![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am tension free about myself but not about others and you.
উচু উচু দালান,
বড় ছোট থাকার ঘর।
আকাশ বড় কত !
ভাবনাগুলো নয় তত।
শো শো করে ছুটে যায় গাড়ি,
হয়ত পাশে সুন্দরী নারী ,
মানুষের পাল্লাটা ততটা নয় ভারী ।
তারাও স্বপ্ন তৈরি করে,
সেই স্বপ্ন কেবল বিভেদ তৈরি করে।
এখানে আফ্যায়ার হয়,
ভালবাসাকে ফাস্টফুড বানিয়ে।
নাগরিক দূরত্ব খুব স্বল্প হলেও,
মানসিক দূরত্ব প্রবল।
হাস্যমুখ এখানে প্রায়ই দেখা যায়,
শুধু মনের দ্বার রুদ্ধ ।
এই শহরে কেবল লোকের সংখ্যা বাড়ে,
মানুষের সংখ্যার বিপরীত হারে।
তবুও এই শহরে মানুষ আসে,
জীবন বয়ে চলে,
পাওয়া আর না পাওয়ার দীর্ঘশ্বাসে।
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
মেজেরকানদি বলেছেন: সুন্দর প্রত্যাশার জন্য রইল অনেক ভালোবাসা ।
তবে , আমি ছন্দগুলো আমার মত করে সাজিয়েছি।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
জেমস বন্ড বলেছেন: মনে দুঃখ গুলো কে সজতনে রেখে দিন , হতাশা কেটে যাক সেই প্রত্যাশা রইল ।
কবিতায় হতাশা পাওয়া না পাওয়ার বেদনা বুঝেই বলেছি । সুন্দর হইছে ছন্দ গুলো কে আরো সাজাতে পারতেন ।
শুভকামনা ।