নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ami o amar charpash(me and my surrounding)

স্বপ্ন দেখি দেশকে এগিয়ে নেয়ার, আমার বিশ্বাস আমি পারব।

মেজেরকানদি

I am tension free about myself but not about others and you.

মেজেরকানদি › বিস্তারিত পোস্টঃ

যাবত জীবন মানিনা ফাঁসি চাই , ফাসির কোন বিকল্প নাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে দায়ের করা পাঁচ ও ছয় নম্বর অপরাধে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার বেলা ১১ টায় এ রায় ঘোষণা করেন। তবে ট্রাইব্যুনাল-২ এর এজলাস ছোট হওয়ায় ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়।

গত ২৮ মে ছয়টি অভিযোগে কাদের মোল্লার বিরদ্ধে চার্জগঠন করেন ট্রাইব্যুনাল। অভিযোগগুলো হলো- কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা, পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, খন্দকার আবু তালেবকে হত্যা, বাঙলা কলেজের ছাত্র পল্লবসহ সাতজনকে হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচরসহ পাশের দু’টি গ্রামে অসংখ্য লোককে হত্যা।

শত শত মানুষ হত্যা, যারা দেশকে আরো অনেক কিছু দিতে পারতেন তেমন বুদ্ধিজীবী হত্যা করে কেবল যাবতজীবন কারাদন্ড কোনভাবেই মেনে নেয়া যায়না।

কেননা তাদের উদ্দেশ্য ছিল যেন কোনভাবেই বাংলাদেশ না হতে পারে, সেই চেষ্টা সফল করতে তারা তারা এই দেশের স্বাধীনতাকামী মানুষ এর উপর যে জঘন্য ও অমানবিক নির্যাতন করেছে সেটা পৃথীবির যেকোন রাষ্ট্রের, যেকোন বিচার ব্যাবস্থায় সর্বোচ্চ অপরাধ যার শাস্তি কেবল ও কেবল মাত্র ফাঁসি । ফাসির কোন বিকল্প নেই , কোন বিকল্প নেই।

এমনকি যদি কোনো কারনে সরকার পরিবর্তন হয় তাহলে রাজাকার ও মানবতা বিরোধীদের পৃষ্টপোষকরা অনেক খুশি হবে, কারণ তারা তাদের বাচাতে পারবে। তাদের ফাসি দিয়ে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আর কোন দেশদ্রোহী, মানবতার শত্রু তৈরি না হয়। যাতে সুবিধাবাদীরা তাদের বাচানোর কোন সুযোগ না পায়।

তাদের সৃষ্ট সেই ইতরের সংঘঠন জামাতই ইসলামেরই অঙ্গসংঘঠন শিবিরের ক্যাডারেরা স্বাধীনতার এত বছর পরেও মানুষ হত্যা করছে পুড়িয়ে। শিবির সেই জাম্যাতেরই বীজ যারা বাংলাদেশকে ধ্বংসের উদ্দেশ্যে সকল চেষ্টা করে যাচ্ছে। সেইদিন যদি জামায়াত তৈরি না হত আজ এই শিবির তৈরি হত না , দেশের এত সর্বনাশ হত না।

তাদেরকে ভয় পেলে চ্লবে না, তাদের ভয়ে কোনভাবেই বিব্রত হওয়া যাবে না। সরকার যে ভয়ে ফাসি দেয়নি(আমার মতে) তা হচ্ছে যে , শিবির ক্যাডারেরা ভয়ংকর হামলা শুরু করতে পারে, যেটা তারা গত কয়েকমাস যাবত করে যাচ্ছে। মনে রাখতে হবে এত হত্যা , ষড়যন্ত্র করেও কিন্তু তারা আমাদের স্বাধীনতা আটকাতে পারেনি , কখনো পারবেনা । অসভ্য কখনো জয়ী হয়না, হলেও টিকতে পারেনা । একসময় সব কিছু ভেঙ্গে পরে। তাই ফাঁসি না দিলে এই জাতি কখনো মুক্ত হবে না। এই অসভ্যদের ফাঁসি দিয়ে জাতিকে দায়মুক্ত করতে হবে। এতে যদি শিবির ক্যডারেরা আরো হিংস্র হয়ে উঠে তাতেও। একবার যুদ্ধ করে স্বাধীন হয়েছে , যদি প্রয়োজন পরে আবার যুদ্ধ করব, এই দেশকে অসভ্য দেশবিরোধী মুক্ত করব।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: থু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূথু থু থু থু থু থূ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

মেজেরকানদি বলেছেন: থু..................................................।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ..
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
ফাঁসি চাই ...
X(( X(( X(( X((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

মেজেরকানদি বলেছেন: ফাঁসি চাই

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

ভাবছি বসে একা বলেছেন: এইভাবে অপমানিত হওয়ার জন্য পুরো দেশ গত ৪২ বছর ধরে অপেক্ষা করেছে!!! আওয়ামী লীগ আর পোষ্য ট্রাইবুনাল থেকে আর কি আশা করবে জনগন। সব শালা ভূয়া।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

মেজেরকানদি বলেছেন: সব মিথ্যে, বিচার করতেই হবে্‌, ফাঁসি দিতেই হবে

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

মেজেরকানদি বলেছেন: এটা মেনে নেয়া অসম্ভব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.