![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
কখনো কি জেনেছো ?
খা খা রোদে পথ থেকে পথে ,
রয়েছে মলিন ঠোটের চুমুর স্বাদ।
ঝিমুতে থাকা কাকের চোখে রয়েছে ,
কালো মেঘের জন্য করুন আকুতি ?
জেনেছো , বেকার যুবকের স্যান্ডেলের ;
ছেড়া শুকতলীর মধ্যে রয়েছে মার্সিডিজ বেন্ঞ্জের স্বপ্ন ?
আমি দেখেছি , জেনেছি , উপভোগ করতে শিখেছি ,
কারন , ঐ খা খা রোদে অসংখ্যা মুখের মধ্যে ,
আমি একজন বিরামহীন পথিক ।।
সময় মাহমুদ
৩০/০৮/২০১৩
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
দুঃখীনি বলেছেন: এই যে আপনে মন্তব্য করলে ধন্য বাদ দিতে হয় বুঝলা???
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩
দুঃখীনি বলেছেন: কবিতা টা ভাল হয়েছে