![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
ফেবু অত্যন্ত জনপ্রিয় যোগাযোগ মাধ্যম আর পেইজগুলো হলো বিনোদনের ক্ষেত্রে এক অনন্য মাত্রা ।তবে এই পেইজগুলোর মধ্যে হাতেগোনা কিছু পেইজ ছাড়া অধিকাংশ পেইজ মানুষের মুল্যবোধে আঘাত হানে ।মানুষ ঠকায় ।নারীকে পন্য বানায় ।আর বিজ্ঞাপনে ছড়িয়ে দেয় কুরুচিকর মন্তব্য কিংবা ধোঁকাবাজি ।।নারী অবমূল্যায়ন বিষয় নয়। আমাদের বিবেক অবমূল্যায়েনর বিষয় নয় । আমাদের এক ক্লিকে এসব ছড়িয়ে পরে বিশ্বময় ।একবার ভাবুন তো আপনার বোনের একটা ছবি নিয়ে যুক্ত করা হলো একটা ১৮+ পেইজে । সেটা দেখার পর আপনার কিংবা আপনার বোনের অবস্থাটা কি হবে ? আপনার বোন,আপনার মা কিংবা আপনার প্রেয়সী এরা তো নারীর রূপ । তাদের অবমূল্যায়ন কি আপনি সহ্য করবেন? করবেন না । আর এই ইভেন্টটি সে কারনেই তৈরী ।এই ইভেন্টের উদ্দ্যেশ্য একটাই কুরুচিপুর্ণ ধান্দাবাজ পেইজগুলোর ভিত কাঁপিয়ে দেয়া যাতে তারা দ্বিতীয়বার ভাবে ।আমার বোন এর ভুক্তভোগী একদিন হয়তো আপনার বোনও হবে । এই ইভেন্টের একমাত্র লক্ষ্য সেইসব পেইজকে রিপোর্ট,বিদ্রোহ করা ,প্রতিবাদ করা যারা নারীকে পণ্য করে , মানুষকে দিনের পর দিন ঠকায় । আমাদের এই ইভেন্ট তাদের জন্য সতর্কবানী যেন তাদের ভবিষ্যতে এমনকাজ করতে ১০বার ভাবতে হয় । আগামী ৩১মার্চ থেকে আমরা অনির্দিষ্ট সময়ের জন্য এইসব পেইজের তালিকা দেবো এবং বর্জন করবো সাথে সাথে তাদের পেইজের ইনবক্স ভরিয়ে দেবো এই বলে ''নারীকে পন্য করে বিজ্ঞাপন বন্ধ করা হোক । মানুষ ঠকানো রহিত হোক ।।''
আমরা রিপোর্ট করবো সেইসব অশ্লীল পেইজের বিরুদ্ধে ।যারা মোবাইল ইউজার তারা প্রতিটি পোষ্টে রিপোর্ট করবেন ।আর আমার একার পক্ষে এটা সম্ভব নয় ।এটা আমাদের সবার আন্দোলন হোক অনৈতিক কাজের বিরুদ্ধে ।। আপনারা সাথে থাকবেন আশা করি ।। আর কেবল আমাদের জাগরনই পারে লাইকপিপাসু পশুদের কাঁপিয়ে দিতে ।।
''STOP ABUSING WOMEN AND MASS PEPOLE BY SPREADING EXPLICIT ADVERTISEMENT!! ''
সাথে থাকুন,পরিবর্তন আসবে ।।
ইভেন্ট লিংক : Click This Link
লক্ষ্য এবং উদ্দ্যেশ্য :
*নারী অবমূল্যায়িত হয় এমন পেইজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা এবং তাদের ইনবক্সে প্রতিবাদ জানানো ।
* অশ্লীল যেকোনো পিক কিংবা নারীকে অবমূল্যায়নকারী অশ্লীল জোকস পেইজের বিরুদ্ধে রিপোর্ট করা ।।
* গুজবমূলক এবং লোক ঠকানো মুলক পেইজ সরাসরি রিপোর্ট ।এবং তাদের ইনবক্সে মেসেজ করে এমন কাজ করতে বিরত থাকতে বলা এবং প্রতিবাদ করা ।।
* চটি পেইজ কোনো কথাছাড়া ডাইরেক্ট রিপোর্ট ।।
এছাড়াও গুজব ছড়ানো হয় এমন পেইজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা হবে ।।
যেভাবে আমরা ইভেন্টসফল করবো :
**সবার পক্ষে পিসিতে থেকে রিপোর্ট করা সম্ভব নয় ।অনেকে মোবাইল ইউজার আছেন,সেক্ষেত্রে যারা মোবাইল ইউজার তারা ঐসব অশ্লীল পেইজে প্রত্যেকটি পিক এবং পোষ্ট এ রিপোর্ট করবেন ।। আমরা ৩১শে মার্চ সন্ধ্যা থেকে লিংক পাবলিশ করা শুরু করবো এবং আমরা সংঘবদ্ধভাবে ঐ পেইজগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাবো ।। আর এই ইভেন্ট যারা অংশ নিচ্ছেন তারা সকল অনৈতিক পেইজ বজন করুন ।আনলাইক দিন ।।
আমাদের লক্ষ্য পরিষ্কার । আমরা যতটা পারবো প্রতিরোধ করবো ।। আপনার যারা ইভেন্ট জয়েন করবেন তারা অবশ্যই শেয়ার করবেনএবং ইনভাইট করবেন ফ্রেন্ডদের ।।
প্রতিবাদ নয় ,মুখর হোন প্রতিরোধে ।।
ইভেন্ট লিংক : Click This Link
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
সময় মাহমুদ (সময়) বলেছেন: বিশেষ দ্রষ্টব্য : আমরা ইভেন্টের জন্য কিছু লোগো এবং পিক চাইছি ।।কেউ আগ্রহী থাকলে জানাবেন ।।