![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট যে প্রকাশ করতে পারে তাকে আমি সবচাইতে সৌভাগ্যবান মনে করি । না কাঁদতে পারার কষ্ট আমি জানি ................
আমি একটা ই বুক রিডার কিনতে চাই যা নিয়ে আমার একটা জ্ঞানই আছে তা হল - ই বুক রিডারে বই পড়া যায় !
একটু হেল্প করেন যারা এই বিষয়ে জ্ঞানী।
১। বাংলা পড়া যায়?
২। পেন ড্রাইভ ব্যবহার করা যায়?
৩। নেট ইউস করা যায়?
৪।গান শোনা যায়?
৫। কি কি ফরমেট সাপোর্ট করে?
৬। রিডারে কি নোট করা যায়? পড়তে পড়তে আন্ডার লাইন করা বা পাশে কিছু লিখে রাখা যায়?
৭। ডিকশানারি রাখা যায়?
৮। এই গুলো থাকে এমন একটা রিডার এর দাম কত?
৯। সবগুলো থাকে না কিন্তু ভাল এরকম রিডার জানা থাকলে জানাতে পারেন
১০। এক্সট্রা মেমরি কত?
১১। বই একটু বেশি রাখতে পারলে ভাল হয়
আর দামটাও একটু জানাবেন
কোন সহৃদয় মানুষ এই লেখা পড়লে জানান, চুপ করে থাকবেন না।
কিছুই জানি না, দয়া করে প্রশ্নে গর্দভের লক্ষণ পেলে মাফ করবেন
১১ ই মে, ২০১৩ রাত ১২:৩২
মন জানালা বলেছেন: আপনি ও আছেন নাকি আমার দলে?
২| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২১
জাহিদুল ইসলাম জুয়েল বলেছেন: এই লিঙ্কে দেখুন।আশা করি সব উত্তর পাবেন।
১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৫
মন জানালা বলেছেন: আচ্ছা পিডিএফ পড়া যায় তো? বাংলা বেশিরভাগ আবার পিডিএফ কিনা ঃ)
৩| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৪১
টিনটিন` বলেছেন: ট্যাব কিনে নিলেই তো হয়। আপনার চাহিদার সবই করতে পারবেন। সাথে গেম, এপস..............
১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৫
মন জানালা বলেছেন: ট্যাব কি? চিনি না তো। তবে ক্মপু জাতীয় হলে খুব খারাপ হবে! ক্মপুতে বই পড়ে মাথা বাথা করে।
যদি কম্পু টাইপ না হয় তাহলে দাম কত? ক্মপু টাইপ হলেও বলেন দাম টা কত? একটু দেখি।
৪| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৪
মাহমুদ। বলেছেন: সবাই বলে ই-বুকের মধ্যে আমাজনের কিন্ডেল সবচেয়ে ভাল তবে আপনার চাহিদা মেটাতে পারবে কিনা তা সন্দেহ আছে।
১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৭
মন জানালা বলেছেন: কোন ই বুক রিডার ই পারবে না?
আর কিন্ডেল কি কি পারবে না?
৫| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৫৯
মাহমুদ। বলেছেন: আসো নিজে করি
১১ ই মে, ২০১৩ সকাল ৯:৩১
মন জানালা বলেছেন: দেখছি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ রাত ১২:১৭
েবনিটগ বলেছেন: +পোস্ট পর্যবেক্ষন