![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোমিন ।কতইবা বয়স ।বছর ১২ এর ঘরে হয়তো ঘুরপাক খাচ্ছে । কমলাপুরের এক বস্তিতে তার পুরোনো নিবাস । প্রতিদিন ঘুম থেকে উঠা থেকে ঘুমুতে যাওয়ার আগ পর্যন্ত স্বপ্নের ফেরী চরে ঘুড়ে বেড়ায় ।কত না আকাঙ্খা ! ও অনেক বড় হবে ।অনেক টাকা কামাবে ।ওর মা যে মানুষের ঘরে ঘরে কাজ করে তাকে নিয়ে আলিশান ঘরে থাকবে । তিনবেলা পেটভরে ওর খুশিমত খাবে ! উফফ!ভাবলেই যেন শিহরিত হয় মোমিন !
ভোরেই হঠাৎ পিঠে প্রবল কিছু একটার অস্তিত্ব টের পেয়ে তড়াক করে বিছানায় উঠে বসে চোখ ডলতে শুরু করলো মোমিন ! মনে হচ্ছে পিঠ জ্বলে যাচ্ছে !পাশেই ওর মা দাড়িয়ে! মোমিন ব্যপারটা আঁচ করতে পাড়ল । খানিক আগেই যা হলো সেটা আসলে তার মায়ের কান্ড ! ঘুম থেকে উঠাতে পিঠে প্রবল গতিতে একটা চড় দিয়ে ধরাশায়ী করেছে তাকে । মায়ের দিকে অভিমানী মুখ করে তাকায় মোমিন ।ওর মা একফোটা ভ্রুক্ষেপ না করে কথার বর্ষন শুরু করলো
-''হাড়ামজাদা!!রাইতে চোর তারাইস আর বিছানায় এত বেলা পইড়া পইড়া ঘুমাস !আমি তো তগো কামলা হারাদিন কামলা খাটমু আর তোগো পেটে ঠুসামু !'' ''কোন ফুটা কপাল লইয়া যে তোর মতো একটা পোলা জন্ম দিসিলাম ! ''
মোমিনের চোখ ফেটে কান্না আসতে চাইছে ।কোনো মতে নিজেকে সামলে নিল সে ।তারপর মায়ের কথায় কান না দিয়ে কলতলায় গেলো !
কলতলায় ঝগড়া চলছে পানি নিয়ে !খিস্তি দিয়ে পারলো গোটা বস্তি স্বাধীন করে দেওয়ার যোগাড়!মোমিন ফাঁকতালে মুখ ধুয়ে এসে হাজির হলে তার ঘরে ।মা বাসি ভাত বেড়ে দিয়ে কাজে চলে গেছে । ইদানিংওর সন্দেশ খাওয়ার একটা রোগ ধরেছে ।পকেটে পয়সা জমাচ্ছে । ওর মা পরম মমতায় ওর প্যান্ট এ জোড়াতালি দিয়ে পকেট টা শক্ত করে বুনে দিয়েছে । মন টা কেমন ভার হয়ে এলো !
মমিন ঠিক করল '' আইজকা একটা সন্দেশ যেমনে পারি খামুই ! '' এই ভেবে সকালের নাস্তা সেরে মমিন বেড়িয়ে পরলো কাজে ।
একটা ছেলে ঘরময় ছোটাছুটি করছে আর তার পিছে তার মা দৌড়াচ্ছে । '' খোকন !এই দুটা সন্দেশ খেয়ে নাও বাবা !স্কুলে খিদে লাগবে যে !নাও লক্ষীসোনা ! '' ছোট্ট ছেলেটি বলে ''খা -বো - না !আমাকে চকলেট দাও !'' এতক্ষন বাদে মহিলার চোখ যায় জানালার কাছে ।মমিন সেখানে দাড়িয়ে সন্দেশের থালার দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে !ঝাঝালো কন্ঠে হঠাৎ সম্বিৎ ফিরে পায় মোমিন '' এই ছোকরা !হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছে ! ঘরের ভেতর কি আছে দেখিস !চুরি করার মতলব !দাড়া দেখাচ্ছি ! '' মোমিন ভোঁ দৌড় দিলো ! এখনো হাপাচ্ছে ও । তারপর জিরিয়ে নিয়ে ভাবলো
-''পোলাটাকি বেক্কল !এত্যডি সন্দেশ !আমারে দিলে হা কইরা সব খাইয়্যা ফেলতাম!''
