নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় মাহমুদ

সময় মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা !! অভিশাপ নাকি আশীর্বাদ ???

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

১৬ ডিসেম্বর ,১৯৭১ । ইতিহাসের পাতায় স্মরনীয় দিন । আত্মসমর্পণ করে ঢাকায় প্রায় ৯০,০০০ পাকিস্তানী সৈন্য । জাতি লাভ করে তার কাঙ্খিত সম্পদ -স্বাধীনতা । স্বাধীন তো আমরা বটে তবে আসলেই কি তাই ? যে প্রত্যাশা নিয়ে আমাদের মানুষ যুগের পর যুগ রাজপথে রক্ত ঢেলেছে ,একাত্তরে চুড়ান্ত ত্যাগ স্বীকার করেছে সেটি বিচার করলে জনগনের সার্বিক মুক্তি অর্জনে দেশের স্বাধীনতা ছিলো সাফল্যের প্রথম ধাপ ,নতুন সংগ্রাম এর সূচনা । এই স্বাধীনতা এ দেশের মানুষের আশা-আকাঙ্খায় এক নতুন মাত্রা যোগ করেছিল ঠিকই তবে সাধারণ মানুষ যা আশা করেছিল তার কতোটা পূর্ণ হয়েছে ? মানুষ এক বুক আশা বেঁধেছিলো এ স্বাধীনতা এ দেশে রাজনৈতিক স্বাধীকার সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক সাফল্য আনবে ।বাস্তবে কি হলো ?প্রাপ্তির কোঠা কতটা পূর্ণ হলো ?জনগনের স্বপ্ন বারেবারে দুঃস্বপ্নে পরিণত হয়েছে ।তাদের আশা বারেবার পর্যবাসিত হয়েছে নিরাশায় । জনগনের গণতান্ত্রিক অধিকার হরণ করে ক্ষমতা দখল করেছে স্বৈরশাসক । কখনোবা গনতন্ত্রের আবর্তেই চলেছে গনতান্ত্রিক একনায়কত্ব । গনতন্ত্র পরিনত হয়েছে স্বৈরশাসনের দ্বিতীয় রূপ হিসেবে । সত্যিকারের গনতন্ত্রের স্বাদ আসলে কি তা জনগন বুঝতে পারেনি কখনো । প্রকৃতপক্ষে ,অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি নির্মান না করে এবং অগনতান্ত্রিক রাজনৈতিক অবকাঠামো-নির্ভর সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা বিপদ ও ভয়াবহ সংকটকে আমন্ত্রন জানানো ছাড়া আর কিছু নয় । আমার বিশ্বাস আমরা অকপটে স্বীকার করবো যে একটি উন্নত অর্থনৈতিক ও সামাজিক ভিত্তির লক্ষ্য থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি ।বর্তমানের কথাই ধরুন দেশে অন্ততঃ ৫০ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে । জাতি গঠনে ইচ্ছুক ও উৎপাদনমুখী কাজে অংশগ্রহনে ইচ্ছুক সক্ষম লক্ষ কোটি মানুষ হয় বেকার কিংবা অনুৎপাদনশীল ।

দুর্নীতি এখন সমাজকাঠামোর সবচেয়ে বড় ক্যান্সার । নিজেদের সমস্যা মেটানোর আন্তঃরিক চেষ্টার বদলে দেশের সকল অসংগতির জন্য ঔপনিবেশিক এবং নব্য ঔপনিবেশিক শাষনকে দোষ দেয়া গতানুগতিক অভ্যাসে দাঁড়িয়েছে ।

স্বাধীনতার পর মানুষ আশা করেছিল যে রাষ্ট্রীয় পর্যায়ে সততা,জাতীয় ঐক্যের ক্ষেত্রে দৃঢ়তার এক নতুন যুগের সুচনা হবে ।কিন্তু তা কি হয়েছে ?পক্ষান্তরে সময় যতো গড়িয়েছে ,সত্তর ,আশি ও নব্বই দশক পেরিয়ে বাংলাদেশ আজ চরম দুর্নীতিগ্রস্ত দেশ । বহির্বিশ্বে বাংলাদেশের দুর্নীতির খবর ,নিত্যনতুন কেলেঙ্কারী অর্থনীতি এবং নতুন বিনিয়োগকে রীতিমত পঙ্গু করে দিচ্ছে । ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল এর রিপোর্ট এ বাংলাদেশের দুর্নীতির অবস্থান নিয়ে নানা মুনির নানা মত থাকলেও বাংলাদেশের দুর্নীতির মাত্রা যে চূড়ান্ত পর্যায়ে তাতে বিন্দুমাত্র দ্বিধা নেই । তার মানে তাও না যে উন্নতি হয়নি দেশের । খাদ্য উৎপাদন বেড়েছে , চাষাবাদের আধুনিকায়ন হচ্ছে ,শিক্ষা হাড় বেড়েছে ,স্বাস্থ্যসেবা বহুলাংশে উন্নতি হচ্ছে ।বাল্যবিবাহ হার ,মাতৃমৃত্য হার নারী ক্ষমতায়ন এগুলোর উন্নতি হচ্ছে ।তবে অবনতিও কম নয় । কিছু সাফল্য নিঃসন্দেহে গৌরবের বিষয় তবে আমাদের ব্যর্থতা আমাদের গৌরবকে গ্রাস করছে ।



রাজনীতি এখন নোংরা ,মারমুখী ও সংঘাতপূর্ণ । আমরা নিজেদের অনেক সময় থাইলেন্ড কিংবা মালয়েশিয়ার সাথে তুলনা করি । স্বাধীনতা পূর্ব অবস্থায় এরা কোনোমতেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিলো না ! চল্লিশ বছর আগে চীন ,ইন্দোনেশিয়া ,থাইল্যান্ড,মালয়েশিয়া ছিলো বাংলাদেশের মতই । অথচ আজ তাদের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান গগনচুম্বী ।কেনো ?উত্তর একটাই যোগ্য নেতৃত্ব । আশা এখন একটাই ।মানুষ সচেতন হচ্ছে । তারা এখন কর্মসংস্থান , অর্থনৈতিক পুজির বিকাশ ,দারিদ্র্য বিমোচন ,সম্পদবৃদ্ধির স্থায়ী এবং টেকসই ভিত্তী খোঁজায় ব্যস্ত । লক্ষ্য একটাই অর্থনৈতিক স্বাবলম্বন । এখন শুধু চাই গঠনমূলক ও দূরদর্শী নেতৃত্ব ,সামাজিক শৃঙ্খলা ,সুদুরপ্রসারী কল্যানকর উদ্ভাবনমুলক পরিকল্পনা ও তার বাস্তবায়ন । এটা করতে পারলেই ২০২১ এর স্বাধীনতার পন্ঞ্চাশ বছরে আমরা হতে পারবো একটি যোগ্য ও সম্মানিত জাতি আর পূর্ণ করতে পারবো আমাদের শহীদের রক্তের ঋণ ! এটা আবেগের কথা নয় যুক্তির কথা । :)))))

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.