নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ami o amar charpash(me and my surrounding)

স্বপ্ন দেখি দেশকে এগিয়ে নেয়ার, আমার বিশ্বাস আমি পারব।

মেজেরকানদি

I am tension free about myself but not about others and you.

মেজেরকানদি › বিস্তারিত পোস্টঃ

যেভাবে জাহাঙ্গীরনগর এ শিবির ধরা হয়!!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আজ সকালে জাহাঙ্গীরনগরবাসী গণজাগরণ মঞ্চের ব্যানারে একটি বিশাল মিছিল বের করে । মিছিল শেষ করে শহীদ মিনার চত্তরে সমাবেশ করার সময় একজন অপরিচিতকে দেখে সন্ধেহ হয়।তখন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার পিছু নেয়া হয়। জাহাঙ্গীরনগরের মেইন গেইট এ তাকে গণজাগরনের নেতা কর্মীরা জিজ্ঞাসাবাদ করলে সে উল্টাপালটা বলা মানে বিক্ষিপ্ত কথা বলা শুরু করে। তখন সন্ধেহের মাত্রা বেড়ে গেলে তাকে সার্চ করা শুরু হয়। তার কাছ থেকে অনেকগুলো সিম কার্ড ও একই নামের বেশ কয়েকতি আইডি কার্ড পাওয়াযায়। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে সে দ্রুত চলে আসে। তখন আবার প্রক্টর ও শিক্ষার্থীরা মিলে তাকে ব্যাপক ব্জেরা শুরু করলে সে তার মোবাইল ফোন দেখাতে বাধ্য হয়। সেখানে আজকের মিছিলের ভিডিও সহ গোলাম আজমের ভিডিও পাওয়া যায়। তার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখা যায় সে সেখানে ব্লগার রাজীব , জাফর ইকবাল স্যার সহ অনেককে নিয়ে সব আজে বাজে কথা লিখে রেখেছে। তার নাম রুবেল ,বাড়ি খুলনা। তার সাথে শিবিরের যোগাযোগ সন্ধেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অবশেষে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশে দেয়া হয়। জয় বাংলা।



মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

হামিম ঢাকা বলেছেন: ভাই,ওর এফবি লিঙক দেন। সবার সামনে প্রকাশ কইরা দেই্

আর ো কোন সাবজ্টে, হল, ইত্যাদি?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

মেজেরকানদি বলেছেন: হামিম ভাই, সব ছিল, কিন্তু সব পুলিশকে দেয়া হয়েছে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

পলাতক আসামী বলেছেন: যেখানে শিবির, সেখানেই গদাম।জয় বাংলা।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন: পিটাইল না কেন X( X(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

মেজেরকানদি বলেছেন: আমরা আইনকে শ্রদ্ধা করি তাই,

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রিফাত হোসেন বলেছেন: এভাবে ধরেছেন ঠিকাছে। তবে আর ধরা ঠিক না। ভুল মানুষও হতে পারত।
অনেকে অতর্কিত জেরার মুখে ভয় পেয়ে আবল তাবল বলে।

আর কার ও মোবাইল আপ্নি এভাবে সার্চ কর্তে পারেন না। ভাগ্য ভাল সঠিক ছিল। নয়তো লজ্জায় আপ্নারাই পর্তেন।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রিফাত হোসেন বলেছেন: পুলিশের সাথে আমার এরকম হয়েছিল . . .তাইবল্লাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

মেজেরকানদি বলেছেন: মানুষ অপ্রস্তুত হতে পারে, কিন্তু তার সকল কিছু , মানে তার ছবি তোলা , একই ছাত্রের কাছে অনেকগুলো আইডি কার্ড, সহ তার শিবিরের সাথে যোগাযোগ পরিষ্কার ভাবে প্রমাণিত হয়েছে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

bangal manus বলেছেন: জয় বাংলা।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

হামিম ঢাকা বলেছেন: আমার প্রশ্নের উত্তর কই্?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

মেজেরকানদি বলেছেন: হামিম ভাই , আমি একটু ব্যাস্ত ছিলাম। দুঃখিত ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

রহমান মাহমুদুর বলেছেন: ছাগুরে ছাগু লেদানো দরকার

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

htusar বলেছেন: বাহ বাহ বাহ । তালিয়া। ছাগুরে গদাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.