নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

শোনেন শোনেন ভাইবোনেরা শোনেন দিয়া মন ।। দুঃখী মায়ের কথা আজি করিবো বর্নন ।।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০



অবলা নারী । ছেড়া শাড়ী পরে বদনখানি ঢেকে রেখেছে কোনোমতে !অভাগা সন্তানগুলোর রক্তে রন্ঞ্জিত সবুজ শাড়ীর আঁচল । কি নিদারুন আর্তনাদ মায়ের ''আমার ছাওয়ালগুলারে বাঁচা বাপ ! ছাওয়ালগুলার অনেক কষ্ট হইতেসে ! তোরা তাগো উদ্ধার কর !'' কি করুন সেই আকুতি ! চোখ বেয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে ! কেউ কি দেখেনা ! অতঃপর মা সেই ছেঁড়া শাড়ী পরে দৌড়ে গেলো দেশের মোড়লের কাছে ! সুউচ্চ , শক্তপোক্ত ভবনে এসির বাতাসে বসে আছেন প্রধান নেত্রী !সবাই ছেড়া শাড়ী পরিহিতা নারীকে দেখে নাক সিটকোচ্ছে ! ''এই পতিতা এখানে এলো কি করে ?! এই ধর্ষিতা কে বের করে দাও ধাক্কা দিয়ে !'' তবুও নড়লো না ! প্রধান নেত্রীর পা ধরে কাঁদছে ! ''মাগো ! ও মা ! ছাওয়ালগুলিরে আপনে বাঁচান মা ! ওগো অন্ততঃ একটু খাওনের বন্দোবস্ত করেন ! বাঁচান না ওগো ! মাগো ! আপনি মহান গো মা ! আপনিই পারেন তাগো বাঁচাইতে !'' নেত্রী কর্ণপাত করলেন না ! তার সামনে থরে থরে সাজানো খাবার ! এখন তো আবার তার লান্ঞ টাইম ! তাকে বিরক্ত করা যাবেনা ! নিরাপত্তারক্ষীরা তলপেটে ককিয়ে এক লাথি দিয়ে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিলো তাকে কক্ষ থেকে ! অবলা নারী দিগ্বিদিকশূণ্য ছুটছে !!! অদূরে থাকা গনমাধ্যমকর্মীদের পা এ লুটিয়ে পরে হাট করে কান্না জুড়ে দিলো ! ''বাপজান ! ও বাপজান ! দেখেননা বাপজান আপনার ভাই বোনগুলার রক্তের দরকার ! অনেক অনেক রক্ত ! আপনার ই তো ভাই ওরা ! আপনার ই তো বোন ! রক্ত দিয়ে ওদের বাঁইচা থাকতে দেন গো !'' ক্ষুব্ধ গনমাধ্যমকর্মী এবার বিরক্ত ! ঠাট বাটের সাথে মাইক ধরা লোকটার হাত থেকে মাইকটা পাশে রেখে বললো ''কেনো আমার সময় নষ্ট করছেন ! দেখছেন না কর্তব্য পালন করছি ! আমি রক্ত দিলে খবর সংগ্রহ করে আমজনতাকে উস্কে দেবে কে ! যান তো ! এখান থেকে যান !'' টেনে হিঁচড়ে ফেলে দিলো দুরে ! আরো দুরে ! এবার অবলা নারী দেখতে পেলো আলো ঝলমলে সম্মেলন কেন্দ্র ! ভেতরে আলোর ঝলকানিতে চোখ ঝলসে যাবার যোগার ! কে নেই সেখানে ! একেকজন রথী , মহারথী ! বিশিষ্ট মানবতাকর্মী থেকে অভিনয়জগতে ছোটোলোকদের প্রতিনিধিত্বমূলক চরিত্রে অভিনয় করে দেশ কাঁপানো তারকা ! সবাই আছে ! অবলা নারী ভাবলো এবার ঠিক জায়গাতে এসেছে ! কাছেই থাকা মাইকের কাছে ছুটে গিয়ে গভীর মিনতি ''শোনেন শোনেন বাপজানেরা , শোনেন দিয়া মন ! অভাগা এই মায়ের কথা করিবো বর্নন ! আলোর অভাবে মরিলো সন্তানেরা আমার ! কিছু আলো ধার পাইতে চাই দেবেন নাকি সাই ?! আরে আপনার ভাইরা ধ্বসের তলে কেঁদে কেঁদে মরে , আপনি কি তার ভাই হইয়্যা বাঁচাইতে পারেন না তারে !''

কি নিদারুন সেই সুর ! তবে সবার কানে পৌঁছালোনা সে আকুতি ! সবাইতো এটাকে নিছক নাটক ভেবে তালি দিয়ে গেলো ! তবে খুব দ্রুত তাকে চিনতে পেরে আরো একদল সুশীল পর্দা ফেলে তাকে ধর্ষন করলো ! মা কাঁদতে কাঁদতে যখন সন্তানদের মৃত্যু দেখতে ফিরে আসতে শুরু করলেন কিছু নষ্ট তরুন তা দেখে ছুটে এলো ! ''মা , আপনার এই হাল কেনো ? আমাদের মতো নষ্ট তরুন থাকতে কেনো মরবে আমার ভাই কিংবা বোন ! আমরা আসছি ! ভয় নেই !আমরা নষ্ট তাই একটু হলেও পাপের ভাগীদার হতে চাই ! আমাদের নেবেন মা !?'' অবলা নারী তার নষ্ট সন্তানদের দেখে পরম মমতায় বুকে আগলে নিয়ে এলেন সাথে ! মায়ের দুঃখ এই নষ্ট তরুনরা ঘোঁচাবে ! তুমি দেখে নিও মা ।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.