নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ami o amar charpash(me and my surrounding)

স্বপ্ন দেখি দেশকে এগিয়ে নেয়ার, আমার বিশ্বাস আমি পারব।

মেজেরকানদি

I am tension free about myself but not about others and you.

মেজেরকানদি › বিস্তারিত পোস্টঃ

শীতের সন্ধ্যায় আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা?

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১





কথা ছিল দুজনার ,

আগামীর শীতে, যখন সন্ধ্যা নামে

হারিয়ে যাবো দুজন, কোন নির্জনে।

কথা ছিল,

যখন ডানপিটে ছেলেটিও ঘরে ফেরে,

ধানের বীজ বুনে যখন ক্লান্ত কৃষক,

ফিরে যায় তার কৃষাণীর দ্বারে।

কথা ছিল,

কিচিরমিচির করা পাখিগুলো

খাবার নিয়ে যখন ফিরে যায়,

ক্ষুধায় কাতর ছানার নীড়ে।

কথা ছিল,

যখন দিনের আলো ফুরিয়ে আসে,

গোধূলি বেলায়, পরন্ত বিকেলের শেষে,

কাপানো শীতের শীতল স্পর্শে,

পাতা কুড়ানোর মেয়েটিও অবশেষে,

চলে যায় যখন ঘুমের দেশে।

কথা ছিল

গ্রাম ছেড়ে ঐ দূর শহরে,

কাজ ফেলে এই সন্ধ্যার প্রহরে ,

চা আর সিগারেট ফুঁকে,

উষ্ণতার রেখা টেনে যায়,

ঐ দানব শীতের বুকে।

কথা ছিল এমই এক সন্ধ্যায় ,

হাতে নিয়ে উদ্দীপক পানি,

সাথে চিরসুন্দর ভালবাসার বাণী

কোথাও হারিয়ে যাব আমরা,

ধর্মহীনতার দোহাই দিয়ে ,

মিছিল করে মরলেও ঐ মূর্খরা।

এমই কথা ছিল কোন এক শীতে,

অপেক্ষার প্রহর বাড়ে,

শীত আসে, শীত ছাড়ে।

আমাকে উপহাস করে ,

বলে যায় এক ঝরে পড়া পাতা

শীতের সন্ধ্যায়,

আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা?







এই কবিতাটা সকল ভালোবাসার মানুষদেরকে যারা এমন শীতে কোথাও হারানোর সাধ পেয়েছেন আর যারা পাবার অপেক্ষায় আছেন ও বিশেষ করে হ্যারি ফয়সালকে উৎসর্গ করা হল

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.