![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট যে প্রকাশ করতে পারে তাকে আমি সবচাইতে সৌভাগ্যবান মনে করি । না কাঁদতে পারার কষ্ট আমি জানি ................
ছাগলের একটা স্বভাব আছে। কাঁঠাল পাতা দেখলেই খেয়ে ফেলা। তার তখন হুঁশ থাকে না কাঁঠাল পাতা টা ভাল, পোকা ধরা না খেলে মালিক এ মার দিবে।
জামিল কী করেছেন ?জি বাংলা সম্প্রচারিত মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অনুষ্ঠানের ওই পর্বে জামিল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিংয়ের সঙ্গে শৌচাগারে যাওয়া-আসার মিলের কথা বলেন। বোলারদের নিয়েও কৌতুক করেন তিনি।
খুব খারাপ কাজ করেছে। দেশের মান তোলার জন্য মানুষ বাইরে যায় ডোবানোর জন্য না। উনি যা লিখেছেন তা বন্ধুদের আড্ডায় ঠিক আছে কিন্তু অন্য দেশের কোন অনুষ্ঠানে না! আমি পেলে তো খবর আছে।
জামিল কৌতুক বলে বড় ভুল করেছে।
আমরা কিছু বাঙালিরা কী করেছি?? আমরা কিছু বাঙালী এসব করেছি _একটি ভিন দেশের পেজ এ গিয়ে খুন করার কথা বলা, ঘর বাড়ি পুড়িয়ে দেয়ার কথা বলা , গালাগালি করা _ খুব দেশের মান বেড়েছে না?
ভারতের কত জন এসব দেখেছে ,দেশের মান তো বেড়েছেই!
কিন্তু বাঙালী যারা এখানে এসে মীরাক্কেলকে গালিগালাজ করছো, তোমরা দেশের কি মুখ উজ্জল করছো শুনি? জামিলকে গাল দিচ্ছো, মীরাক্কেলকে গাল দিচ্ছ, ফাঁসি দাবি করছো... মান বাড়ছে বাংলাদেশের?
জামিল যে অপরাধে অপরাধী সে অপরাধ এই সব গুলা বাঙালি করেছে। দেশের মান ডুবিয়েছে। শাস্তি এদের ও হতে হবে।
যারা জামিল কে খুন করার কথা, বাড়ি পোড়ানোর কথা বলছেন নিজে যাবেন এগুলা করতে? নিজে সেফ সাইডে থাকবেন আর মানুষকে উস্কানি দিবেন।
মিরাক্কেল মাফ চেয়ে নিজেদের মান ঠিক রক্ষা করেছে আমরা ভিন দেশী পেজে নিজেদের সুনাম বাড়িয়েছি। এই বাঙালী গূলো ছাগলের মত চিন্তা না করে কাঁঠাল পাতা চিবিয়েছে।
তারপরও আমার অনেক বাঙালী ভাই বোনেরা গঠনমূলক সমালোচনা করেছেন। আপনারাই দেশের সম্মান ও সম্পদ।
ক্ষমা একটি মহৎ গুণ' বহুবার বইতে পড়েছি।
কিন্তু মন থেকে উপলব্ধি করেছি...?
পুনশ্চ ঃ গতকাল কিছু না লিখে দালাল উপাধি পেয়েছি আজ যে কি পাব কে জানে?
২০ শে মে, ২০১৩ দুপুর ২:০৫
মন জানালা বলেছেন: এই হল সমস্যা। কিছু না পরেই মন্তব্য
আমি কোন জায়গায় লিখেছি যে জামিল খুব ভাল করেছে?