ভাবতে ভাবতে ফকিরাপুল ডি.আই.টি রোড এর ঝা চকচকে পার্ক করা গাড়িগুলার পাশে গিয়ে দাঁড়ালো মোমিন ।একদিন তারও এমন গাড়ি হবে ।তবে আপাতত গাড়ি পরিষ্কার করা ছাড়া উপায় নাই ।
আজ সন্দেশ খাওয়ার ভূত চেপেছে মাথায় !দ্রুত হাত চালিয়ে একের পর এক গাড়ি পরিষ্কার করে কিছু পয়সাও জমিয়েছে ।প্রায় বিকেল গড়িয়ে এলো !পকেটে পয়সার ঝনঝন শব্দ ।মোমিন খুশিতে আটখানা ।মনে মনে ভাবে
-''পরতিটাদিন পইপই কইরা ট্যাকা মায়ের হাতে তুইল্যা দেই !আইজ মায়ের কমু আমি আমার মুন মতো দুইড্যা টাকা খরচ করসি !মা কিচ্ছুকইবোনা ! ''
মোমিনের মা মোমিনকে বড্ড ভালোবাসে ।ছেলের কষ্টে মায়ের বুকটা ফেটে যায় ।তবে উপায় তো নাই ।তারা যে দরিদ্র ।
আজকের মতো কাজ শেষ করে মোমিন পা ফেললো দ্রুত ।মনে আনন্দ যেনো ধরছে না !খুব দ্রুত ''বিক্রমপুর সুইটস'' এর সামনে এসে পরলো মোমিন ।থালায় থালায় মিষ্টি । মোমিনের পিপাসু দৃষ্টি কিছু খুঁজছে ! ঐতো !চোখ গুলা বিস্ফারিত !সন্দেশ ! মোমিনের জিভ লকলকিয়ে উঠছে !দেখতে যত দারুন খেতে নিশ্চই আরো দারুন ! মোমিন ভেতরে ঢোকামাত্র খেঁকিয়ে উঠলো ক্যাশ ম্যানেজার !বিশাল ভূড়ি নিয়ে মোমিনের দিকে রাগের দৃষ্টি ঝোলালো !
-'' শংকর !ঐ শংকর ! আরে কি করস হারামজাদা !দোকানে এইসব চোড় ছ্যাচ্চর আহে কেমনে!লাইত্থ্যায়া বাইর কর ! '' মোমিনের মাথা জলে গেলো !বুক চিতিয়ে দাড়ালো ম্যানেজার এর দিকে !
-'' ঐ মিয়া !চোর কন কারে !'' মোমিনের চোখে রক্ত জমে গেলো !সাপের মতো ফনা তুলে হিসহিসিয়ে কথা বলছে মোমিন ! ''কাস্টমার এর লগে এমনে কতা কন!মাগ্না খামুনি ! এইযে ট্যাকা ! '' পকেট থেকে ট্যাক খুলে ঝনাৎ করে পয়সাগুলো বের করলো ! ম্যানেজার আরো খেপলো ! নিজে ক্যাশ থেকে উঠে গিয়ে ঘাড় টা ধরল মোমিনের !মোমিন ঝটকা মেরে হাত সরাতেই ক্যাশ এর মালিক যেনো হিংস্র হায়েনা হয়ে গেলো !
-''চুড়ির টাকায় বাবুয়ানা!শালা বা*ত !''
ডি .আইটি রোডের বিকাল থেকে জমতে থাকা মেঘগুলো ফুসে উঠলো যেনো !প্রবল বাতাস!ঘুর্নির মতো ধুলা উড়ছে ! মোমিনের পিঠেও কিল চাপড় পড়ছে !হঠাৎ ককিয়ে একটা লাথি দিলো মোমিনের পেটে ! টলতে লাগলো মোমিন !বৃষ্টি শুরু হলো !সবাই ছুটছো নিরাপদ আশ্রয়ের সন্ধানে !মোমিন এর চোখ ফেটে ক্ষোভের কান্না ! দৌড়াচ্ছে মোমিন! চোখের সামনে খালি একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে বারবার একটি কথাই মনে পড়ছে বারেবার ''মা !''
[এরকম কতোনা মোমিনের স্বপ্নের অপমৃত্যু ঘটে ।আমরা তাদের নিম্নবিত্ত হওয়ায় কতো না অত্যাচার করি ।তবে আমার বিশ্বাস গল্পের মোমিনের মতো হাজারো মোমিনের স্বপ্ন একদিন পূরণ হবে .... ]
©somewhere in net ltd.