![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক রোদ মরে যাওয়া হলদে বিকেলে আমরা ভালবেসেছিলাম-
কোলাহলপূর্ণ এই নগরে আমাদের চোখাচোখি হয়েছিল সম্পূর্ণ নিঃশব্দে,
ছুটে চলা এই শহরেও সেই মুহূর্তগুলো থেমে গিয়েছিল, যখন আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম -
যেন দীর্ঘকাল আমাদের কোথাও যাবার ছিল না!
এক পড়ন্ত সূর্যকে পেছনে ফেলে আমরা পাশাপাশি হেঁটেছিলাম বহুদূর-
চেয়েছিলাম সত্যকে হার মানিয়ে জয়ী হতে কল্পনায়!
এই কোলাহলের নগরে অসংখ্য নিশ্চুপ মুহূর্ত কেটেছে আমাদের পাশাপাশি বসে -
অসংখ্যবার অশ্রু ঝরেছে অপ্রত্যাশিত বিচ্ছেদের আশংকায়,
এই শহরে কোন কিছুই সুনিশ্চিত নয়, হায়!
নিয়তিতে নির্ধারিত ছিল - শুধুই বিদায়!
.
১১/০৬/১৯
১১ ই জুন, ২০২১ সকাল ১০:৩২
সোনালী সকাল ১৩ বলেছেন: হ্যাঁ সেটাই। হতলতাশায় বেঁচে থাকা অসম্ভব!
২| ১২ ই জুন, ২০২১ ভোর ৬:২০
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: অনেক সুন্দর । আমারও এরকম সোনালী দিন ছিল ভাই, এখন আর নেই!
১২ ই জুন, ২০২১ রাত ১১:১৫
সোনালী সকাল ১৩ বলেছেন: অনেক ধন্যবাদ
১২ ই জুন, ২০২১ রাত ১১:১৬
সোনালী সকাল ১৩ বলেছেন: দোয়া করি সেই সোনালী অতীত আবার ফিরে আসুক, নতুন রং নিয়ে
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০২১ ভোর ৬:৪৮
হাবিব বলেছেন:
অনিশ্চিত শহরে আশায় বুক বাঁধি
কখনো স্বপ্নে কখনো বা জাগরনে