নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা রাজ্য

ইচ্ছে হল এক ধরনের পাগলা জগাই হঠাৎ করে ফেলতে পারে যা খুশি তাই

মন জানালা

কষ্ট যে প্রকাশ করতে পারে তাকে আমি সবচাইতে সৌভাগ্যবান মনে করি । না কাঁদতে পারার কষ্ট আমি জানি ................

মন জানালা › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার সাজিয়া আফরিন ইভার জন্য ন্যায় চাই - সিলেট মানবব্ন্ধন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

সময় কি এখন ও হয়নি বাঙ্গালি?তোমাদের জেগে ওঠার ? আর কত অপেক্ষা করবে ? আর কত অমানুষের পায়ের নিচে নিজেদের মর্যাদা বিসর্জন দিবে????



কিসের জন্য অপেক্ষা করছেন?নিজের প্রিয়জনের অসহায় পরিনতির জন্য?



সারা বাংলাদেশ এর মানুষের গর্জন শুনতে চাই । আর একটা নারী যাতে এই করুন পরিনতির শিকার না হন ।আর একটা অমানুষ যাতে জেগে না ওঠে ।



সাজিয়া আফরিন ইভা র জন্য ন্যায় চাই , হত্যাকারীর ফাঁসি চাই , দায়ী কতৃপক্ষ এড় কাছ থেকে ক্ষতিপূরণ চাই , কর্মক্ষেত্রে সবার নিরাপত্তা চাই , গণ সচেতনতা আর একতা চাই।







সিলেট এ ৩ ফেব্রুয়ারি , সিলেট শহীদ মিনারের সামনে মানববন্ধন।সাড়ে বারটায় এই মানববন্ধনে সিলেট এর সকল কে দেখতে চাই।



জেগে ওঠো বাংলাদেশ।



ফেবূ ইভেন্ট ঃ Human Chain for Justice for Dr. Sajia Afrin Eva @ Sylhet Shahid Minar

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

আরজু পনি বলেছেন:

আর একটা অমানুষও যেন জেগে উঠার সাহস না পায়।।

জেগে উঠো বাংলাদেশ।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মন জানালা বলেছেন: জেগে ওঠো

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব জরুরী পদক্ষেপ । হয়তো সিলেট যেতে পারবো না । (অসুস্থ্য) তবে আপ্নাদের কার্যক্রমকে স্বাগত জানাই । এবং দুরে থেকেও জানাই কার্যক্রম সফল হওয়ার শুভ কামনা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মন জানালা বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

ঘুড্ডির পাইলট বলেছেন:
হয়তো আমার এ ক্ষুদ্র প্রয়াস আপ্নাদের কর্মসুচিকে উ]সাহ দিবে ।

এসেছে ডাক এসেছে, ছুটে তোরা আয়রে সবাই
জ্বালবো আলো মোরা আধার ভাঙার চলবে লড়াই ,
গর্জে উঠরে সকল ঘুমিয়ে থাকা বাঘের ছানা ,
গুড়িয়ে দিয়ে কপাট, ধর্ষকেরই আস্তানাতে দেবো হানা ,
অট্টহাসি দিয়ে চমকে দিয়ে ঝাপিয়ে পর ,
হোসনে নড়ম হৃদয় বদলে যারে হিংস্রতারই প্রবল কঠোর ,
ভেংগে ফেল ধর্ষকেরই নোংরামির ঐ দুর্গখানা ,
ঘুমিয়ে থাকিস নারে বাংলার সব বীর যোদ্ধা বাঘের ছানা ,
ওরে ওরে পাগলা ঘোড়া, ওরে ওরে ঝড়ো হাওয়া
আজ তোর পাগলামিতে ব্যাস্ত রবি ভুলে যাবি নাওয়া খাওয়া ,
ওরে ওরে বাঘের ছানা, ওরে ওরে তরুন সেনা
উপরে ফেলবি আজই সমাজে সব আছে যতো আবর্জনা ,
দেখা তোর পাগলামি আজ, দেখা তোর বাহাদুরি ,
জুতিয়ে দেশ ছাড়া কর ধর্ষক এই আগাছাদের ফাটিয়ে ভুরি ,
হোসনে শান্ত আজি, হোসনে নম্ররে আজ ,
হিসেবটা চুল চেরা খুব চোখের জলে ভেসে যাওয়া সম্ভ্রম লাজ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মন জানালা বলেছেন: মরা সফল হব।বিচার চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.