নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় মাহমুদ

সময় মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

জিহাদ নাকি সুইসাইড ?! :O :O :D :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

আমি রাজনীতি বুঝিনা । কুটচাল বুঝিনা । আমি সাধারন নাগরিক । আমি শুধু আমার অধিকারগুলো বুঝি ।আর বুঝি দেশের ভেতরে এক ভীষন ক্রান্তিকাল চলছে । জামাতে পিস্লামী ইসলাম কে হাতিয়ার বানিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে যেভাবে বদ্ধ উম্মাদ সেঁজে রাস্তায় নেমেছে তাতে আমার মতো সাধারন নাগরিকেরাও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হাতে তুলেছে একটা কলম অথবা পিসি কিংবা মোবাইলে ব্লগ ।আশা একটাই কর্তৃপক্ষের টনক যদি একটু হলেও নড়ে । কাল টিভি অন করে চ্যানেল ঘুড়াতে গিয়ে সময় সংবাদ এ দেখলাম জামাতে পিস্লামী ও শিবির পুলিশকে কুত্তা বিলাই এর মতো পেটাচ্ছে আর পুলিশ লেজ গুটায় দৌড়াচ্ছে । পুলিশের নতুন আতঙ্ক জামাতে পিস্লামী তথা শিবির কর্মী । যেখানে পুলিশের হাতে একটা রাইফেল থাকা সত্বেও মাটিতে ফেলে পেটায় সেখানে আমরা তো সাধারন পাবলিক । পিস্লামীরা যেভাবে ময়দানে নেমেছে দেখে মনে হচ্ছে বিরোধী দল আসলে কে ?বিম্পি নাকি জামাতে পিস্লামী ?! রাজপথে তাদের অ্যাকশন বলে দেয় বিম্পির ব্যর্থতা । তারা পথ না পেয়ে নিজেদের শক্তিতে ভরসা না পেয়ে জামাতে পিস্লামীর অনৈতিক ইস্যুর হরতালকে পর্যন্ত সমর্থন দিচ্ছে ! (!!) বলে কয়ে একঘন্টার ভেতরে জামাত জাতীয় আদালত প্রাঙ্গনে পর্যন্ত হামলা দিচ্ছে আর বাংলাদেশের ইন্টেলিজেন্স বাহিনী কোনো পূর্ব তথ্য পায়নি !! তালিয়া !!শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলার সংলাপ অনুষ্ঠানে বিম্পির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান জামাতের কর্মকান্ডে পুলিশির নির্বিকার থাকা নিয়ে মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন,

-“শিবির যেটা করছে, পুলিশকে পিটাচ্ছে, পুলিশও ব্যর্থ হচ্ছে। আমি এটাকে বলবো সরকারের ব্যর্থতা। সরকারের যে পুলিশ, যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কে নিয়ন্ত্রণ করবে?” আসলেই এটা সত্য । তবে বিম্পি এটাতে নৈতিক সমর্থন দিচ্ছে তারাও তো সমান অপরাধী । আবার আরেকদিকে তিনি এও মন্তব্য করেন

-''বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে সবার রাজনীতি করার অধিকার আছে। জামায়াতে ইসলামী একটা অনেকদিনের পুরনো দল। তারা রাজনীতি করছে, সংসদে আসছে। তাদের বিরাট ভোটারও আছে। তারা ইলেকশন কমিশনের কাছেও রেজিস্টার্ড একটা দল।'' তার একথায় দৃশ্যত স্পষ্ট কেনো বিম্পি তাদের নৈতিক সমর্থন দিচ্ছে ।বিম্পি ব্যর্থ নিজেদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করতে তাই তারা জামাতের মতো একটা ঘৃণ্য রাজনৈতিক দলকে তাদের ছত্রছায়ায় রেখেছে । কাল সাপকে দুধ দিলেও কাল সাপ তো কাল সাপই । যুদ্ধাপরাধীদের মুক্তি কি শিবির এর চোখে জিহাদ ?জিহাদের অর্থ জানে তারা ? তাদের মূলনীতি

-''মরলে শহীদ বাঁচলে গাজী ,আমরা সবাই লড়তে রাজী ।''

আমার কাছে এটা সুইসাইড ।শহীদ আর গাজী তো আরো দুরের বিষয় । শিবির রাজপথে সাধারন মানুষের ক্ষতি করছে ,জানমাল পোড়াচ্ছে ,বোম ফোটাচ্ছে এটা জিহাদের নিদর্শন ?? (:O) যার জন্য রাজপথে তারা সেই নিজামী ,গোলাম আযম বসে বসে পায়েস ফির্নি খাচ্ছে আর এদিকে ব্রেন ওয়াশড কর্মীরা তার মুক্তি নিয়ে রাজপথে সুইসাইড করছে এবং খুন করছে । মুসলমান হয়ে মুসলমানকে আক্রমন কোথাকার জিহাদ ??যে দোষী তাকে বাঁচাতে রাজপথে নামাটা কোন দিক থেকে জিহাদ ?? পবিত্র কুরানের কোথায় আছে দোষীকে বাঁচাতে রাস্তায় মানুষের রগ কাটার কথা ?? তাহলে কি তোমাদের নিজামী আব্বু তোমাদের নবী ?নাকি পীর দেউলিয়া ?? (:D) ল ও কার ল ! আমি আজ নিরাপত্তা চাই ।আমার কি দোষ ?তোমাদের সংঘর্ষে আমি রাজপথে মরবো কেনো ?? আমি কি জিহাদী ? (O.o) আমি শহীদ কিংবা গাজী হতে চাইনা ! ( :D ) আমি শুধু জানি আমি মড়তে রাজী তবে সত্যিকারের মুক্তিতে ।যুদ্ধাপরাধীর মুক্তিতে নয় কিন্তু ! (:P) একটা প্রবাদ মনে পড়ছে

-''উদোর পিন্ডী বুধোর ঘাড়ে ।''

আমি কারো পিন্ডী আমার ঘাড়ে নিয়ে হাঁটতে চাইনা । আমি শুধু আমার স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে শ্বাস নিতে চাই ।জামাতকে বলছি ''যুদ্বাপরাধীর বিচার হলে ,জ্বলবে আগুন ঘরে ঘরে !'' একদম ঠিক ।ঘরে ঘরে আগুন জ্বলবে তবে পিঠা পায়েশ আর বিরানী রান্নায় দ্বিগুন আঁচে চুলা জ্বলবে ।(:D) আর পুলিশ বাহিনীর কাছে অনুরোধ আপনার ক্রসফায়ার করতে পারেন আর আপনাদের পেটালে বন্দুক ব্যবহার করতে পারেন না ? ঐটাকি ঢকের বাক্স ! আর সরকার এতো বিচলিত পারলে জামাতকে ব্যান করে দিন । শান্তিতে থাকবো ।এবার অন্ততঃ শান্তিতে থাকতে দিন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.