![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষের স্বপ্ন কতটুকু ? বেঁচে থাকা মানে কি শুধুই বেঁচে থাকা ? ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্বপ্নের ফেরী নিয়ে অন্তঃসত্বা চষে বেড়াতে থাকে অচিন্ত্য স্বপ্নপূরী । কারো স্বপ্ন অন্ততঃ দুমুঠো খেয়ে পড়ে বাঁচার আবার কারো স্বপ্ন কোটি টাকার বিছানায় ঘুমিয়েও আরো হাজার কোটি টাকার । কারো স্বপ্ন স্বপ্নপূরন হওয়ার কারো স্বপ্ন শুধু একবার স্বপ্ন দেখার ।কত আশা ,কত প্রত্যাশা ।আবার শত শত আশা এবং স্বপ্ন নিহত হয় প্রতিমুহুর্তে । বেঁচে থাকতে স্বপ্ন দেখাটা যতটা জরুরী স্বপ্ন ভাঙাটাও জরুরী । সব প্রানীর মধ্যে সব থেকে রহস্যময় প্রানী আমরাই । কেউ কেউ খুব ছোটো একটা স্বপ্নপূরন হলেও অপ্রত্যাশিত রকমের খুশী হয় আর কেউ অনেক বড় কিছু পেয়েও ছোটো কিছু না পাওয়ার বেদনায় কাতর । আমি নিজে এই কারনে স্বপ্নহীন । আমি অতিরিক্ত খুশি হতে চাইনা কিংবা চাইনা অতিরিক্ত বেদনায় কাতর হতে । বিশ্বাস করুন আমি স্বপ্ন না দেখার দলে । আমার স্বপ্ন ভেঙে গুড়ো হয়েছে ।তাই আমি স্বপ্নবিলাসী হতে ভয় পাই ।হয়তো আমি কাপুরুষ ।কিংবা না ? বেঁচে থাকতে চাই তবে বেঁচে থেকে মৃত বলতে পারেন । যা চেয়েছি তার কিছুই পাইনি । তাই আজ আমি স্বপ্নকে গালি দেই । তবে আমি প্রত্যেকটা মানুষকে পর্যবেক্ষন করি ।দেখি তারা স্বপ্নকে নিয়ে কি করছে । তাদের কষ্টের গাড়ি কতটা দ্রুত গড়াচ্ছে কিংবা সুখের রকেট কতটা পথ পাড়ি দিচ্ছে । আমি নিহত একজন প্রানী তাই আমার মতো স্বপ্ন নিহত মানুষদের নতুন স্বপ্ন দেখার সাহস দেখে অনুপ্রেরনা খুঁজতে থাকি ।জানিনা আমি স্বপ্ন দেখতে পারবো কিনা তবে আমি চাই আরো অন্ততঃ একবার স্বপ্নের ভেলায় উড়তে ।কারন ''আমরা স্বপ্নে বাঁচি ,স্বপ্ন গড়ি ;
স্বপ্ন বুকে ধরে দেবো পাড়ি ,
বহুদুর ।।''
এলোমেলো শব্দজটের সমাবেশেও কিন্তু একটা স্বপ্ন দেখার চেষ্টা মনের অজান্তেই করে ফেললাম । শুভ হোক সবার স্বপ্নবাজী ।
©somewhere in net ltd.