নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় মাহমুদ

সময় মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একটি পথশিশুর গল্প ।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

সেদিন বিকেলে অফিস থেকে বাড়ি ফিরছিলাম ।অনেকদিন যাবত ধানমন্ডি লেক এ বসে কিছুটা সময় কাঁটাতে মন বারেবার খুব অশান্ত হয়ে প্রতিবাদ করছে তাই সেদিন ঠিক করলাম হাতে যেহেতু সময় পাওয়া গেলো একটু চোখ জুড়িয়ে আসি । আমি আমার মনের একদফা দাবী পূরন করতে হাঁটতে হাঁটতে এসে পড়লাম ধানমন্ডি লেকের ধারে । জায়গাটা এখন লাভার্স পয়েন্টের রোমান্টিক ফুল ফোটানোর জায়গা তাই যেতে চাইনা সহজে তবে শেষমেষ গন্তব্যে পৌঁছুলাম । মন শান্তির পানে একধাপ এগিয়ে ।(:D)

চিরচেনা কনক্রিটের বেন্ঞ্চে গুটিশুটি হয়ে বসে সন্ধ্যা হতে দেখার প্রস্তুতিতে আমি ব্যস্ত । অনেকদিন পর সন্ধ্যা হতে দেখার দৃশ্যটা অবলোকন করছিলাম প্রবল সুখে ।হাতে চিরচেনা একটা গোল্ডলিফ পুড়ছিলো । হঠাৎ দেখি একটা ফুটফুটে বাচ্চা আমার পাশের কনক্রিটের বেন্ঞ্চে এসে বসেছে। আমি ঈষৎ বিরক্ত কিন্ঞ্চিত বিস্মিত ! এত ফুটফুটে একটা শিশুর গায়ে একটা মলিন ,জরাজীর্ণ জামা । একটা দামী পোশাক পড়ালে বোঝাই যাবেনা পাশে বসা ফুটফুটে মেয়েটি এক পথশিশু ।যাই হোক ,সে আমার হাতে একটা চকোলেট ধরিয়ে দিলো ।আমি চকোলেট টা তার হাতে ফিরিয়ে দিয়ে পকেট থেকে একটা পাঁচটাকার নোট ধরিয়ে দিতেই বলে

-''ফাও ট্যাকা লই না !চকোলেট নেন ট্যাকা দেন !''

আমার তো চোখ রীতিমত ছানাবড়া !বলে কি এই মেয়ে !আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম

-''নাম কি তোর ??''

এইবার বাচ্চাটা অবাক হয়ে তাকিয়ে আছে !যেনো আশ্চর্য কিছু শুনছে !তারপর ফট করে জবাব দিলো

-''নাম নাইক্ক্যা ।লেক এ আমারে সবাই পুটলি ডাকে । আপনে কি চকলেট নিবেন ?''

মেয়েটার কথা শুনে কেমন যেনো মোচড় দিচ্ছিলো মন টা । বললাম

-''পড়িস না কেন ?এইখানে ফেরী করিস ?পড়তে পারিস না ?''

মেয়ে এইবার ঝনঝনে গলায় বলে

-''ট্যাকা কি আপনের বাপে আমারে দিবো ??''

আমি এই মেয়ের কথায় পুরা ওয়াসিম আকরামের ইনসুইংগার আউটসুইংগারের তোপে হাবুডুবু খাচ্ছি রীতিমত ! আমি মেয়েটার দিকে আবারো একদম গভীর অবাকের দৃষ্টিতে তাকিয়ে বললাম

-''বাবা মা কে বলবি তুই পড়তে চাস।''

মেয়েটি এবার ছলছলে চোখে বলে

-''বাবা ,মা ?আমার বাবা মা নাই ।বস্তিতে একটা নানু আসে হেই পালে পুশে ।''

এইবার আমার মতো পাথর একটা মানুষের চোখেও মনে হয় বান ডাকতে শুরু করে দিয়েছে ।নিজেকে সামলে মেয়েটার মাথায় হাত দিয়ে বললাম

-''পড়তে চাস ?''

-''হুম !চাই !কেলাস ওয়ান পইর্যন্ত্য পড়ছি ।এইবার কেলাস টু তে পড়ার কথা আসিলো ।ট্যাকা নাই পড়ার ।একটা বই কিননের খুব ইচ্ছা ।কিনতে পারিনা । ''

আমার মন কেঁদে উঠলো । আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি নিস্পলক । ধ্যান ভাঙলো । পকেট টা বেজায় ফাঁকা ।তারপর হাত দিলাম ।দুইটা পন্ঞ্চাশ টাকার নোট । বের করে মেয়েটার হাতে দিতেই মেয়েটা আবার প্রতিবাদ করে বলে

-''ফাও ট্যাকা নেই না ! দিলে কিন্যা দেন !''

মনে হলো এক বোন তার ভাই এর কাছে দাবী করছে । আমি একটা ছোটদের ছড়ার বই কিনে দিতেই মেয়েটা কি খুশি !বিশ্বাস করেন ওর খুশি দেখে নিজের জীবনে খুব বড় একটা শান্তি অনুভব করছিলাম ।মেয়েটি বই হাতে নিয়ে দ্রুত সামনে থেকে মিলিয়ে যেতে শুরু করলো ।আমার চোখের কোনে একবিন্দু মুক্তো চিকচিক করছে । এরকম কতহাজার পথশিশু একটু মমতা পেলে ঈদের চাইতে বেশী খুশি হয় ।আমরা কি পারিনা তাদের মুখে একটু হাসি ফোটাতে ?? :')

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.