![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দর্শক নীরব ধর্ষক ,
দর্শনে শান্তি,দর্শনে শোক ।
আমি মানবতাকর্মী মানবতায় নিয়োজিত ,
তবে মানবিকভাবে নিজের মানবাকিতা ভয়ানক গর্হিত ।
ঘরে বসে স্যাটেলাইটের বাক্সে দেখি রমরমা বিবরন ,
কখন যেনো ছড়িয়ে যায় সারাদেহে শিহরন ।
ধর্ষিতা কে নিন্দে করি ধর্ষিত হবার জন্যে ,
ধর্ষকের প্রশংসা করি হৃদয় গভীর অরন্যে ।
সামনে দিয়ে হেঁটে গেলে ডানাকাটা পরী ,
মুখে বলি ''ছিঃ ! ছিঃ !ছিঃ ! এরাই হলো সর্বনাশের খড়ি ।''
একমুহুর্তে চোখ গিলে খায় দেহের যত বাঁক ,
মুখে বলি ''এই মেয়েরা !তোরা দুরে থাক !''
প্রশ্ন করি তোর ছোটবোন একই বেশে সাজে ,
চোখ রাঙিয়ে কেনো তাকে শাসন করো ''বাজে !''
তারই মতো ধর্ষিতা যে কারো ছোটবোন;
কেনো তারে চোখ দিয়ে করো ধর্ষন ??
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
সময় মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আমি ব্লগিংয়ে নতুন তবে একটা ঝামেলায় পড়েছি ।বুঝতে পারছিনা কি করবো ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
জাকারিয়া মুবিন বলেছেন: তারই মতো ধর্ষিতা যে কারো ছোটবোন;
কেনো তারে চোখ দিয়ে করো ধর্ষন ??
সুন্দর বলেছেন।
ব্লগে স্বাগতম।