পোস্ট পড়েন।
২| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:১১
রোদ্দুর মামুন. বলেছেন: জামিল কাজটি মোটেও ভাল করেনি । তার চেয়ে আরো খারাপ করেছি আমরা মিরাক্কেল সম্পর্কে আগোছালো প্রতিবাদ করে ।
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২
মন জানালা বলেছেন: তার চেয়ে আরো খারাপ করেছি আমরা মিরাক্কেল সম্পর্কে আগোছালো প্রতিবাদ করে
ধন্যবাদ পোস্ট টা পড়ে বোঝার জন্য।
জামিলের কাজ কোনভাবেই ঠিক ছিল না
৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:২৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সব কিছুর মূলে যা
৪| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৩০
অলিভার বলেছেন: প্যপিলন সাহেব তো ঠিকই বলেছেন। আপনিতো এই পোস্ট-এর টাইটেলটাই দিয়েছেন জামিল কে সমর্থন করেন বলে।
এই ভাড়কে কিভাবে সমর্থন করেন একজন সুস্থ বাংলাদেশি বাঙালি ?
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
মন জানালা বলেছেন: পোসট পড়ে তারপর কথা বলেন
৫| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৩০
অলিভার বলেছেন: প্যপিলন সাহেব তো ঠিকই বলেছেন। আপনিতো এই পোস্ট-এর টাইটেলটাই দিয়েছেন জামিল কে সমর্থন করেন বলে।
এই ভাড়কে কিভাবে সমর্থন করেন একজন সুস্থ বাংলাদেশি বাঙালি ?
৬| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পোস্টের বক্ত্যবের সাথে পোস্টের শিরোনাম এর কোন মিল নেই।
প্রতিবাদ করার সময় খুব কম মানুষেরই মাথা ঠান্ডা থাকে। পেছনে ফিরে দেখুন, এটাই সত্য। এখন প্রতিবাদীদের অনেক দোষ বের করা যাবে।
কিন্তু, জামিল খুব ঠান্ডা মাথায় বাংলাদেশ ক্রিকেট টিমকে পচিয়েছে, যেটা করার আগে ওর হাজার বার ভাবা উচিৎ ছিল। নিজ দেশে হলেও কথা ছিল, পচিয়েছে আরেক দেশে গিয়ে যারা এমনিতেই আমাদের নিয়ে উপহাস করে...
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মন জানালা বলেছেন: অবশ্যই । কিন্তু যারা গঠনমূলক প্রতিবাদ করেছে তারা কি রেগে ছিল না?
দেশের মানের আগে যদি রাগ বড় হয়ে দাঁড়ায় তাহলে তো সমস্যা । আমরা দেশের পতাকা পুড়লে কথা বলি না ভিন দেশি একটা পেজ এ রাগ দেখিয়ে হুমকি দিতে পারি
৭| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:০৩
বিডি আমিনুর বলেছেন: জামিল ছাগলের সাথে আপনিও কাঁঠাল পাতা চিবাতে থাকেন ...
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মন জানালা বলেছেন: গালাগালি না। যার জবাব নাই সেই গালাগালি করে।
পোস্ট দিয়েছি আর কি মন্তব্য আসছে।
পোস্টে দেখান তো আমি কোন জায়গায় জামিল কে সমর্থন দিয়েছি?
৮| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
পাগলাগরু বলেছেন: জামিলের জিনিসটা আপনার পশ্চাতে ইন্ কর বসে থাকেন।
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মন জানালা বলেছেন: গালাগালি খালি আপনি চিনেন না, আমিও চিনি। মুখ সামলে। বাপ মা কি খালি এসব শিখিয়েছে?
৯| ২০ শে মে, ২০১৩ রাত ৯:০৭
অলিভার বলেছেন: আপ্নি তো টাইটেল টা চেঞ্জ করলেন। এই কাজটা আগে করলেই পারতেন!
২০ শে মে, ২০১৩ রাত ৯:১২
মন জানালা বলেছেন: মানুষ পোস্ট না পড়ে কমেন্ট করে জানলে আগেই করতাম। পোস্ট না পড়ে গালা গালি,............।
১০| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৩
ঘুড্ডির পাইলট বলেছেন: মিরাক্কেল আগে ভালো লাগতো । এখন যাদের আনে এরা ভালো পাফর্ম করতে পারে না ।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৩ দুপুর ২:০২
প্যাপিলন বলেছেন: যে দেশে যুদ্ধপরাধীরা সবচে ভাল থাকে সে দেশে দেশকে নিয়ে মস্করা করার জন্য জামিলের মতো ভাড় থাকতেই পারে, আর তার সমর্থকও থাকতে পারে