নভিন্ন করে দিলো আমায় ,
আর আমি মুক্ত হাওয়ায় ভেসে দেখছি আমার শরীরটা ।
স্বর্গের দুয়ারে লাঁশ দেখে ছোট জটলা বেঁধে গেছে ,
আমি চিৎকার করলাম -
''এই কাদছো কেনো তোমরা !
এই যে দেখো না!আমি এইতো!''
কেউ দেখলোনা ,কেউ শুনলোনা ,কেউ মানলোনা ..
ওটা শুধু একটা লাশ ;
আর আমি হলাম মুক্ত যুবার পথ দেখানো স্বপ্ন ।।
২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
সময় মাহমুদ (সময়) বলেছেন: সবাই বীর হোক ।এটাই কাম্য ।।
ধন্যবাদ আপি
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ভেঙে পড়ছি ,তবুও দাড়াচ্ছি,
থামার তো কোনো সুযোগ নেই ।
এপথের একদিকে হাজারো রঙিন প্রজাপতি ,
আরেকদিকে দাউ দাউ করে জ্বলছে শিখা । ... দারুণ !!
ভেঙ্গে পড়ার পর আবার উঠে দাঁড়ানোটাই বীরের কাজ ...
প্লাস ++++++++++