![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
আমার খুব প্রিয় কাজের একটা হেঁটে বেড়ানো এবং টং দোকান পাওয়া মাত্র যাত্রাবিরতি । অতঃপর এক কাপ চা খেয়ে যাত্রা শুরু । আজকেও বের হলাম । একটু ঢু মারলাম ইতি উতি । গন্তব্য ছবির হাট । মালিবাগ মোড়ের টং এর দোকানগুলোর ওখানে পৌঁছানো মাত্রই ক্লান্ত শরীরটা টেনে নিয়ে গেলাম ছায়াঘেরা বেন্ঞ্চির তলে ! আহা ! কি শান্তি ! চা খাবো ভেবেছিলাম তবে দেখলাম লেবুর শরবতের ব্যবস্থা আছে । এক গ্লাস শরবত ঢকঢক করে চালান করে দিলাম গলার ভেতর দিয়ে পাকস্থলিতে । এর মাঝেই দুজন বেশ মাতব্বর ধাতের লোক দোকানে এলেন । এসেই চা এর অর্ডার দিলেন । আমি আমার ট্রেডমার্কড কাজে নেমে পড়লাম । পর্যবেক্ষন করছিলাম তাদের ! তাদের কথোপকথনটা যথেষ্ট সুচারুভাবে তুলে ধরার চেষ্টা করছি ।
- আররে ! আইজকা নাকি হরতাল ?
- হম । সব সরকারের পায়তারা । ওরা ফাইজলামি শুরু করসে । লংমার্চ করতেসে করুক ! হরতাল ডাকার কি দরকার ?
- হরতাল নাকি নাস্তিক বাঁচানোর লাইগ্যা ডাকছে ? পাঁচলাখ হেফাজতির লগে কি ওরা পারবো ! অলরেডি সব আয়া পর্ছে !
- হম ! বি.এন.পি আর জামায়েত চাইলে সরকারের গদি খায়্যা দিতে পারবো ।। কি যে ঘোড়ার ডিমের হরতাল ডাকছে ! ওগো সামনে কিছু করতে পারবো ?শাহবাগের বিরানী পার্টি বিরানী না পাইলে কি আর হরতালে আইবো !?
এইবার আমি ভাবলাম একটু বিনুদুন নেই । আমি তাদের দিকে তাকালাম । গলা টা একটু খাকারি দিয়ে পরিষ্কার করে বললাম
- ভাইজান , আপনারা যে শুরু করলেন হেফাজত থেকে গেলেন বি.এন.পিতে আর গালি দিলেন সরকারে আর থামলেন শাহাবাগে । ব্যপারটা বুঝলাম না । আপনাদের মতে কী হেফাজতে ইসলামী খুব ইসলাম সম্মত ? তারা কি ইসলামের হেফাজতকারী ? ইসলামের হেফাজত করার দায়িত্ব আমার জানামতে সৃষ্টিকর্তার ! আর আপনাদের বিম্পি এবং জামায়েত শিবিরের হরতালের নিদর্শন তো দেখতেই পাচ্ছেন । (পাশে থাকা পোষ্টারের দিকে দৃষ্টি আকর্ষন করলাম ।।)
একটু ভ্যাবাচ্যাকা খেলো ।তাদের উত্তর শোনার দিকে আমি ভ্রুক্ষেপ না করে জিজ্ঞেস করলাম
- পাঁচলাখ মানুষের পাঁচশত টাকা দিয়ে আপনারা কি কুলাতে পারবেন ? অর্থায়ন টা কি করে এলো ?ইসলামী ব্যাংক কি আবার দানচ্ছত্র খুলে বসেছে নাকি ! আর প্রতিটা ব্লগার নাস্তিক !?কয়টা ব্লগ পড়েছেন ?? কয়বেলা বিরানী খাইলেন শাহবাগে ?? একটু পরে যাবো শাহবাগে ,চলেন যাই , আমাকে একটু বিরানীদাতার সাথে পরিচয় করায় দিয়েন ! আর ভালো কথা , লংমার্চ কথার অর্থ জানেন ? লংমার্চ করবেন অথচ আসবেন বাসে ! এই নাকি আপনাদের ভক্তি ।।
লোক দুইটা জিজ্ঞেস করলো
-আপনি কি ব্লগার ?
.
.
আমি বললাম
- কেন ব্লগার না হইলে কি এসব বলতে পারবোনা ?
তারা মুখ চাওয়া চাওয়ি করলো । কি ভাবলো কে জানে । দ্রুত চা খেয়ে বিরবির করে বললো
- শ্লা নির্ঘাত নাস্তিক ব্লগার !
.
.
আমি চায়ের দোকানির দিকে তাকিয়ে বললাম
- ''নাড়ায়ে তাকবীর ! আল্লাহু আকবার ! ''
তৎক্ষনাৎ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে প্রায় দৌড় দিলো । তবে যাওয়ার আগে আবারো বিরবির করলো
.
.
- '' তারাতারি চল ! শালা আন্ডারকাভার শিবিরকর্মী ! বাজায়ে দেখতেসে !''
আমি হাসতেই আছি ! এখনো বাংলাদেশে ব্লগারের চাইতে শিবিরকেই বেশী-ই ভয় পায় ! আফটারঅল , ব্লগার টান দেয় ধুতি ধইরা আর শিবির টান দেয় জান ধইরা !বিল টা দিয়ে প্রায় দ্রুত যাত্রা শুরু করলাম ঐ লোকদেরই পথে । হঠাৎ করেই দেখলাম দুজনই ভোঁ দৌড় ! :!>
লও ঠ্যালা ! আমি কি করলাম ? :O
[বিঃদ্রঃ ছুটি উপলক্ষ্যে পান্ঞ্জাবী পরছিলাম ! :-D ]
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬
সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ ! আমি গতকাল থেকে ঘটনা মনে পড়া মাত্র হাসতেই আছি ! :!>
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
হাহা হা হা......
ঠ্যালা সব দিকেই!
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
সময় মাহমুদ (সময়) বলেছেন: ঠ্যালাময় জীবনের ঠ্যালাঠ্যালিতে ঠেলে চলেছি একজন ''আমজনতার'' ঠ্যালাময় বোঝা , যারা না বুঝেই মুখ দিয়ে ঠ্যালাঠ্যালি করে
ধইন্যা !
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
ছন্নছাড়া সিফাত বলেছেন: আপ্নে দেখি বুলুগার হইয়া গেলেন ভাইসাব
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
সময় মাহমুদ (সময়) বলেছেন: বুলুগার কি আজকে অইছি ! ছেই উনিছছো কুয়াত্তুর ছন হইতে ওয়াচে ফালায় থুইছে ! জেনারেল করার নাম গন্ধ নাই !
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
ক্লান্ত কালবৈশাখি বলেছেন: এপিক...