![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(উৎসর্গ : সকল নিদ্রাকে যারা বাঁচতে চায় নতুন করে )
...নিদ্রা ।এপিঠ ওপিঠ করছে তবে ঘুম এর পাত্তা নেই ।এ তো এখন তার ডেইলি রুটিন হয়ে দাড়িয়েছে । নাম এ নিদ্রা অথচ তার রোগটা অনিদ্রার ।শেষ কবে যে শান্তিতে ঘুমিয়েছে কে জানে । জেগে থাকলে যা হয় আরকি হাজার হাজার প্রশ্ন মনকে প্রবল ভাবে নাড়া দিতে থাকে ।নিদ্রার ক্ষেত্রেও স্বভাববসতঃ তাই হয়েছে ।তবে আজ কিছু প্রশ্ন মাথার ভেতর অসম্ভব আলোড়ন তুলছে ।উঠে বসলে সে ।অন্ধকার রুমে বাতি জ্বেলে বসলো ।মনে ঝড় নেমেছে ।কাল বোশেখি তান্ডবলীলা ।ওয়াশরুম এর দিকে পা বাড়ালো । চোখে মুখে কনকনে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে আয়নায় তাকানো মাত্র অবাক সে ।তার প্রতিবিম্ব তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো -
-''কেমন আছো নিদ্রা ?''
নিদ্রা কেমন যেনো টলছে ।
-''অসম্ভব ! এ কি করে সম্ভব !কে !কে !তুমি ?''
নিদ্রা কি পাগল হয়ে গেলো ?তার প্রতিবিম্ব তার দিকে তাকিয়ে মোনালিসার পোট্রেইটের মতো একটা রহস্যময় হাসি দেয়ে পরিবেশ কেমন যেনো ধোঁয়াটে করে তুললো !
-''ভয় পেয়োনা ।তুমি সুস্থ আছো ।পাগল হতে ঢের দেরী আছে ।আমি আসলাম তোমার সাথে কথা বলে তোমাকে একটু সাহায্য করতে ।''
-''সাহায্য চাইনা !চলে যাও বলছি !''
নিদ্রার ইচ্ছে হলো দৌড়ে পালায় তবে দেহঘড়ি কেনো যেনো সায় দিতে চাইছেনা । সে সব সামাল দিতে চাইছে তবে সত্য সামাল দেয়ার ক্ষমতা কম মানুষের থাকে ।সে নিজের কাছে হেরে যাওয়ার ভয়ে কুকড়ে গেলো ।
-''নিদ্রা !''
হুস ফিরে এলো নিদ্রার ।কি এক অস্বাভাবিক টানের কাছে হার মেনে জবাব দিলো
-'' বলো ।শুনছি !''
প্রতিবিম্বের ঠোঁটের কোনের হাসিটা আরেকটু প্রলম্বিত হলো ।
-''কেমন আছে বললে না যে ?''
-''ভালো আছি ।''
-''মিথ্যা বলায় কাঁচা তুমি ।নিজের কাছে নিজে মিথ্যা বলা যায় ?''
অদ্ভুত কঠোর দৃষ্টিতে নিদ্রা তাকিয়ে আছে তার দিকে !আর্তনাদের সুরে বলে উঠলো
-''কে বলে আমি ভালো নেই ।এইযে দেখো হাসছি !''
হাসতে গিয়ে কেঁদে দিলো নিদ্রা ।প্রতিবিম্ব এটা দেখে জয়ীর ভঙ্গীতে তাকিয়ে বললো
-''কাকে ঠকাচ্ছো ?নিজেকে ?নাকি তোমায় ঘিরে থাকা মানুষ গুলোকে ?''
-''জানিনা ।''
জবাব দিলো নিদ্রা ।
-''নিজেকে কতটা কষ্ট দিতে চাও ?''
এবার নিদ্রার বাধ ভাঙলো ।বাচ্চারমতো কেঁদে বলল
-''ও কেনো এমন করলো ?কেনো ?কি পাপ করেছিলাম আমি ?''
-''যে যাওয়ার তাকে আটকাতে পারবে কি?'' হাসলো প্রতিবিম্ব ।
-'' সর্বোচ্চ দিয়েছি ধরে রাখার ।তবুও চলে গেলো ।''
প্রতিবিম্ব এবার হাসতে গিয়ে কেঁদে বললো
-''আমাকে কষ্ট দিচ্ছো কেনো ?
অপরাধ কি আমার না যে চলে গেলো তার?আমার কি বেঁচে থাকতে ইচ্ছা করেনা ?''
নিদ্রা নিশ্চুপ । প্রতিবিম্ব বলতে থাকে
-''নিজের সাথে সাথে তোমার আশপাশের মানুষের ভালোবাসা গলা টিপে মেরে ফেলছো কেনো ?তোমারো শান্তি চাই ।''
-''শান্তি আমার কপালে নেই !''
-''কে বললো নেই ?শান্তি খুঁজে নিলেই শান্তি পাবে ।আর আমাকেও একটু শান্তিতে থাকতে দেবে ।''
নিদ্রা ফুপিয়ে কাঁদে ।অনেক্ষন পর জবাব দেয়
-''ভয় হয়!সুখ কপালে সয়না ।''
প্রতিবিম্ব বলে
-''ভয় কে জয় করতে পারার ক্ষমতা মানুষেরই আছে ।আর ক্ষমতা আছে বলেই সে মানুষ ।তুমি মানুষ নও ।?''
নিদ্রা হেরে যাচ্ছে প্রতিবিম্বর কাছে ।প্রতিবিম্ব শেষবার কেঁদে বলে
-''আমাকে বাঁচতে দাও ।বাঁচতে দাও ।বাঁচার মতো বাঁচতে চাই আমি ।''
নিদ্রা অনেক কষ্টে বলার শক্তি সঞ্চয় করে ।
-'' ও ফিরে আসলে ?''
-''যে যায় সে কি ফিরে আসে ?আমার একটাই অনুরোধ এবার অন্ততঃ শান্তিতে বাঁচতে দাও আমায় ।''
কফিনে শেষ পেরেক ঠুকে দিলো প্রতিবিম্ব ।
নিদ্রা চোখে মুখে আবার পানির ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকাতেই দেখলে সে আর নেই ।অবুঝ শিশুর মতো বিছানায় চলে গেলো নিদ্রা ।সে জানে তার কি করতে হবে ।সোনালী স্বপ্নের অপেক্ষায় নিদ্রার চোখ সুখের নিদ্রার চাদরে ঢেকে পড়লো ।
নিদ্রার মতো আরো কতো নিদ্রা বিনিদ্র রাত কাটায় কারো অপেক্ষায়।তবে সেই অপেক্ষা সার্থক হয় কি?সকল নিদ্রাকে বলছি কাকে ঠকাচ্ছেন ।বাঁচার অধিকার আপনার ।কারো অধিকার নেই তা কেঁড়ে নেবার ...
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
দুঃখীনি বলেছেন: নিদ্রা এসে গেছে