নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

টাইম থাকতে পিওর হন ! সাপোর্ট দেবে জনগন !! X(( X((

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

একটা ঘটনা দিয়ে শুরু করি । একজন রাজা । অত্যাচারী রাজা । রাতের আঁধারে অত্যাচার করতো আর দিনের আলোয় মুখোশ পড়ে প্রজাদের হিপনোটাইজড করে রাখতো ।তার সহযোগী ছিলো সাইকো বৈজ্ঞানিক ।কলে বন্দী করতো আর মস্তিষ্ক নিষ্ক্রিয় করে রাখতো সে । সেই রাজার রাজ্যে যারা ছিলো তাদের গুটিকয়েক ব্যপারটা বুঝতে পারতো বাকীদের ব্রেনওয়াশ করে খাঁটিয়ে নেয়া হতো বলদের মতো ।। বুঝতেই পারছেন ? এটা কোন কল্পকথা ? হ্যা ,এটা হীরক রাজার দেশে ! হীরক রাজার হাত থেকে প্রজাদের বাঁচাতে গুপিগাইন বাগাবাইনের আবির্ভাব ।। গল্পটা বলার ছোট্ট কারণ বলি । হীরক রাজার দেশের মতো আজ জাশি নেতাদের দেশে বসবাস করছি । আর তাদের একজন নয় বরং দুইজন সাইকো বৈজ্ঞানিক সরকার এবং বি.এন.পি ।। আর অনাচার রুখতে গুপিগাইন আর বাগাবাইন হলো ব্লগার । তবে এই গুপি ও বাগাদের ক্ষমতা কল্পকাহিনীর মূল চরিত্রের তুলনায় নিতান্তই ক্ষুদ্র । তবে যেটুকু ক্ষমতা আছে তার পূর্ণপ্রয়োগের ফলাফল শাহবাগ ! দেশে কি হচ্ছে তার ব্যপারে কোনো সুস্পষ্ট এবং স্বচ্ছ ধারনা কেউ ই দিতে পারছেনা এই ব্লগার ছাড়া । এই সরকার আজ আমাদের বিরুদ্ধে !বলি আপনাদের ক্ষমতায় বসিয়েছিলো কে শুনি ? আমরা বসিয়েছি ! জ্বি হ্যা এইযে আমাদের মতো হাজারো আমজনতা ! আপনারা যদি বিচারের নামে নাটক সাজিয়ে আমাদের সাথে প্রহসন করতেই আগ্রহী ছিলেন তবে বিচারের নামে মানুষের চোখে ধুলো দেয়ার কি দরকার ছিলো ? নির্বাচনের আগে এটাকে স্রেফ একটা রাজনৈতিক চাল হিসেবে জনগনের মুখে টোপ দিয়ে গিলিয়েছেন ! আপনারা কি মনে করেন আমরা কিস্যু বুঝিনা ?? আপনার নির্বাচনের আগে এই পুরো ব্যপারটা ঝুলিয়ে দিতে চেয়েছিলেন মুলা হিসেবে আর যখন আপনাদের মুলা আপনাদের কাছেই ঝুলিয়ে দেয়া হলো পিঠ বাঁচাতে দেখিয়ে দিলেন তো জাত ?! খালেদা জিয়াকে তো ঘৃণাই করি ! আপনাদের প্রতিও এখন ঐ ঘৃণাই রইলো ।। মুক্তিযোদ্ধাদের হত্যার বিচারের ইস্যু টা দিয়ে আপনার সফট কর্ণার আদায় করতে চেয়েছিলেন তবে আর তর সইলোনা ।কারণ ব্লগাররা আপনাদের ধুতি আর শাড়ী ধরে টান দিয়েছে ! দেবেইতো ! বলি কয়টা ব্লগার ঠেকাবেন আপনারা ? ৮৪ জন ? এই ৮৪জনের পিছে দাঁড়িয়ে আছে আরো কয়েকলাখ ব্লগার ।। জেলে পুড়বেন ? লাখ লাখ ব্লগারদের জেলে পুড়বেন ? টাইম থাকতে পিওর হন ।সাপোর্ট দেবে জনগন । আমাদের উপর হাত তুলেছেন সেইটা আপনাদের উপর ই আঘাত হানতে পারে ! যদি বাঁচতে চান ব্লগারদের স্বাধীনতা তাদের ফিরিয়ে দিন ।। আপনারা আওয়ামী লীগ ।আওয়ামী মুসলিম লীগ না ।। ভোট চাইতে এইখানেই আসতে হবে ।এই জনগনের কাছে ।। তখন বাটি চালান হলেও হতে পারে ।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনারা আওয়ামী লীগ ।আওয়ামী মুসলিম লীগ না ।

সহমত!

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

সময় মাহমুদ (সময়) বলেছেন: সরকারের কাজ এ যারপরনাই হতাশ ! শেষ পর্যন্ত তারাও পায়তারা করা শুরু করেছে ! এখন ব্লগে লেখতেই ভীতি কাজ করে ।।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

সময় মাহমুদ (সময়) বলেছেন: যদিও আমি সামান্য একজন পাতি ব্লগার মাত্র ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.