![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''রাষ্ট্রভাষা বাংলা চাই !'' গৌরবের মাস এ পদার্পন করার পর আমিপুরোদস্তুর বাঙালী হয়ে গেছি । পুরো মাস জুড়ে বাংলা ভাষার স্তুতি করবো । কথার ফুলঝড়ি ছড়াবো । শহীদদের আত্মত্যাগের বুলি আউরাবো ।অথচ বাসায় বসে ইন্ডিয়ান নাঁচ গান দেখবো । আমিতো গৌরবের মাসে পদার্পণ করেছি । খাঁটি বাঙালী তাই মাসব্যাপি সম্মান জানিয়ে অপেক্ষা করবো পরবর্তী বছরপর্যন্ত কখন আমি আবার কেতারদুরস্ত বাঙালী হবার সুযোগ পাবো । আমি আমার ভাষার গৌরবে গৌরবান্বিত অথচ আমার ভাষার বর্ণমালা গুলো পর্যন্ত মুখস্ত বলতে পারিনা ।আমি সেই বাঙালী যার কিনা পত্রিকার পাতায় পড়তে হয় অধ্যাপক গোলাম আযম (!!) ভাষা সৈনিক!!তিনি নাকি আমাদের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন !সাবাশ বাঙালী !সাবাশ ! এই ইতিহাস উপহার দিচ্ছি আমাদের প্রজন্মকে ।যেই ভাষার আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৭ সালের পহেলা ফেব্রুয়ারী তার পেছনের অবদান কারো জানা নেই । ২১ফেব্রুয়ারী আসলে আধা ভাঙা ইংরেজীতে পরবর্তী প্রজন্ম বলে আজ আমাদের স্বাধীনতাদিবস ! বইমেলা এক ঠোঙা বাদাম হাতে প্রেম করার স্থান । শহীদ মিনারে একদিন খালি পায়ে যাওয়াটাই আমাদের দেশ ভক্তি । দিনশেষে আবার সেখানেই জুতা দিয়ে মারিয়ে বেড়াই পুরো মিনার । পুরো পৃথিবী আজ আমাদের জাতির কারণে ''আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'' পালন করে আর আমরা কিনা আমাদের ছেলেমেয়েদের পাঠাই ইংলিশমিডিয়ামে ইংলিশম্যান হতে ! সাবাশ বাঙালী ! এই জাতি সেদিনই মাথা উঁচু করে বিশ্বের সামনে দাঁড়াবে যেদিন আমরা প্রত্যেকটা মানুষ মন থেকে আমাদের ভাষা আমাদের সংস্কৃতিকে ভালোবাসতে পারবো ।যেদিন ক থেকেঃ পর্যন্ত বলতে পারবো সেদিন হবো আমি বাঙালী ।যেদিন ইন্ডিয়ান চ্যানেল ছেড়ে আমি দেশের চ্যানেল দেখবো আমি সেদিন হবো বাঙালী ।যেই মুহুর্তে আমি ঘুম থেকে উঠে প্রতিদিন আমার শহীদদের মর্যাদা মন থেকে উপলব্ধিকরবো সেদিন হবো আমি বাঙালী ।আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যেদিন আমার ন্যায্য বিচারপাবো সেদিন গর্ব করে বলবো আমি বাঙালী,আমি গর্বিত আমি বাঙালী !
**সকল ভাষা শহীদসহ আমাদের স্বাধীনতার প্রত্যেকটি মহানায়ককে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই । ভাষার মাস গর্বের মাসে সবার শুভ বুদ্ধি হোক এটুকুই কামনা ।**
#সময় মাহমুদ#
©somewhere in net ltd.